১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে সিটি ব্যাংক ও ইউনিসেফের চুক্তি: প্রান্তিক যুবকদের সবুজ দক্ষতায় সক্ষম করে তুলতে উদ্যোগ বিবিসি চেয়ারম্যানের ক্ষমাপ্রার্থনা: ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘বিচারের ভুল’ স্বীকার দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ, আহত বহু বৃষ্টি থামাল চতুর্থ টি-টোয়েন্টি, ২–১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড এনসিপি বুলেট নিয়েও প্রস্তুত- নাসিরউদ্দিন পাটোয়ারি ৫টি ব্যাংক একীভূতকরণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে পারে সরকার: বাংলাদেশ ব্যাংক জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরওয়ার

রুনা লায়লা’র পর এবার গীতা দত্তের গান গাইলেন মৌমিতা

  • Sarakhon Report
  • ০৫:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
  • 86

সারাক্ষণ প্রতিবেদক

 কিছুদিন আগেই সঙ্গীত জীবনের ষাট বছর উদযাপন করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা। তাকে শ্রদ্ধাঞ্জলী জানিযে তারই গাওয়া একটি গান কাভার করে নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই প্রজন্মের মিষ্টি কন্ঠের গায়িকা মৌমিতা বড়ুয়া। গানটি ছিলো ‘নোটন নোটন পায়রাগুলো কোথায় উড়ে যায়’। গানটি প্রকাশের পর ভীষণ প্রশংসা কুঁড়ান মৌমিতা। এদিকে এরইমধ্যে আরটিভির জন্য একটি অনুষ্ঠানে ১৯৫০ ১৯৬০ দশকের হিন্দী সিনেমার প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং বাংলা আধুনিক গানের নন্দিত সঙ্গীতশিল্পী গীতা দত্তের বিখ্যাত চারটি বাংলা গান গেয়েছেন।
আরটিভির নিজস্ব স্টুডিওতে মৌমিতার কন্ঠে গীতা দত্তের যে চারটি গান রেকর্ড হয়েছে সে গানগুলো হচ্ছে ‘তুমি যে আমার ওগো’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘ঝনক ঝনক কনক কনক’ ও ‘এই মায়াবী তিথি এই মধুরও গীতি’। মৌমিতা বড়ুয়া বলেন,‘ বাংলাদেশের গানের গর্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তিতে আমি তার কন্ঠে অনেক বছর আগের গাওয়া একটি গান কাভার করেছি। ভয়ে ভয়ে কিছুটা সাহস নিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। জানিনা কেমন গেয়েছি। হয়তো কোনো একদিন ম্যাডামের কাছ থেকেই এতোটুকু গাওয়া সম্পর্কে কিছুটা জানতে পারবো।
বাংলাদেশের বাইরে যে সকল শ্রদ্ধেয় নারী কন্ঠের গান আমাকে খুব বেশী টানে তাঁদের মধ্যে কিন্নর কন্ঠী গীতা দত্ত অন্যতম । তাই গাইতেও বেশ ভালো লাগে। যে চারটি গান গাইলাম তার মধ্যে তিনটি গানই আমার প্রিয় গীতিকবি শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। দুটি গানের সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মূখপাধ্যায় এবং বাকী দুটি গানের সুরকার শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। প্রচারের পর জানা যাবে কেমন গাইলাম।’
মৌমিতা জানান শিগগিরই তার কিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। তবে মৌমিতার ভীষণ ভালোলাগে স্টেজ শো’তে গান গাইতে। কারণ সেখানে দর্শকের কাছ থেকে সরাসরি রেসপন্স পাওয়াটা তার কাছে ভীষণ ভালোলাগার। এদিকে একটি স্টেজ শো’তে মৌমিতা ও অলক কুমার সেন গজল পরিবেশন করেছেন। মৌমিতা জানান, শিগগিরই গীতা দত্তের গাওয়া গানগুলো আরটিভিতে প্রচার হবে।
জনপ্রিয় সংবাদ

সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন

রুনা লায়লা’র পর এবার গীতা দত্তের গান গাইলেন মৌমিতা

০৫:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

 কিছুদিন আগেই সঙ্গীত জীবনের ষাট বছর উদযাপন করেছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা। তাকে শ্রদ্ধাঞ্জলী জানিযে তারই গাওয়া একটি গান কাভার করে নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই প্রজন্মের মিষ্টি কন্ঠের গায়িকা মৌমিতা বড়ুয়া। গানটি ছিলো ‘নোটন নোটন পায়রাগুলো কোথায় উড়ে যায়’। গানটি প্রকাশের পর ভীষণ প্রশংসা কুঁড়ান মৌমিতা। এদিকে এরইমধ্যে আরটিভির জন্য একটি অনুষ্ঠানে ১৯৫০ ১৯৬০ দশকের হিন্দী সিনেমার প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং বাংলা আধুনিক গানের নন্দিত সঙ্গীতশিল্পী গীতা দত্তের বিখ্যাত চারটি বাংলা গান গেয়েছেন।
আরটিভির নিজস্ব স্টুডিওতে মৌমিতার কন্ঠে গীতা দত্তের যে চারটি গান রেকর্ড হয়েছে সে গানগুলো হচ্ছে ‘তুমি যে আমার ওগো’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘ঝনক ঝনক কনক কনক’ ও ‘এই মায়াবী তিথি এই মধুরও গীতি’। মৌমিতা বড়ুয়া বলেন,‘ বাংলাদেশের গানের গর্ব শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সঙ্গীত জীবনের ষাট বছর পুর্তিতে আমি তার কন্ঠে অনেক বছর আগের গাওয়া একটি গান কাভার করেছি। ভয়ে ভয়ে কিছুটা সাহস নিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। জানিনা কেমন গেয়েছি। হয়তো কোনো একদিন ম্যাডামের কাছ থেকেই এতোটুকু গাওয়া সম্পর্কে কিছুটা জানতে পারবো।
বাংলাদেশের বাইরে যে সকল শ্রদ্ধেয় নারী কন্ঠের গান আমাকে খুব বেশী টানে তাঁদের মধ্যে কিন্নর কন্ঠী গীতা দত্ত অন্যতম । তাই গাইতেও বেশ ভালো লাগে। যে চারটি গান গাইলাম তার মধ্যে তিনটি গানই আমার প্রিয় গীতিকবি শ্রদ্ধেয় গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা। দুটি গানের সুরকার শ্রদ্ধেয় হেমন্ত মূখপাধ্যায় এবং বাকী দুটি গানের সুরকার শ্রদ্ধেয় নচিকেতা ঘোষ। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। প্রচারের পর জানা যাবে কেমন গাইলাম।’
মৌমিতা জানান শিগগিরই তার কিছু মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। তবে মৌমিতার ভীষণ ভালোলাগে স্টেজ শো’তে গান গাইতে। কারণ সেখানে দর্শকের কাছ থেকে সরাসরি রেসপন্স পাওয়াটা তার কাছে ভীষণ ভালোলাগার। এদিকে একটি স্টেজ শো’তে মৌমিতা ও অলক কুমার সেন গজল পরিবেশন করেছেন। মৌমিতা জানান, শিগগিরই গীতা দত্তের গাওয়া গানগুলো আরটিভিতে প্রচার হবে।