১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

“পয়জন”এ অনবদ্য তানজিন তিশা

  • Sarakhon Report
  • ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • 35

সারাক্ষণ প্রতিবেদক
ছোটো পর্দায় বেশ জনপ্রিয় মুখ তানজিন তিশা। গায়ক ইমরান মাহমুদুলের বলতে বলতে চলতে চলতে গানে প্রথম তিনি দর্শকদের সুনজরে আসেন। তিশার অভিনিত এই গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে সেসময়। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিলো এটা তার জন্য। রেদওয়ান রনির ইউটার্ন নাটকে অভিনয় করে সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার ও পেয়েছেন এই অভিনেত্রী।

 

২০১৫ থেকে ছোটো পর্দায় নিয়মিয় অভিনয় করলেও, এই বছরেই তিনি ওয়েব ফিল্মে বেশ শক্তভাবেই হাতেখড়ি দিচ্ছেন। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় শোবিজের কালো অধ্যায় নিয়ে রচিত “পয়জন” সিনেমায়। কোরবানি ঈদে এই ওয়েব ফিল্মটি প্রকাশ পাবে। পয়জনের তানজিন তিশা একেবারে অনবদ্য।

 

 

তানজিন তিশার অনেক রোমান্টিক, টুইস্ট, থ্রিলার, ক্রাইম থ্রিলার, সোশ্যাল মেসেজ দেওয়া অনেক নারী কেন্দ্রিক কাজ দেখেছি কিন্তু পয়জনে অন্য এক তিশাকে আবিষ্কার করা হয়েছে। তার মারাত্মক চোখের চাহনি যেনো মুখ দিয়ে নয় চোখ দিয়েই কথা বলতে ছিলো। এইরকম নিখুঁত অভিনয় দেখে সত্যি মুগ্ধ। এইরকম ক্যারেক্টারে সঞ্জয় সমাদ্দরের আরেক ওয়েব ফিল্ম “লোহার তরী”। চমৎকার অভিনয় তার। খুবই আশাবাদী এই ওয়েব ফিল্ম নিয়ে।

 

তবে সম্প্রতি গুঞ্জন উঠছিলো শাকিব খানের সঙ্গে জুটি বাধতে যাচ্ছেন তানজিন তিশা। গতবছরেও একই গুঞ্জন উঠলেও ব্যক্তিগত জীবনে তার বিভিন্ন স্ক্যান্ডাল ছড়িয়ে পড়লে সে গুঞ্জন আর সত্যি হয়ে উঠেনি। তবে এইবার ও গুঞ্জন উঠলেও শেষ অব্দি তা টিকলো শাকিব খানের কোম্পানির ব্র‍্যান্ড এম্বাসেডর হিসেবে। তবে গ্ল্যামারগার্ল হিসেবে তানজিন তিশাকে অনেকেই চান শাকিবের সিনেমায়। ঢাকাই  সিনেমায় কোয়ালিটিফুল  নায়িকার একটা সংকট যেহেতু চাওর হয়েছে, ঠিক সেজন্যই বোধহয় সিনেমাপ্রেমী মানুষদের এই চাওয়া।

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

“পয়জন”এ অনবদ্য তানজিন তিশা

০৭:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক
ছোটো পর্দায় বেশ জনপ্রিয় মুখ তানজিন তিশা। গায়ক ইমরান মাহমুদুলের বলতে বলতে চলতে চলতে গানে প্রথম তিনি দর্শকদের সুনজরে আসেন। তিশার অভিনিত এই গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে সেসময়। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিলো এটা তার জন্য। রেদওয়ান রনির ইউটার্ন নাটকে অভিনয় করে সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার ও পেয়েছেন এই অভিনেত্রী।

 

২০১৫ থেকে ছোটো পর্দায় নিয়মিয় অভিনয় করলেও, এই বছরেই তিনি ওয়েব ফিল্মে বেশ শক্তভাবেই হাতেখড়ি দিচ্ছেন। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় শোবিজের কালো অধ্যায় নিয়ে রচিত “পয়জন” সিনেমায়। কোরবানি ঈদে এই ওয়েব ফিল্মটি প্রকাশ পাবে। পয়জনের তানজিন তিশা একেবারে অনবদ্য।

 

 

তানজিন তিশার অনেক রোমান্টিক, টুইস্ট, থ্রিলার, ক্রাইম থ্রিলার, সোশ্যাল মেসেজ দেওয়া অনেক নারী কেন্দ্রিক কাজ দেখেছি কিন্তু পয়জনে অন্য এক তিশাকে আবিষ্কার করা হয়েছে। তার মারাত্মক চোখের চাহনি যেনো মুখ দিয়ে নয় চোখ দিয়েই কথা বলতে ছিলো। এইরকম নিখুঁত অভিনয় দেখে সত্যি মুগ্ধ। এইরকম ক্যারেক্টারে সঞ্জয় সমাদ্দরের আরেক ওয়েব ফিল্ম “লোহার তরী”। চমৎকার অভিনয় তার। খুবই আশাবাদী এই ওয়েব ফিল্ম নিয়ে।

 

তবে সম্প্রতি গুঞ্জন উঠছিলো শাকিব খানের সঙ্গে জুটি বাধতে যাচ্ছেন তানজিন তিশা। গতবছরেও একই গুঞ্জন উঠলেও ব্যক্তিগত জীবনে তার বিভিন্ন স্ক্যান্ডাল ছড়িয়ে পড়লে সে গুঞ্জন আর সত্যি হয়ে উঠেনি। তবে এইবার ও গুঞ্জন উঠলেও শেষ অব্দি তা টিকলো শাকিব খানের কোম্পানির ব্র‍্যান্ড এম্বাসেডর হিসেবে। তবে গ্ল্যামারগার্ল হিসেবে তানজিন তিশাকে অনেকেই চান শাকিবের সিনেমায়। ঢাকাই  সিনেমায় কোয়ালিটিফুল  নায়িকার একটা সংকট যেহেতু চাওর হয়েছে, ঠিক সেজন্যই বোধহয় সিনেমাপ্রেমী মানুষদের এই চাওয়া।