০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
বাল্টিক সাগরে নাশকতার সন্দেহ, রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ করল ফিনল্যান্ড এডেন বিমানবন্দর বন্ধে যাত্রী ভোগান্তি, সৌদি–আমিরাত দ্বন্দ্বে ইয়েমেন সংকট আরও ঘনীভূত নববর্ষে ইউক্রেন যুদ্ধের ছায়া: বেসামরিক হামলা নিয়ে রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনায় ইতালির পাস্তা রপ্তানিতে বড় স্বস্তি, প্রস্তাবিত কর উল্লেখযোগ্যভাবে কমল জাপানকে পেছনে ফেলে ভারতের অর্থনীতি, এবার নজর জার্মানির দিকে ঘরে ফেরার আশায় রোহিঙ্গাদের নতুন নেতৃত্ব, কক্সবাজারে জাগছে প্রত্যাবর্তনের স্বপ্ন নতুন বছরে খেলাধুলা আর দেববিশ্বাস: জাপানি ক্রীড়াবিদদের নীরব প্রস্তুতির গল্প পিকলবলের শব্দে অতিষ্ঠ ভিয়েতনাম: হ্যানয়ে শুরু হয়েছে ‘শব্দযুদ্ধ’ রেকর্ড নিম্ন বাস্তবায়নে ধাক্কা: ২০২৫ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যবস্থাপনা প্রশ্নের মুখে আগামী পাঁচ বছর বিএনপি ও জামায়াতকে একসঙ্গে কাজ করতে হবে: জামায়াত আমির

“পয়জন”এ অনবদ্য তানজিন তিশা

  • Sarakhon Report
  • ০৭:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • 74

সারাক্ষণ প্রতিবেদক
ছোটো পর্দায় বেশ জনপ্রিয় মুখ তানজিন তিশা। গায়ক ইমরান মাহমুদুলের বলতে বলতে চলতে চলতে গানে প্রথম তিনি দর্শকদের সুনজরে আসেন। তিশার অভিনিত এই গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে সেসময়। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিলো এটা তার জন্য। রেদওয়ান রনির ইউটার্ন নাটকে অভিনয় করে সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার ও পেয়েছেন এই অভিনেত্রী।

 

২০১৫ থেকে ছোটো পর্দায় নিয়মিয় অভিনয় করলেও, এই বছরেই তিনি ওয়েব ফিল্মে বেশ শক্তভাবেই হাতেখড়ি দিচ্ছেন। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় শোবিজের কালো অধ্যায় নিয়ে রচিত “পয়জন” সিনেমায়। কোরবানি ঈদে এই ওয়েব ফিল্মটি প্রকাশ পাবে। পয়জনের তানজিন তিশা একেবারে অনবদ্য।

 

 

তানজিন তিশার অনেক রোমান্টিক, টুইস্ট, থ্রিলার, ক্রাইম থ্রিলার, সোশ্যাল মেসেজ দেওয়া অনেক নারী কেন্দ্রিক কাজ দেখেছি কিন্তু পয়জনে অন্য এক তিশাকে আবিষ্কার করা হয়েছে। তার মারাত্মক চোখের চাহনি যেনো মুখ দিয়ে নয় চোখ দিয়েই কথা বলতে ছিলো। এইরকম নিখুঁত অভিনয় দেখে সত্যি মুগ্ধ। এইরকম ক্যারেক্টারে সঞ্জয় সমাদ্দরের আরেক ওয়েব ফিল্ম “লোহার তরী”। চমৎকার অভিনয় তার। খুবই আশাবাদী এই ওয়েব ফিল্ম নিয়ে।

 

তবে সম্প্রতি গুঞ্জন উঠছিলো শাকিব খানের সঙ্গে জুটি বাধতে যাচ্ছেন তানজিন তিশা। গতবছরেও একই গুঞ্জন উঠলেও ব্যক্তিগত জীবনে তার বিভিন্ন স্ক্যান্ডাল ছড়িয়ে পড়লে সে গুঞ্জন আর সত্যি হয়ে উঠেনি। তবে এইবার ও গুঞ্জন উঠলেও শেষ অব্দি তা টিকলো শাকিব খানের কোম্পানির ব্র‍্যান্ড এম্বাসেডর হিসেবে। তবে গ্ল্যামারগার্ল হিসেবে তানজিন তিশাকে অনেকেই চান শাকিবের সিনেমায়। ঢাকাই  সিনেমায় কোয়ালিটিফুল  নায়িকার একটা সংকট যেহেতু চাওর হয়েছে, ঠিক সেজন্যই বোধহয় সিনেমাপ্রেমী মানুষদের এই চাওয়া।

জনপ্রিয় সংবাদ

বাল্টিক সাগরে নাশকতার সন্দেহ, রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ করল ফিনল্যান্ড

“পয়জন”এ অনবদ্য তানজিন তিশা

০৭:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক
ছোটো পর্দায় বেশ জনপ্রিয় মুখ তানজিন তিশা। গায়ক ইমরান মাহমুদুলের বলতে বলতে চলতে চলতে গানে প্রথম তিনি দর্শকদের সুনজরে আসেন। তিশার অভিনিত এই গানটি বেশ জনপ্রিয়তা লাভ করে সেসময়। ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিলো এটা তার জন্য। রেদওয়ান রনির ইউটার্ন নাটকে অভিনয় করে সেরা নবীন অভিনয়শিল্পী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার ও পেয়েছেন এই অভিনেত্রী।

 

২০১৫ থেকে ছোটো পর্দায় নিয়মিয় অভিনয় করলেও, এই বছরেই তিনি ওয়েব ফিল্মে বেশ শক্তভাবেই হাতেখড়ি দিচ্ছেন। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় শোবিজের কালো অধ্যায় নিয়ে রচিত “পয়জন” সিনেমায়। কোরবানি ঈদে এই ওয়েব ফিল্মটি প্রকাশ পাবে। পয়জনের তানজিন তিশা একেবারে অনবদ্য।

 

 

তানজিন তিশার অনেক রোমান্টিক, টুইস্ট, থ্রিলার, ক্রাইম থ্রিলার, সোশ্যাল মেসেজ দেওয়া অনেক নারী কেন্দ্রিক কাজ দেখেছি কিন্তু পয়জনে অন্য এক তিশাকে আবিষ্কার করা হয়েছে। তার মারাত্মক চোখের চাহনি যেনো মুখ দিয়ে নয় চোখ দিয়েই কথা বলতে ছিলো। এইরকম নিখুঁত অভিনয় দেখে সত্যি মুগ্ধ। এইরকম ক্যারেক্টারে সঞ্জয় সমাদ্দরের আরেক ওয়েব ফিল্ম “লোহার তরী”। চমৎকার অভিনয় তার। খুবই আশাবাদী এই ওয়েব ফিল্ম নিয়ে।

 

তবে সম্প্রতি গুঞ্জন উঠছিলো শাকিব খানের সঙ্গে জুটি বাধতে যাচ্ছেন তানজিন তিশা। গতবছরেও একই গুঞ্জন উঠলেও ব্যক্তিগত জীবনে তার বিভিন্ন স্ক্যান্ডাল ছড়িয়ে পড়লে সে গুঞ্জন আর সত্যি হয়ে উঠেনি। তবে এইবার ও গুঞ্জন উঠলেও শেষ অব্দি তা টিকলো শাকিব খানের কোম্পানির ব্র‍্যান্ড এম্বাসেডর হিসেবে। তবে গ্ল্যামারগার্ল হিসেবে তানজিন তিশাকে অনেকেই চান শাকিবের সিনেমায়। ঢাকাই  সিনেমায় কোয়ালিটিফুল  নায়িকার একটা সংকট যেহেতু চাওর হয়েছে, ঠিক সেজন্যই বোধহয় সিনেমাপ্রেমী মানুষদের এই চাওয়া।