মাদক মামলায় দীর্ঘ ২৬ বছর কারাভোগের পর অবশেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক রঈস খান। সাজা শেষ হওয়ার পরও দেশে ফেরার প্রক্রিয়া না থাকায় তিনি অতিরিক্ত সময় ধরে আটক ছিলেন।
ঘটনার সারসংক্ষেপ
১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর মাদক আইনের মামলায় গ্রেপ্তার হন পাকিস্তানের করাচির বাসিন্দা, ৫৫ বছর বয়সী রঈস খান। রমনা থানায় দায়ের করা মামলায় তাকে দোষী সাব্যস্ত করে ২০০৫ সালের ৭ জুলাই আদালত কারাদণ্ড দেন।

কারামুক্তি ও পরবর্তী ব্যবস্থা
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২ এর সিনিয়র জেল সুপার মো. এ এল মামুন জানান, বৃহস্পতিবার বিকেলে রঈস খানকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তাকে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিশেষ শাখার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সাজা শেষ হলেও ফেরত না যাওয়ার বাধা

রঈস খানের কারাদণ্ড ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর শেষ হয়। কিন্তু দেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ না হওয়ায় তিনি ‘মুক্তিপ্রাপ্ত বন্দি’ হিসেবে অতিরিক্ত সময় কারাগারেই অবস্থান করছিলেন।
#Bangladesh #KasimpurJail #Pakistan #Repatriation
সারাক্ষণ রিপোর্ট 


















