০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
এশীয় রান্নাঘরের আট অপরিহার্য সস, স্বাদের গভীরে ইতিহাসের ছোঁয়া উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি

কানাডাতে তিন শো’তে নূসরাত ফারিয়া

  • Sarakhon Report
  • ০৭:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • 51
সারাক্ষণ প্রতিবেদক
প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে স্টেজ শো’তে পারফর্ম করতে এরইমধ্যে গত বুধবার কানাডার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কানাডার ক্যালগিরিতে পৌঁছেছেন। সেখানে আগামী ১৪ জুলাই একটি স্টেজ শো’তে অংশ নিবেন তিনি। নূসরাত ফারিয়া জানান এরপর আগামী ৩ আগস্ট টরেন্টো’তে এবং ৯ আগস্ট মন্ট্রিয়ালে ভিন্ন দুটি স্টেজ শোতে পারফর্ম করবেন।
নূসরাত ফারিয়া বলেন, ‘ তিনটি ভিন্ন শোতে আমি পারফর্ম করবো। তিনটি ভিন্ন শো’ই আলাদা আলাদা টিম ডিরেকসন দিয়েছে। প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে আমি এই যাত্রায় কানাডায় এসেছি। প্রতিটি পারফর্ম্যান্সে অবশ্যই আমি আমার প্রিয় বাংলাকে, বাংলাদেশকে তুলে ধরবো। সেই সাথে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে আমার পারফর্ম্যান্সে। দেশের বাইরে খুউব অল্প সময়ের জন্যই আসি বা বেশি সময়ের জন্যই আসি, দেশের বাইরে আসলেই দেশকে ভীষণ মিস করি। ধন্যবাদ আয়োজকদের যাদের নিমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম। খুউব চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি পুরো এই জার্নিটা আনন্দদায়ক হবে ইনশাআল্লাহ।’
গত ঈদে নূসরাত ফারিয়াকে পুষ্টি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন মিলি বাশার। গত ২৪ মে ভারতের গুজরাপটে অবস্থিত ‘পারুল ইউনিভার্সিটি’তে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশগ্রহন করে অতিথি হিসেবে বক্তৃতা দিয়ে ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন। ভারত, বাংলাদেশ’সহ বিশ্বের নানান অঞ্চলে বিশেষতক বাংলা ভাষা ভাষীদের কাছে ইংরেজিতে তার বক্তৃতা দেয়া ভীষণ প্রশংসা কুঁড়ায়।
বাংলাদেশের সিনেমার একজন নায়িকা হয়ে তার এই মেধাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। মিডিয়াতে নূসরাত ফারিয়ার পথচলা শুরু মূলত একজন উপস্থাপিকা হিসেবে। তবে একসময় সিনেমাতে কাজ শুরুর পর সিনেমাতেই অভিনয়ে নিয়মিত হয়ে উঠেন তিনি। তবে বিশেষ বিশেষ দিবসে হঠাৎ তাকে উপস্থাপনায় দেখা যায়।
জনপ্রিয় সংবাদ

এশীয় রান্নাঘরের আট অপরিহার্য সস, স্বাদের গভীরে ইতিহাসের ছোঁয়া

কানাডাতে তিন শো’তে নূসরাত ফারিয়া

০৭:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক
প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে স্টেজ শো’তে পারফর্ম করতে এরইমধ্যে গত বুধবার কানাডার উদ্দেশ্যে রওয়ানা হয়ে কানাডার ক্যালগিরিতে পৌঁছেছেন। সেখানে আগামী ১৪ জুলাই একটি স্টেজ শো’তে অংশ নিবেন তিনি। নূসরাত ফারিয়া জানান এরপর আগামী ৩ আগস্ট টরেন্টো’তে এবং ৯ আগস্ট মন্ট্রিয়ালে ভিন্ন দুটি স্টেজ শোতে পারফর্ম করবেন।
নূসরাত ফারিয়া বলেন, ‘ তিনটি ভিন্ন শোতে আমি পারফর্ম করবো। তিনটি ভিন্ন শো’ই আলাদা আলাদা টিম ডিরেকসন দিয়েছে। প্রবাসী বাংলাদেশীদের নিমন্ত্রণে আমি এই যাত্রায় কানাডায় এসেছি। প্রতিটি পারফর্ম্যান্সে অবশ্যই আমি আমার প্রিয় বাংলাকে, বাংলাদেশকে তুলে ধরবো। সেই সাথে আমার অভিনীত সিনেমার গানও ঠাঁই পাবে আমার পারফর্ম্যান্সে। দেশের বাইরে খুউব অল্প সময়ের জন্যই আসি বা বেশি সময়ের জন্যই আসি, দেশের বাইরে আসলেই দেশকে ভীষণ মিস করি। ধন্যবাদ আয়োজকদের যাদের নিমন্ত্রণে আমি এবার কানাডায় এলাম। খুউব চমৎকার সময় কাটানো শুরু হলো ক্যালগিরিতে। আশা করছি পুরো এই জার্নিটা আনন্দদায়ক হবে ইনশাআল্লাহ।’
গত ঈদে নূসরাত ফারিয়াকে পুষ্টি’র একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন মিলি বাশার। গত ২৪ মে ভারতের গুজরাপটে অবস্থিত ‘পারুল ইউনিভার্সিটি’তে ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশগ্রহন করে অতিথি হিসেবে বক্তৃতা দিয়ে ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন। ভারত, বাংলাদেশ’সহ বিশ্বের নানান অঞ্চলে বিশেষতক বাংলা ভাষা ভাষীদের কাছে ইংরেজিতে তার বক্তৃতা দেয়া ভীষণ প্রশংসা কুঁড়ায়।
বাংলাদেশের সিনেমার একজন নায়িকা হয়ে তার এই মেধাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। মিডিয়াতে নূসরাত ফারিয়ার পথচলা শুরু মূলত একজন উপস্থাপিকা হিসেবে। তবে একসময় সিনেমাতে কাজ শুরুর পর সিনেমাতেই অভিনয়ে নিয়মিত হয়ে উঠেন তিনি। তবে বিশেষ বিশেষ দিবসে হঠাৎ তাকে উপস্থাপনায় দেখা যায়।