জাফর আলম
বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত আবু বক্কর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা।
নাইক্ষ্যাংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় ধসে তার মৃত্যু হয়েছে।
জানাগেছে, শনিবার দুপুর ১টায় আবু বক্কর বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে তার ওপর কাটা পাহাড় থেকে মাটি ধসে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নান জানান, এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে পেরেছি।
এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করছেন।