১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন” ট্রাম্প বনাম সুপ্রিম কোর্ট: শুল্ক সংকটে নতুন আইনি লড়াই সম্ভাব্য বাজার ধসের পূর্বাভাস: ওয়াল স্ট্রিটও জানে না কখন আসবে পতন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫২) শেয়ারবাজারে ধস অব্যাহত: ডিএসই-তে লেনদেন ৩০০ কোটি টাকার নিচে সিটি ব্যাংক ও ইউনিসেফের চুক্তি: প্রান্তিক যুবকদের সবুজ দক্ষতায় সক্ষম করে তুলতে উদ্যোগ বিবিসি চেয়ারম্যানের ক্ষমাপ্রার্থনা: ট্রাম্পের বক্তৃতা সম্পাদনায় ‘বিচারের ভুল’ স্বীকার দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ, আহত বহু বৃষ্টি থামাল চতুর্থ টি-টোয়েন্টি, ২–১ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড এনসিপি বুলেট নিয়েও প্রস্তুত- নাসিরউদ্দিন পাটোয়ারি

ঢাবির সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হলেন ড. প্রিয়াঙ্কা গোপ

  • Sarakhon Report
  • ০১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 74
সারাক্ষণ প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক। গত ১ জুলাই তিনি বিভাগের চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহন করেছেন। তাতে সঙ্গীত বিভাগের সকল শিক্ষার্থীরা ভীষণ খুশী। ড. প্রিয়াঙ্কা গোপও বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছসিত
প্রিয়াঙ্গা গোপ বলেন, ‘ মাত্রতো কয়েকদিন হলো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলাম। এতোটুকু বুঝতে পারছি যে আমাকে অনেক কাজ করতে হবে, অনেক দায়িত্বও পালন করতে হবে। বিভাগের সকলেরই প্রত্যাশা আমাকে নিয়ে যেন একটু বেশিই। প্রত্যাশা এমন যেন আমি এমন কিছু কাজ করে যাই যেন তা বিভাগের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। আমার প্রাণপণ চেষ্টা থাকবে আমার বিভাগের জন্য দৃষ্টান্তমূলক ভালো কিছু করার জন্য। বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক’সহ সকলের সহযোগিতা কামনা করছি যেন সঙ্গীত বিভাগের জন্য আমি ভালো কিছু করে যেতে পারি।
’ প্রিয়াঙ্কা জানান, বিশ^বিদ্যালয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নিয়মিত গান নিয়েও ব্যস্ত থাকবেন। এরইমধ্যে সাভারে তিনি নতুন একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। ইউসুফ আহমেদ খানের সুর সঙ্গীতে তানভীর দাউদ রনির সঙ্গে দ্বৈত এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাফি। প্রিয়াঙ্গা জানান, এরইমধ্যে ‘বৃষ্টি’ নিয়ে আরো একটি নতুন গান তিনি গাইতে যাচ্ছেন। গানটি লিখেছেন রাজীবুল হাসান, সুর করেছেন সোনালী রায়। শিগগিরই এই গানে কন্ঠ দিবেন তিনি।
 প্রিয়াংকা গোপ, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অনন্য প্রতিভাধর সঙ্গীতশিল্পী। বিশেষত একটু অন্য ঘরানার গান শুনতে বিশেষত ক্ল্যাসিক্যাল গান শুনতে যারা বিশেষত আগ্রহী তাদের কাছে প্রিয় তিনি ভীষণ। তেমনি ঘরানার মন ছুঁয়ে যাবার মতো একটি নতুন আধুনিক গান এরইমধ্যে প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘মেঘ তুমি’। গানটি লিখেছেন সোমা তাহেরী। সুর করেছেন তানিম হায়াত। সঙ্গীতায়োজন করেছেন এজাজা ফারাহ। প্রিয়াঙ্কার ভাষ্যমতে এই গান তার সংগীত জীবনের অন্যতম শ্রেষ্ঠ গান এটি।
জনপ্রিয় সংবাদ

নাসার চন্দ্র মিশনের গতি ফেরাতে ‘সবকিছু করবে’ ব্লু অরিজিন”

ঢাবির সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হলেন ড. প্রিয়াঙ্কা গোপ

০১:০০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুনী শ্রোতানন্দিত সঙ্গীতশিল্পী ড. প্রিয়াঙ্কা গোপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক। গত ১ জুলাই তিনি বিভাগের চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য দায়িত্ব গ্রহন করেছেন। তাতে সঙ্গীত বিভাগের সকল শিক্ষার্থীরা ভীষণ খুশী। ড. প্রিয়াঙ্কা গোপও বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছসিত
প্রিয়াঙ্গা গোপ বলেন, ‘ মাত্রতো কয়েকদিন হলো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলাম। এতোটুকু বুঝতে পারছি যে আমাকে অনেক কাজ করতে হবে, অনেক দায়িত্বও পালন করতে হবে। বিভাগের সকলেরই প্রত্যাশা আমাকে নিয়ে যেন একটু বেশিই। প্রত্যাশা এমন যেন আমি এমন কিছু কাজ করে যাই যেন তা বিভাগের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। আমার প্রাণপণ চেষ্টা থাকবে আমার বিভাগের জন্য দৃষ্টান্তমূলক ভালো কিছু করার জন্য। বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক’সহ সকলের সহযোগিতা কামনা করছি যেন সঙ্গীত বিভাগের জন্য আমি ভালো কিছু করে যেতে পারি।
’ প্রিয়াঙ্কা জানান, বিশ^বিদ্যালয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি নিয়মিত গান নিয়েও ব্যস্ত থাকবেন। এরইমধ্যে সাভারে তিনি নতুন একটি গানের মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। ইউসুফ আহমেদ খানের সুর সঙ্গীতে তানভীর দাউদ রনির সঙ্গে দ্বৈত এই গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাফি। প্রিয়াঙ্গা জানান, এরইমধ্যে ‘বৃষ্টি’ নিয়ে আরো একটি নতুন গান তিনি গাইতে যাচ্ছেন। গানটি লিখেছেন রাজীবুল হাসান, সুর করেছেন সোনালী রায়। শিগগিরই এই গানে কন্ঠ দিবেন তিনি।
 প্রিয়াংকা গোপ, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের এক অনন্য প্রতিভাধর সঙ্গীতশিল্পী। বিশেষত একটু অন্য ঘরানার গান শুনতে বিশেষত ক্ল্যাসিক্যাল গান শুনতে যারা বিশেষত আগ্রহী তাদের কাছে প্রিয় তিনি ভীষণ। তেমনি ঘরানার মন ছুঁয়ে যাবার মতো একটি নতুন আধুনিক গান এরইমধ্যে প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘মেঘ তুমি’। গানটি লিখেছেন সোমা তাহেরী। সুর করেছেন তানিম হায়াত। সঙ্গীতায়োজন করেছেন এজাজা ফারাহ। প্রিয়াঙ্কার ভাষ্যমতে এই গান তার সংগীত জীবনের অন্যতম শ্রেষ্ঠ গান এটি।