০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

বাপ্পারাজ’কে নিয়ে বিশেষ আয়োজনে গান গাইলেন দিঠি-অপু

  • Sarakhon Report
  • ০৯:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • 62

সারাক্ষণ প্রতিবেদক

স্যাটেলাইট চ্যানেল যুমনা টিভিতে প্রতি ঈদে বিশেষ বিশেষ আয়োজন প্রচার হয়ে থাকে। ঠিক তেমনি একটি আয়োজন ‘যমুনার নিমন্ত্রণে’। এই আয়োজনে নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে নায়ক বাপ্পারাজ অংশগ্রহন করবেন। বাপ্পারাজ অভিনীত প্রথম সিনেমা ছিলো নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙ্গার বউ’।

সিনেমাতে তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন অরুনা বিশ্বাস। এই আয়োজনে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন অরুনা বিশ্বাস। ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ওয়াকিুল আহমেদ ও নায়ক রাজ রাজ্জাকের বন্ধু, ভাই-পরিচালক, গীতিকার গাজী মাজহরুল আনোয়ারের ছেওে উপল। অনুষ্ঠানে চমক হিসেবে দর্শকের জন্য গানের আয়োজন করা হয়েছে। গানের পর্বে নায়ক বাপ্পারাজ অভিনীত বিভিন্ন সিনেমার গান গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে গায়িকা দিঠি আনোয়ার ও গায়ক অপু আমান।

বাপ্পারাজ বলেন,‘ বলা যায় আমাকে নিয়ে এতো চমৎকার করে আয়োজন এবারই প্রথম হলো। এর আগে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে আমি অংশগ্রহন করেছি নানান ধরনের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে। কিন্তু যমুনার নিমন্ত্রণে আয়োজনটি ছিলো একেবারেই ভিন্নরকম। আমার প্রথম সিনেমার নায়িকা, আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমার পরিচালক ওয়াকিল আহমেদ, উপল আড্ডায় অংশ নিয়েছেন। গান গেয়েছে দিঠি ও অপু। নান্দনিক এই আয়োজনে অংশগ্রহন করে সত্যিই বেশ ভালোলেগেছে। ধন্যবাদ যমুনা টিভি কর্তপক্ষ’কে।’

দিঠি জানান এই আয়োজনে তিনি এবং অপু আমান দ্বৈতভাবে গেয়েছেন  ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ ও ‘কাজল কাজল মেয়েটি’। এককভাবে দিঠি গেয়েছেন ‘দেখো দেখো গ্রামসবাসী এলো দেবদাসী’। অপু এককভাবে গেয়েচেন ‘প্রেমের সমাধি ভেঙ্গে’,‘ আমার ভাগ্যবড় আজব জাদুকর’, ‘তুমি বন্ধু আমার চিরসুখে থাকো’।

দিঠি বলেন, ‘আমার আব্বু এবং বাপ্পা ভাইয়ের আব্বুর মধ্যে সম্পর্কটা ছিলো কিন্তু একদম বন্ধুর মতো, দুই ভাইয়ের মতো। তো তাদের মধ্যকার আত্নার সেই সম্পর্ক ছোটবেলা থেকেই দেকে এসেছি। আজ দু’জনের কেউ নেই আমাদের মাঝে। কিন্তু আমাদের দুই পরিবারের মধ্যে পারিবারিক সম্পর্কটা অটুট রয়েছে। বাপ্পা ভাইকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। অভিনেতা হিসেবে তিনি দুর্দান্ত। তাকে ঘিরে এমন আয়োজনে গান গাইতে পেরে আমার ভীষন ভালোলাগলো। ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে সঙ্গে রাখার জন্য।’

অপু আমান বলেন,‘ শ্রদ্ধেয় বাপ্পা ভাইকে নিয়ে এমন বিশেষ আয়োজনের অংশ হতে পারাটাই পরম আনন্দের। চেষ্টা করেছি প্রতিটি গান ভীষণ দরদ আর আবেগ দিয়ে গাইতে। ধন্যবাদ দিঠি আপা ও যুমনা টিভিকে।’ উল্লেখ্য, শফিক পাহাড়ির প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জুলহাস জুবায়ের। আগামী ঈদে যুমনা টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘যমুনার নিমন্ত্রণে’।

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

বাপ্পারাজ’কে নিয়ে বিশেষ আয়োজনে গান গাইলেন দিঠি-অপু

০৯:০০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

স্যাটেলাইট চ্যানেল যুমনা টিভিতে প্রতি ঈদে বিশেষ বিশেষ আয়োজন প্রচার হয়ে থাকে। ঠিক তেমনি একটি আয়োজন ‘যমুনার নিমন্ত্রণে’। এই আয়োজনে নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে নায়ক বাপ্পারাজ অংশগ্রহন করবেন। বাপ্পারাজ অভিনীত প্রথম সিনেমা ছিলো নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ‘চাপা ডাঙ্গার বউ’।

সিনেমাতে তার বিপরীতে নায়িকা হিসেবে ছিলেন অরুনা বিশ্বাস। এই আয়োজনে বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন অরুনা বিশ্বাস। ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ওয়াকিুল আহমেদ ও নায়ক রাজ রাজ্জাকের বন্ধু, ভাই-পরিচালক, গীতিকার গাজী মাজহরুল আনোয়ারের ছেওে উপল। অনুষ্ঠানে চমক হিসেবে দর্শকের জন্য গানের আয়োজন করা হয়েছে। গানের পর্বে নায়ক বাপ্পারাজ অভিনীত বিভিন্ন সিনেমার গান গেয়েছেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে গায়িকা দিঠি আনোয়ার ও গায়ক অপু আমান।

বাপ্পারাজ বলেন,‘ বলা যায় আমাকে নিয়ে এতো চমৎকার করে আয়োজন এবারই প্রথম হলো। এর আগে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে আমি অংশগ্রহন করেছি নানান ধরনের সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে। কিন্তু যমুনার নিমন্ত্রণে আয়োজনটি ছিলো একেবারেই ভিন্নরকম। আমার প্রথম সিনেমার নায়িকা, আমার অভিনীত বেশ কয়েকটি সিনেমার পরিচালক ওয়াকিল আহমেদ, উপল আড্ডায় অংশ নিয়েছেন। গান গেয়েছে দিঠি ও অপু। নান্দনিক এই আয়োজনে অংশগ্রহন করে সত্যিই বেশ ভালোলেগেছে। ধন্যবাদ যমুনা টিভি কর্তপক্ষ’কে।’

দিঠি জানান এই আয়োজনে তিনি এবং অপু আমান দ্বৈতভাবে গেয়েছেন  ‘পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ ও ‘কাজল কাজল মেয়েটি’। এককভাবে দিঠি গেয়েছেন ‘দেখো দেখো গ্রামসবাসী এলো দেবদাসী’। অপু এককভাবে গেয়েচেন ‘প্রেমের সমাধি ভেঙ্গে’,‘ আমার ভাগ্যবড় আজব জাদুকর’, ‘তুমি বন্ধু আমার চিরসুখে থাকো’।

দিঠি বলেন, ‘আমার আব্বু এবং বাপ্পা ভাইয়ের আব্বুর মধ্যে সম্পর্কটা ছিলো কিন্তু একদম বন্ধুর মতো, দুই ভাইয়ের মতো। তো তাদের মধ্যকার আত্নার সেই সম্পর্ক ছোটবেলা থেকেই দেকে এসেছি। আজ দু’জনের কেউ নেই আমাদের মাঝে। কিন্তু আমাদের দুই পরিবারের মধ্যে পারিবারিক সম্পর্কটা অটুট রয়েছে। বাপ্পা ভাইকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভালোবাসি। অভিনেতা হিসেবে তিনি দুর্দান্ত। তাকে ঘিরে এমন আয়োজনে গান গাইতে পেরে আমার ভীষন ভালোলাগলো। ধন্যবাদ যমুনা টিভিকে আমাকে সঙ্গে রাখার জন্য।’

অপু আমান বলেন,‘ শ্রদ্ধেয় বাপ্পা ভাইকে নিয়ে এমন বিশেষ আয়োজনের অংশ হতে পারাটাই পরম আনন্দের। চেষ্টা করেছি প্রতিটি গান ভীষণ দরদ আর আবেগ দিয়ে গাইতে। ধন্যবাদ দিঠি আপা ও যুমনা টিভিকে।’ উল্লেখ্য, শফিক পাহাড়ির প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জুলহাস জুবায়ের। আগামী ঈদে যুমনা টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘যমুনার নিমন্ত্রণে’।