১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

ঈদের নাটক ‘অবিরাম দেবদাস’-এ নাসিম-মম

  • Sarakhon Report
  • ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • 59

সারাক্ষণ প্রতিবেদক 

একটা সময় শিক্ষকতার মতো মহান পেশার সাথে সম্পৃক্ত ছিলেন নন্দিত অভিনেতা আহসান হাবিব নাসিম। পরবর্তীতে যখন শিক্ষকতা পেশা ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোযোগী হলেন তখন অনেকেই এমন বলেছিলেন, শিক্ষকতা না ছাড়লেও পারতেন নাসিম। কিন্তু বিষয়টা এমন যে অভিনয় এমনই এক পেশা, তাতে সময় দিতে হয় প্রচুর। যে কারণে সেই সময় শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে ভুল করেননি নাসিম। শিক্ষকতা পেশা ছেড়ে দিতে পেরেছিলেন বলেই নাসিম হয়ে উঠেছেন আজকের নন্দিত অভিনেতা।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনয়ে এখন অনেকটাই পরিণত। বহুমাত্রিক চরিত্রে তার অনবদ্য আর দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। যেকোনো চরিত্রে মম নিজেকে মানিয়ে নিয়ে অভিনয়টাই শতভাগ করে যাবার চেষ্টা করেন। আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য বদরুল আনাম সৌদের গল্পে  ও মেধাবী নাট্যনির্মাতা যুবরাজ খানের পরিচালনায় আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন ‘অবিরাম দেবদাস’ শিরোনামের একটি নাটকে। এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের নানান লোকেশনে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন,‘ অবিরাম দেবদাস-নাটকের গল্পটা দারুণ। নাট্যকারের লেখার প্রশংসা করতেই হয়। আর যুবরাজ খান প্রচণ্ড আত্ন বিশ্বাস নিয়ে কাজ করেন বিধায় তার কাজের ধরন আলাদা হয়, কাজও হয় বেশ গুছানো পরিপাটি। মম নিঃসন্দেহে একজন গুনী অভিনেত্রী। একজন পরিণত অভিনেত্রী। এক কথায় চমৎকার অভিনয় করে। এই নাটকে আমরা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমাদের দু’জনের মধ্যে কাজের বোঝপড়াটা চমৎকার। কারণ এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি।

নাসিম ও মম সর্বশেষ রশীদুল হক পাশার নির্দেশনায় ‘গন্তব্যহীন’ নাটকে অভিনয় করেছেন। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে খিঁজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন মম।

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

ঈদের নাটক ‘অবিরাম দেবদাস’-এ নাসিম-মম

০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক 

একটা সময় শিক্ষকতার মতো মহান পেশার সাথে সম্পৃক্ত ছিলেন নন্দিত অভিনেতা আহসান হাবিব নাসিম। পরবর্তীতে যখন শিক্ষকতা পেশা ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোযোগী হলেন তখন অনেকেই এমন বলেছিলেন, শিক্ষকতা না ছাড়লেও পারতেন নাসিম। কিন্তু বিষয়টা এমন যে অভিনয় এমনই এক পেশা, তাতে সময় দিতে হয় প্রচুর। যে কারণে সেই সময় শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে ভুল করেননি নাসিম। শিক্ষকতা পেশা ছেড়ে দিতে পেরেছিলেন বলেই নাসিম হয়ে উঠেছেন আজকের নন্দিত অভিনেতা।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনয়ে এখন অনেকটাই পরিণত। বহুমাত্রিক চরিত্রে তার অনবদ্য আর দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। যেকোনো চরিত্রে মম নিজেকে মানিয়ে নিয়ে অভিনয়টাই শতভাগ করে যাবার চেষ্টা করেন। আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য বদরুল আনাম সৌদের গল্পে  ও মেধাবী নাট্যনির্মাতা যুবরাজ খানের পরিচালনায় আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন ‘অবিরাম দেবদাস’ শিরোনামের একটি নাটকে। এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের নানান লোকেশনে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন,‘ অবিরাম দেবদাস-নাটকের গল্পটা দারুণ। নাট্যকারের লেখার প্রশংসা করতেই হয়। আর যুবরাজ খান প্রচণ্ড আত্ন বিশ্বাস নিয়ে কাজ করেন বিধায় তার কাজের ধরন আলাদা হয়, কাজও হয় বেশ গুছানো পরিপাটি। মম নিঃসন্দেহে একজন গুনী অভিনেত্রী। একজন পরিণত অভিনেত্রী। এক কথায় চমৎকার অভিনয় করে। এই নাটকে আমরা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমাদের দু’জনের মধ্যে কাজের বোঝপড়াটা চমৎকার। কারণ এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি।

নাসিম ও মম সর্বশেষ রশীদুল হক পাশার নির্দেশনায় ‘গন্তব্যহীন’ নাটকে অভিনয় করেছেন। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে খিঁজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন মম।