সারাক্ষন ডেস্ক:
চায়নার বিশ্ব চ্যাম্পিয়ন শুটার হুয়াং ইউটিং এবং শেং লিহাও প্যারিস অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে। শনিবার এখানে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে গেমসের প্রথম স্বর্ণপদক জিতেছে এই জুটি।

চ্যাটাওরো শুটিং সেন্টারে স্বর্ণপদকের দৌড়ে চায়নিজ কিশোর জুটি দক্ষিণ কোরিয়ার কেউম জি-হিয়েন এবং পার্ক হা-জুনকে ১৬-১২-এ পরাজিত করে। এই প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া রৌপ্য এবং কাজাখস্তান ব্রোঞ্চ পদক লাভ করেছে।

Sarakhon Report 



















