০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬
এশীয় রান্নাঘরের আট অপরিহার্য সস, স্বাদের গভীরে ইতিহাসের ছোঁয়া উচ্চ অ্যাপার্টমেন্টের গল্প ভবিষ্যতের হাঁটু সুরক্ষায় আজই প্রস্তুতি নিন, ছোট অভ্যাসেই বড় স্বস্তির পথ বীজের তেল নিয়ে ভয় কতটা সত্য, কতটা ভুল: বিজ্ঞান কী বলছে ডিজনির ইতিহাসে নতুন মাইলফলক অ্যানিমেশন দুনিয়ায় রেকর্ড গড়ল জুটোপিয়া টু চীনের কারখানায় ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, আট মাসের মন্দা ভেঙে ডিসেম্বরে উৎপাদন বাড়ল তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া, সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থানের বার্তা ধান রপ্তানিতে ভারতের আধিপত্য, নীরবে গভীর হচ্ছে পানির সংকট সিগারেটে নতুন করের ধাক্কা, ধসে ভারতের তামাক শেয়ার বাজার মার্কিন শ্রমবাজারে বছরের শেষে স্বস্তির ইঙ্গিত, তবে অনিশ্চয়তা কাটেনি

আমিও মুক্তির অপেক্ষায় :  চঞ্চল চৌধুরী

  • Sarakhon Report
  • ১১:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • 95

সারাক্ষণ প্রতিবেদক

অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয় নৈপুণ্যতায় দুই বাংলাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন চঞ্চল চৌধুরী। একের পর এক সিনেমা-ওয়েব সিরিজ দিয়ে মুগ্ধ করছেন দর্শকদের। সফল কাজের পাশাপাশি তার অর্জনের ঝুলিতে জমা হয়েছে দেশ-বিদেশের বহু পুরস্কার ও সম্মাননা। চঞ্চলের পরবর্তী সিনেমা ‘পদাতিক’। প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবন কাহিনিতে সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল।

 

সিনেমায় তার লুক, টিজার এরইমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে পর্দায় আসবে সিনেমাটি। অন্য সবার মতো ‘পদাতিক’ মুক্তির অপেক্ষায় রয়েছেন চঞ্চলও। জানা গেছে, আগামী ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে চঞ্চল বলেন, মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় বিষয়। অবশ্যই চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের।

 

তিনি আরও বলেন, নির্মাতা যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি। অনেক অপেক্ষার পর ‘পদাতিক’ আসছে। দর্শকদের মতো আমিও অপেক্ষায় ছিলাম। সিনেমাটিতে মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তার ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হয়েছে। ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে। এতে চঞ্চলের বিপরীতে রয়েছেন মোনামী ঘোষ। কিশোর মৃণাল হিসেবে অভিনয় করেছেন কোরক সামন্ত। সিনেমায় দেখা যাবে জিতু কমলকেও।

জনপ্রিয় সংবাদ

এশীয় রান্নাঘরের আট অপরিহার্য সস, স্বাদের গভীরে ইতিহাসের ছোঁয়া

আমিও মুক্তির অপেক্ষায় :  চঞ্চল চৌধুরী

১১:০০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

সারাক্ষণ প্রতিবেদক

অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনয় নৈপুণ্যতায় দুই বাংলাতেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন চঞ্চল চৌধুরী। একের পর এক সিনেমা-ওয়েব সিরিজ দিয়ে মুগ্ধ করছেন দর্শকদের। সফল কাজের পাশাপাশি তার অর্জনের ঝুলিতে জমা হয়েছে দেশ-বিদেশের বহু পুরস্কার ও সম্মাননা। চঞ্চলের পরবর্তী সিনেমা ‘পদাতিক’। প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবন কাহিনিতে সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল।

 

সিনেমায় তার লুক, টিজার এরইমধ্যে নজর কেড়েছে নেটিজেনদের। সিনেপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন কবে পর্দায় আসবে সিনেমাটি। অন্য সবার মতো ‘পদাতিক’ মুক্তির অপেক্ষায় রয়েছেন চঞ্চলও। জানা গেছে, আগামী ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাবে এটি। এ প্রসঙ্গে চঞ্চল বলেন, মৃণাল সেনের মতো বিখ্যাত মানুষের চরিত্রে অভিনয় করা আমার জন্য বড় বিষয়। অবশ্যই চরিত্রটি চ্যালেঞ্জিং ছিল। ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করার পুরো কৃতিত্ব পরিচালকের।

 

তিনি আরও বলেন, নির্মাতা যেভাবে চেয়েছেন, সেভাবেই অভিনয় করেছি। অনেক অপেক্ষার পর ‘পদাতিক’ আসছে। দর্শকদের মতো আমিও অপেক্ষায় ছিলাম। সিনেমাটিতে মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তার ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হয়েছে। ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ছয়টি লুকে দেখা যাবে চঞ্চলকে। এতে চঞ্চলের বিপরীতে রয়েছেন মোনামী ঘোষ। কিশোর মৃণাল হিসেবে অভিনয় করেছেন কোরক সামন্ত। সিনেমায় দেখা যাবে জিতু কমলকেও।