১১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫
স্বৈরাচারের কবলে যখনই দেশ, তখনই ফিরে আসে নূরুলদীন সন্ত্রাসবিরোধে দ্বৈত মানদণ্ড নেই: ব্রিকসের দৃঢ় ঘোষণায় পহালগাম হামলার তীব্র নিন্দা হিউএনচাঙ (পর্ব-১৪১) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ঢাকায় ৭৩ সালে বস্তিবাসী ছিলো ৮ শতাংশ এখন ৪০ শতাংশ হোলি আর্টিজান হামলায় নিহত ভারতীয় নাগরিক: সন্ত্রাসের আতঙ্ক ও ভারতের গণমাধ্যম লন্ডনের ‘এভিটা’-তে ব্যালকনি ছেড়ে জনতার গানে ডুবে গেলেন র‌্যাচেল জেগলার সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির প্রতিবাদে অর্ধশতাধিক সাংবাদিকের যৌথ বিবৃতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা নিয়ে কী বলেন তার বংশধররা? জনগণকে বিভক্ত করলেই রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়

নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে কৃষকের মৃত্য

  • Sarakhon Report
  • ১০:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 1

জাফর আলম

বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত আবু বক্কর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা।

নাইক্ষ্যাংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় ধসে তার মৃত্যু হয়েছে।

জানাগেছে, শনিবার দুপুর ১টায় আবু বক্কর বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে তার ওপর কাটা পাহাড় থেকে মাটি ধসে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নান জানান, এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে পেরেছি।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করছেন।

স্বৈরাচারের কবলে যখনই দেশ, তখনই ফিরে আসে নূরুলদীন

নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে কৃষকের মৃত্য

১০:৫০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

জাফর আলম

বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত আবু বক্কর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলি গ্রামের বাসিন্দা।

নাইক্ষ্যাংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় ধসে তার মৃত্যু হয়েছে।

জানাগেছে, শনিবার দুপুর ১টায় আবু বক্কর বাড়ির পাশে পাহাড় কাটা টিলার পাশে কৃষিকাজ করছিলেন। হঠাৎ করে তার ওপর কাটা পাহাড় থেকে মাটি ধসে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নান জানান, এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে পেরেছি।

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করছেন।