০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি” পান্থকুঞ্জ ও হাতিরঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেননি চেম্বার আদালত জাতিসংঘের উদ্ভাবন সূচকে শীর্ষ-১০—জার্মানিকে সরিয়ে চীন ইইউর ১৯তম রাশিয়া নিষেধাজ্ঞা প্যাকেজ স্থগিত—পরিধি নিয়ে মতভেদ অ্যামাজনের হার্ডওয়্যার ইভেন্ট ৩০ সেপ্টেম্বর—ইকো, ফায়ার টিভি, কিন্ডলে চমক টিকটক সমাধানে ‘ফ্রেমওয়ার্ক’—যুক্তরাষ্ট্রে চালু রাখতে অরাকলসহ কনসোর্টিয়াম স্কারবরো শোলে ফিলিপাইনি জাহাজে চীনের ওয়াটার ক্যানন রুশ হামলায় জাপোরিঝিয়ায় একজন নিহত, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত ফেড সুদ কমাতে পারে—এশিয়া শেয়ারে নতুন উত্থান চীনের বৈশ্বিক বন্দর প্রভাব কমাতে যুক্তরাষ্ট্রের বড়সড় সামুদ্রিক উদ্যোগ

কৈশোরে চিকিৎসাকেন্দ্রে ধর্ষণের শিকার মার্কিন তারকা

  • Sarakhon Report
  • ০৫:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • 21

সারাক্ষণ ডেস্ক

মার্কিন গায়িকা ও অভিনেত্রী প্যারিস হিলটন।মার্কিন কংগ্রেসে তিনি জানিয়েছেন ,কৈশোরে  এক আবাসিক চিকিংসা কেন্দ্রে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

 

যুক্তরাষ্ট্রের আবাসিক চিকিৎসাকেন্দ্রগুলো নিয়ে মার্কিন কংগ্রেসের হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটির এক শুনানিতে কয়েকজন বিশেষজ্ঞ ও প্যারিস হিলটন কথা বলেছেন। ৪৩ বছর বয়সী এই তারকা দীর্ঘদিন ধরেই শিশু কিশোরদের অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন।

 

 

প্যারিস হিলটন বলেন, হাজারো শিশু কিশোরকে যুক্তরাষ্ট্রের চিকিৎসাকেন্ত্রে পাঠানো হয়ে থাকে। আবাসিক বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি সেখানে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

 

 

মার্কিন এই তারকা জানান, মানসিক জটিলতা ও পড়ালেখায় অমনোযোগী হওয়ার কারনে কৈশোরে তাকে একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছিল।সেই সময়টা প্যারিস হিলটনের জন্য অনেক কষ্টদায়ক ছিল।সেখানে তিনি এগারো মাসের মত ছিলেন।

 

 

প্যারিস শুনানিতে চিকিৎসাকেন্দ্রে যৌন নির্যাতনের অভিযোগ এনে বলেন, আমাকে চিকিৎসাকেন্দ্রে ঘুমের ঔষধ খাইয়ে সেখানকার কর্মীরা আমাকে ধর্ষণ করেছিল। হিলটন আরও বলেন, ওরা শুধুই প্রতিশ্রুতি দেয় শিশুদের বিকাশের জন্য কাজ করবে।অথচ আমাকে দুইটা বছর স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়নি। এমনকি আমি জানালা দিয়েও বাহিরে তাকাতে পারিনি।

 

মার্কিন তারকা শুনানিতে অভিযোগ তুলে বলেন, শিশু কিশোররা দিনের পর দিন নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে।কারণ তারা শিশু কিশোরদের নিরাপত্তার চাইতে মুনাফাটাকে অনেক বড় করে দেখেন। শিশু কিশোরদের বিকাশের জন্য আবাসিক চিকিৎসাকেন্দ্রগুলোকে সংস্কার ও শিশু কিশোরদের নিরপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন মার্কিন এই তারকা।

 

 

 

ভারতে স্টিল পাইপ নির্মাতায় হানা—বিড রিগিং তদন্তে তল্লাশি”

কৈশোরে চিকিৎসাকেন্দ্রে ধর্ষণের শিকার মার্কিন তারকা

০৫:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

সারাক্ষণ ডেস্ক

মার্কিন গায়িকা ও অভিনেত্রী প্যারিস হিলটন।মার্কিন কংগ্রেসে তিনি জানিয়েছেন ,কৈশোরে  এক আবাসিক চিকিংসা কেন্দ্রে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।

 

যুক্তরাষ্ট্রের আবাসিক চিকিৎসাকেন্দ্রগুলো নিয়ে মার্কিন কংগ্রেসের হাউস ওয়েজ অ্যান্ড মিনস কমিটির এক শুনানিতে কয়েকজন বিশেষজ্ঞ ও প্যারিস হিলটন কথা বলেছেন। ৪৩ বছর বয়সী এই তারকা দীর্ঘদিন ধরেই শিশু কিশোরদের অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন।

 

 

প্যারিস হিলটন বলেন, হাজারো শিশু কিশোরকে যুক্তরাষ্ট্রের চিকিৎসাকেন্ত্রে পাঠানো হয়ে থাকে। আবাসিক বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি সেখানে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে।

 

 

মার্কিন এই তারকা জানান, মানসিক জটিলতা ও পড়ালেখায় অমনোযোগী হওয়ার কারনে কৈশোরে তাকে একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছিল।সেই সময়টা প্যারিস হিলটনের জন্য অনেক কষ্টদায়ক ছিল।সেখানে তিনি এগারো মাসের মত ছিলেন।

 

 

প্যারিস শুনানিতে চিকিৎসাকেন্দ্রে যৌন নির্যাতনের অভিযোগ এনে বলেন, আমাকে চিকিৎসাকেন্দ্রে ঘুমের ঔষধ খাইয়ে সেখানকার কর্মীরা আমাকে ধর্ষণ করেছিল। হিলটন আরও বলেন, ওরা শুধুই প্রতিশ্রুতি দেয় শিশুদের বিকাশের জন্য কাজ করবে।অথচ আমাকে দুইটা বছর স্বাধীনভাবে চলাফেরা করতে দেয়নি। এমনকি আমি জানালা দিয়েও বাহিরে তাকাতে পারিনি।

 

মার্কিন তারকা শুনানিতে অভিযোগ তুলে বলেন, শিশু কিশোররা দিনের পর দিন নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছে।কারণ তারা শিশু কিশোরদের নিরাপত্তার চাইতে মুনাফাটাকে অনেক বড় করে দেখেন। শিশু কিশোরদের বিকাশের জন্য আবাসিক চিকিৎসাকেন্দ্রগুলোকে সংস্কার ও শিশু কিশোরদের নিরপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন মার্কিন এই তারকা।