০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
বাল্টিক সাগরে নাশকতার সন্দেহ, রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ করল ফিনল্যান্ড এডেন বিমানবন্দর বন্ধে যাত্রী ভোগান্তি, সৌদি–আমিরাত দ্বন্দ্বে ইয়েমেন সংকট আরও ঘনীভূত নববর্ষে ইউক্রেন যুদ্ধের ছায়া: বেসামরিক হামলা নিয়ে রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি অভিযোগ যুক্তরাষ্ট্রের শুল্ক পর্যালোচনায় ইতালির পাস্তা রপ্তানিতে বড় স্বস্তি, প্রস্তাবিত কর উল্লেখযোগ্যভাবে কমল জাপানকে পেছনে ফেলে ভারতের অর্থনীতি, এবার নজর জার্মানির দিকে ঘরে ফেরার আশায় রোহিঙ্গাদের নতুন নেতৃত্ব, কক্সবাজারে জাগছে প্রত্যাবর্তনের স্বপ্ন নতুন বছরে খেলাধুলা আর দেববিশ্বাস: জাপানি ক্রীড়াবিদদের নীরব প্রস্তুতির গল্প পিকলবলের শব্দে অতিষ্ঠ ভিয়েতনাম: হ্যানয়ে শুরু হয়েছে ‘শব্দযুদ্ধ’ রেকর্ড নিম্ন বাস্তবায়নে ধাক্কা: ২০২৫ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যবস্থাপনা প্রশ্নের মুখে আগামী পাঁচ বছর বিএনপি ও জামায়াতকে একসঙ্গে কাজ করতে হবে: জামায়াত আমির

ঈদের নাটক ‘অবিরাম দেবদাস’-এ নাসিম-মম

  • Sarakhon Report
  • ০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • 89

সারাক্ষণ প্রতিবেদক 

একটা সময় শিক্ষকতার মতো মহান পেশার সাথে সম্পৃক্ত ছিলেন নন্দিত অভিনেতা আহসান হাবিব নাসিম। পরবর্তীতে যখন শিক্ষকতা পেশা ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোযোগী হলেন তখন অনেকেই এমন বলেছিলেন, শিক্ষকতা না ছাড়লেও পারতেন নাসিম। কিন্তু বিষয়টা এমন যে অভিনয় এমনই এক পেশা, তাতে সময় দিতে হয় প্রচুর। যে কারণে সেই সময় শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে ভুল করেননি নাসিম। শিক্ষকতা পেশা ছেড়ে দিতে পেরেছিলেন বলেই নাসিম হয়ে উঠেছেন আজকের নন্দিত অভিনেতা।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনয়ে এখন অনেকটাই পরিণত। বহুমাত্রিক চরিত্রে তার অনবদ্য আর দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। যেকোনো চরিত্রে মম নিজেকে মানিয়ে নিয়ে অভিনয়টাই শতভাগ করে যাবার চেষ্টা করেন। আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য বদরুল আনাম সৌদের গল্পে  ও মেধাবী নাট্যনির্মাতা যুবরাজ খানের পরিচালনায় আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন ‘অবিরাম দেবদাস’ শিরোনামের একটি নাটকে। এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের নানান লোকেশনে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন,‘ অবিরাম দেবদাস-নাটকের গল্পটা দারুণ। নাট্যকারের লেখার প্রশংসা করতেই হয়। আর যুবরাজ খান প্রচণ্ড আত্ন বিশ্বাস নিয়ে কাজ করেন বিধায় তার কাজের ধরন আলাদা হয়, কাজও হয় বেশ গুছানো পরিপাটি। মম নিঃসন্দেহে একজন গুনী অভিনেত্রী। একজন পরিণত অভিনেত্রী। এক কথায় চমৎকার অভিনয় করে। এই নাটকে আমরা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমাদের দু’জনের মধ্যে কাজের বোঝপড়াটা চমৎকার। কারণ এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি।

নাসিম ও মম সর্বশেষ রশীদুল হক পাশার নির্দেশনায় ‘গন্তব্যহীন’ নাটকে অভিনয় করেছেন। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে খিঁজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন মম।

জনপ্রিয় সংবাদ

বাল্টিক সাগরে নাশকতার সন্দেহ, রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ করল ফিনল্যান্ড

ঈদের নাটক ‘অবিরাম দেবদাস’-এ নাসিম-মম

০৭:০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক 

একটা সময় শিক্ষকতার মতো মহান পেশার সাথে সম্পৃক্ত ছিলেন নন্দিত অভিনেতা আহসান হাবিব নাসিম। পরবর্তীতে যখন শিক্ষকতা পেশা ছেড়ে অভিনয়ে পুরোপুরি মনোযোগী হলেন তখন অনেকেই এমন বলেছিলেন, শিক্ষকতা না ছাড়লেও পারতেন নাসিম। কিন্তু বিষয়টা এমন যে অভিনয় এমনই এক পেশা, তাতে সময় দিতে হয় প্রচুর। যে কারণে সেই সময় শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে ভুল করেননি নাসিম। শিক্ষকতা পেশা ছেড়ে দিতে পেরেছিলেন বলেই নাসিম হয়ে উঠেছেন আজকের নন্দিত অভিনেতা।

এদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ভার্সেটাইল অভিনেত্রী জাকিয়া বারী মম, অভিনয়ে এখন অনেকটাই পরিণত। বহুমাত্রিক চরিত্রে তার অনবদ্য আর দুর্দান্ত অভিনয় দর্শককে মুগ্ধ করে। যেকোনো চরিত্রে মম নিজেকে মানিয়ে নিয়ে অভিনয়টাই শতভাগ করে যাবার চেষ্টা করেন। আগামী ঈদে বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য বদরুল আনাম সৌদের গল্পে  ও মেধাবী নাট্যনির্মাতা যুবরাজ খানের পরিচালনায় আহসান হাবিব নাসিম ও জাকিয়া বারী মম অভিনয় করেছেন ‘অবিরাম দেবদাস’ শিরোনামের একটি নাটকে। এই নাটকের শুটিং সম্পন্ন হয়েছে শ্রীমঙ্গলের নানান লোকেশনে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন,‘ অবিরাম দেবদাস-নাটকের গল্পটা দারুণ। নাট্যকারের লেখার প্রশংসা করতেই হয়। আর যুবরাজ খান প্রচণ্ড আত্ন বিশ্বাস নিয়ে কাজ করেন বিধায় তার কাজের ধরন আলাদা হয়, কাজও হয় বেশ গুছানো পরিপাটি। মম নিঃসন্দেহে একজন গুনী অভিনেত্রী। একজন পরিণত অভিনেত্রী। এক কথায় চমৎকার অভিনয় করে। এই নাটকে আমরা দু’জন স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। আমাদের দু’জনের মধ্যে কাজের বোঝপড়াটা চমৎকার। কারণ এর আগেও আমরা একসঙ্গে কাজ করেছি।

নাসিম ও মম সর্বশেষ রশীদুল হক পাশার নির্দেশনায় ‘গন্তব্যহীন’ নাটকে অভিনয় করেছেন। মম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে খিঁজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন মম।