০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
বাল্টিক সাগরে নাশকতার সন্দেহ, রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ করল ফিনল্যান্ড এডেন বিমানবন্দর বন্ধে যাত্রী ভোগান্তি, সৌদি–আমিরাত দ্বন্দ্বে ইয়েমেন সংকট আরও ঘনীভূত নববর্ষে ইউক্রেন যুদ্ধের ছায়া: বেসামরিক হামলা নিয়ে রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনায় ইতালির পাস্তা রপ্তানিতে বড় স্বস্তি, প্রস্তাবিত কর উল্লেখযোগ্যভাবে কমল জাপানকে পেছনে ফেলে ভারতের অর্থনীতি, এবার নজর জার্মানির দিকে ঘরে ফেরার আশায় রোহিঙ্গাদের নতুন নেতৃত্ব, কক্সবাজারে জাগছে প্রত্যাবর্তনের স্বপ্ন নতুন বছরে খেলাধুলা আর দেববিশ্বাস: জাপানি ক্রীড়াবিদদের নীরব প্রস্তুতির গল্প পিকলবলের শব্দে অতিষ্ঠ ভিয়েতনাম: হ্যানয়ে শুরু হয়েছে ‘শব্দযুদ্ধ’ রেকর্ড নিম্ন বাস্তবায়নে ধাক্কা: ২০২৫ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যবস্থাপনা প্রশ্নের মুখে আগামী পাঁচ বছর বিএনপি ও জামায়াতকে একসঙ্গে কাজ করতে হবে: জামায়াত আমির

৮০০ পর্বের পথে মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’

  • Sarakhon Report
  • ০৫:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
  • 96

সারাক্ষণ প্রতিবেদক

এই সময়ের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হচ্ছে ‘স্মৃতির আল্পনা আঁকি’। এটিএন বাংলায় প্রচার চলতি এই ধারাবাহিকে অভিনয় করতেন অভিনেত্রী সীমানা। তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ‘স্মৃতির আল্পনা আঁকি’ পরিবার।

নাটকটির পরিচালক মুরাদ পারভেজ গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘সীমানা ছিলো আমার স্মৃতির আল্পনা আঁকি নাটকের প্রাণ। তার এভাবে চলে যাওয়াটা আমাদের জন্য ভীষণ কষ্টের, অনেক বেদনার। সীমানা ভীষণ আগ্রহ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে এই ধারাবাহিকে অভিনয় করত। দোয়া করি আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন।

সীমানার বিকল্প কাকে নেব তা আমরা এখনো ভাবিনি।’ এই ধারাবাহিকের নতুন একটি চরিত্র সাজিদ। যিনি আমেরিকা থেকে সদ্য দেশে ফিরেছেন। এই চরিত্রেই প্রথমবার এই ধারাবাহিকে অভিনয় করছেন গুণী অভিনেতা তুষার খান। নাটকে ব্যারিস্টার (অবসরপ্রাপ্ত) রহমান চরিত্রে ঝুনা চৌধুরী, মিলি মুনসী অভিনয় করছেন ঝুনা চৌধুরীর স্ত্রীর ভূমিকায়, চুমকি অভিনয় করছেন রীনা চরিত্রে। এরইমধ্যে ধারাবাহিকটির ৭৭৬ পর্ব এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

কিছুদিনের মধ্যেই ধারাবাহিকটির ৮০০তম পর্ব প্রচার হবে বলে পরিচালক মুরাদ পারভেজ বেশ উচ্ছ্বসিত। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তুষার খান বলেন, ‘বলা যায় এক দশক পর মুরাদের নির্দেশনায় কাজ করছি। তারসঙ্গে আমার কাজের টিউনটা চমৎকার। মুরাদ সুন্দরভাবে সবকিছু করে। কাজটা বেশ চমৎকার হয়।’ ঝুনা চৌধুরী বলেন, ‘যেহেতু এই নাটকের গল্পটা একটু পেছনের সময়ের গল্প। যে কারণে আমাদের বেশ কষ্ট করেই অভিনয় করতে হয়।

মুরাদ ভীষণ মেধাবী বলেই কাজটি সহজ করে দিয়েছে আমাদের জন্য। গল্পের জন্য দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাই।’ মিলি মুনসী বলেন, ‘স্মৃতির আল্পনা আঁকি- একটি পরিবার। আমি ২০২১ সাল থেকে এই ধারাবাহিকে নিয়মিত কাজ করছি। পরিচ্ছন্ন একটি ইউনিট। মুরাদ ভীষণ আন্তরিক। যে কারণে অনেক কষ্টের মধ্যে কাজটি বেশ উপভোগ্য।’

ফারজানা চুমকি বলেন, ‘মুরাদ পারভেজ আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব দীর্ঘ পঁচিশ বছরের। তবে এবারই প্রথম তার পরিচালনায় কাজ করা। কাজের প্রতি মুরাদ ভীষণ যত্নশীল। শিল্পীদের প্রতি তার আন্তরিকতা, শ্রদ্ধাবোধ আমাকে মুগ্ধ করে। আমি স্মৃতির আল্পনা আঁকি পরিবারের একজন হিসেবে গর্ববোধ করি।’ এই ধারাবাহিকে অভিনয় করতেন কিন্তু প্রয়াত হয়েছেন এমন ক’জন শিল্পী হলেন খালেকুজ্জামান, এসএম মোহসীন, শর্মিলী আহমেদ ও সীমানা। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ করছেন মাসুদুল হাসান শাওন।

জনপ্রিয় সংবাদ

বাল্টিক সাগরে নাশকতার সন্দেহ, রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ করল ফিনল্যান্ড

৮০০ পর্বের পথে মুরাদ পারভেজের ‘স্মৃতির আল্পনা আঁকি’

০৫:০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

এই সময়ের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হচ্ছে ‘স্মৃতির আল্পনা আঁকি’। এটিএন বাংলায় প্রচার চলতি এই ধারাবাহিকে অভিনয় করতেন অভিনেত্রী সীমানা। তিনি কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ‘স্মৃতির আল্পনা আঁকি’ পরিবার।

নাটকটির পরিচালক মুরাদ পারভেজ গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘সীমানা ছিলো আমার স্মৃতির আল্পনা আঁকি নাটকের প্রাণ। তার এভাবে চলে যাওয়াটা আমাদের জন্য ভীষণ কষ্টের, অনেক বেদনার। সীমানা ভীষণ আগ্রহ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে এই ধারাবাহিকে অভিনয় করত। দোয়া করি আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন।

সীমানার বিকল্প কাকে নেব তা আমরা এখনো ভাবিনি।’ এই ধারাবাহিকের নতুন একটি চরিত্র সাজিদ। যিনি আমেরিকা থেকে সদ্য দেশে ফিরেছেন। এই চরিত্রেই প্রথমবার এই ধারাবাহিকে অভিনয় করছেন গুণী অভিনেতা তুষার খান। নাটকে ব্যারিস্টার (অবসরপ্রাপ্ত) রহমান চরিত্রে ঝুনা চৌধুরী, মিলি মুনসী অভিনয় করছেন ঝুনা চৌধুরীর স্ত্রীর ভূমিকায়, চুমকি অভিনয় করছেন রীনা চরিত্রে। এরইমধ্যে ধারাবাহিকটির ৭৭৬ পর্ব এটিএন বাংলায় প্রচারিত হয়েছে।

কিছুদিনের মধ্যেই ধারাবাহিকটির ৮০০তম পর্ব প্রচার হবে বলে পরিচালক মুরাদ পারভেজ বেশ উচ্ছ্বসিত। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তুষার খান বলেন, ‘বলা যায় এক দশক পর মুরাদের নির্দেশনায় কাজ করছি। তারসঙ্গে আমার কাজের টিউনটা চমৎকার। মুরাদ সুন্দরভাবে সবকিছু করে। কাজটা বেশ চমৎকার হয়।’ ঝুনা চৌধুরী বলেন, ‘যেহেতু এই নাটকের গল্পটা একটু পেছনের সময়ের গল্প। যে কারণে আমাদের বেশ কষ্ট করেই অভিনয় করতে হয়।

মুরাদ ভীষণ মেধাবী বলেই কাজটি সহজ করে দিয়েছে আমাদের জন্য। গল্পের জন্য দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাই।’ মিলি মুনসী বলেন, ‘স্মৃতির আল্পনা আঁকি- একটি পরিবার। আমি ২০২১ সাল থেকে এই ধারাবাহিকে নিয়মিত কাজ করছি। পরিচ্ছন্ন একটি ইউনিট। মুরাদ ভীষণ আন্তরিক। যে কারণে অনেক কষ্টের মধ্যে কাজটি বেশ উপভোগ্য।’

ফারজানা চুমকি বলেন, ‘মুরাদ পারভেজ আমার বন্ধু। আমাদের বন্ধুত্ব দীর্ঘ পঁচিশ বছরের। তবে এবারই প্রথম তার পরিচালনায় কাজ করা। কাজের প্রতি মুরাদ ভীষণ যত্নশীল। শিল্পীদের প্রতি তার আন্তরিকতা, শ্রদ্ধাবোধ আমাকে মুগ্ধ করে। আমি স্মৃতির আল্পনা আঁকি পরিবারের একজন হিসেবে গর্ববোধ করি।’ এই ধারাবাহিকে অভিনয় করতেন কিন্তু প্রয়াত হয়েছেন এমন ক’জন শিল্পী হলেন খালেকুজ্জামান, এসএম মোহসীন, শর্মিলী আহমেদ ও সীমানা। ড. মাহফুজুর রহমানের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ করছেন মাসুদুল হাসান শাওন।