১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন” ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট: শুল্ক সংকটে নতুন আইনি লড়াই সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে সিটি ব্যাংক ও ইউনিসেফের চুক্তি: প্রান্তিক যুবকদের সবুজ দক্ষতায় সক্ষম করে তুলতে উদ্যোগ বিবিসি চেয়ারম্যানের ক্ষমাপ্রার্থনা: ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘বিচারের ভুল’ স্বীকার দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ, আহত বহু বৃষ্টি থামাল চতুর্থ টি-টোয়েন্টি, ২–১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড এনসিপি বুলেট নিয়েও প্রস্তুত- নাসিরউদ্দিন পাটোয়ারি

‘বোকা মন’র পর হাবিব ওয়াহিদ ও ইমরান

  • Sarakhon Report
  • ০৯:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • 65
সারাক্ষণ প্রতিবেদক 
বাংলাদেশের আধুনিক গানে নতুন এক ধারার প্রবর্তক জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরস্রষ্টা হাবিব ওয়াহিদ। এখনো এই প্রজন্মের অনেকেই স্বপ্ন দেখেন হাবিব ওয়াহিদের সুরে গান গাইতে কিংবা হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইতে। এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ইমরানেরও স্বপ্ন ছিলো হাবিব ওয়াহিদের সুরে গান গাইবার।
তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’  সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ শিরোনামে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর আরো সাত/আটটি জিঙ্গেলে হাবিব ওয়াহিদের সুরে কন্ঠ দেন। আবার হাবিব ওয়াহিদও ‘বোকা মন’ শিরোনামে কিছুদিন আগে একটি গানে কন্ঠ দিয়েছেন ইমরানের সুরে। এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে গতকাল হাবিবের ছোট ছেলে আয়াতের জন্মদিনে ঘরোয়া আয়োজনে দেখা হয় হাবিব ও ইমরানের। ইমরান জানান আরো বেশকিছু নতুন কাজের পরিকল্পনা চলছে।
ইমরান বলেন,‘ স্কুল কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনেই সময় কেটেছে। তার গান শুনে ভীষণ আবেগী হয়ে উঠতাম। ইণ্ডাষ্ট্রিেিত কাজ শুরু করার পর হাবিব ভাইয়ের সঙ্গে দেখা হয় কথা হয়, তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন। আমিও তাকে শ্রদ্ধা করতাম। একসময় আমাকে তিনি সিনেমাতে প্লে-ব্যাক করালেন তারই সুরে। তার সুর তার কন্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। তার কন্ঠে গান শুনে এখনো ভীষণ আবেগী হয়ে উঠি।
আয়াতের জন্মদিনে দেখা হলো, নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হলো। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারবো, ইনশাআল্লাহ।’ এদিকে ইমরান জানান শিগগিরই তিনি স্টেজ শো করতে জেদ্দা ও আমেরিকা যাবেন। সেখান থেকে শো শেষ করে দেশে ফিরে দেশে স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠবেন। উল্লেখ্য, বোকা মন’ গানটি রজত ঘোষের লেখা, ইমরান মাহমুদুলের সুর সঙ্গীতে গানটি রঙ্গন মিউজিক-এ প্রকাশিত হয়েছিলো।
জনপ্রিয় সংবাদ

নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন”

‘বোকা মন’র পর হাবিব ওয়াহিদ ও ইমরান

০৯:০০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক 
বাংলাদেশের আধুনিক গানে নতুন এক ধারার প্রবর্তক জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সুরস্রষ্টা হাবিব ওয়াহিদ। এখনো এই প্রজন্মের অনেকেই স্বপ্ন দেখেন হাবিব ওয়াহিদের সুরে গান গাইতে কিংবা হাবিব ওয়াহিদের সঙ্গে দ্বৈত গান গাইতে। এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ইমরানেরও স্বপ্ন ছিলো হাবিব ওয়াহিদের সুরে গান গাইবার।
তন্ময় তানসেন পরিচালিত ‘তুমি সন্ধ্যারও মেঘমালা’  সিনেমায় ‘রোমিও জুলিয়েট’ শিরোনামে ইমরান প্রথমবার হাবিব ওয়াহিদের সুরে গান গেয়েছিলেন। এরপর আরো সাত/আটটি জিঙ্গেলে হাবিব ওয়াহিদের সুরে কন্ঠ দেন। আবার হাবিব ওয়াহিদও ‘বোকা মন’ শিরোনামে কিছুদিন আগে একটি গানে কন্ঠ দিয়েছেন ইমরানের সুরে। এই গানটিও শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এরইমধ্যে গতকাল হাবিবের ছোট ছেলে আয়াতের জন্মদিনে ঘরোয়া আয়োজনে দেখা হয় হাবিব ও ইমরানের। ইমরান জানান আরো বেশকিছু নতুন কাজের পরিকল্পনা চলছে।
ইমরান বলেন,‘ স্কুল কলেজ জীবনে হাবিব ভাইয়ের গান শুনেই সময় কেটেছে। তার গান শুনে ভীষণ আবেগী হয়ে উঠতাম। ইণ্ডাষ্ট্রিেিত কাজ শুরু করার পর হাবিব ভাইয়ের সঙ্গে দেখা হয় কথা হয়, তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন। আমিও তাকে শ্রদ্ধা করতাম। একসময় আমাকে তিনি সিনেমাতে প্লে-ব্যাক করালেন তারই সুরে। তার সুর তার কন্ঠ পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ ম্যাজিক্যাল একটি ব্যাপার বলেই মনে হয়। তার কন্ঠে গান শুনে এখনো ভীষণ আবেগী হয়ে উঠি।
আয়াতের জন্মদিনে দেখা হলো, নতুন কিছু কাজ নিয়েও পরিকল্পনা হলো। আশা করছি শিগগিরই আমরা নতুন কাজ শুরু করতে পারবো, ইনশাআল্লাহ।’ এদিকে ইমরান জানান শিগগিরই তিনি স্টেজ শো করতে জেদ্দা ও আমেরিকা যাবেন। সেখান থেকে শো শেষ করে দেশে ফিরে দেশে স্টেজ শো’তে ব্যস্ত হয়ে উঠবেন। উল্লেখ্য, বোকা মন’ গানটি রজত ঘোষের লেখা, ইমরান মাহমুদুলের সুর সঙ্গীতে গানটি রঙ্গন মিউজিক-এ প্রকাশিত হয়েছিলো।