নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ে তফসিল ঘোষণায় বিএনপির কোনো আপত্তি নেই। দলটি বৃহস্পতিবার নির্বাচনসংক্রান্ত তিনটি নতুন প্রস্তাব কমিশনের কাছে তুলে ধরে।
প্রস্তাব উপস্থাপন করতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
নির্বাচন পেছানোর বিপক্ষে বিএনপি
প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন অনিবার্য পরিস্থিতি ছাড়া পিছোনো উচিত নয়। তাই নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণায় বিএনপির কোনো আপত্তি নেই।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নির্বাচনকে প্রভাবিত করবে বলে তারা মনে করেন না। নজরুলের ভাষায়, আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের কাছে ফিরবেন এবং নির্বাচনসংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে পারবেন।
তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে প্রশ্নে তিনি বলেন, তিনি বাংলাদেশি নাগরিক। ভোটার হতে কোনো আইনি বাধা নেই। কমিশন চাইলে যেকোনো সময়ই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে।
ভোটকেন্দ্র, বুথ ও সিল বাড়ানোর প্রস্তাব
নজরুল জানান, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা অনেক বেড়েছে। পাশাপাশি একই দিনে জাতীয় গণভোটও হবে। এতে অতিরিক্ত চাপ তৈরি হবে। এ কারণে ভোটকেন্দ্রে বুথ, মার্কিং স্পেস ও ব্যালট সিল বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিএনপি। এই বিষয়ে কমিশন রোববার সিদ্ধান্ত জানাবে।

প্রবাসীদের পাসপোর্ট দিয়ে ভোটার করার সুযোগ চায় বিএনপি
বিএনপি প্রস্তাব করে যে যেসব প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের পাসপোর্ট ব্যবহার করে ভোটার হওয়ার সুযোগ দিতে হবে। কমিশন চাইলে পাসপোর্ট যাচাই করেই নিবন্ধন করতে পারে।
ব্যালট ছাপায় বেসরকারি প্রতিষ্ঠানের বিপক্ষে বিএনপি
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যালট পেপার কোনো বেসরকারি প্রতিষ্ঠানে মুদ্রণ না করার দাবিও পুনর্ব্যক্ত করেছে দলটি। নজরুল বলেন, বর্তমানে তিনটি সরকারি প্রতিষ্ঠানে ব্যালট মুদ্রিত হয়। বিএনপি চাইছে যেন এই দায়িত্ব কোনোভাবেই বেসরকারি প্রতিষ্ঠানের হাতে না যায়।
বিএনপি প্রতিনিধিদলের অন্য সদস্য ছিলেন দলের ইসিসংশ্লিষ্ট কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জাবিউল্লাহ এবং সাবেক নির্বাচন কমিশনার ও বিএনপির ইসিসংশ্লিষ্ট কমিটির সদস্য মো. জাকারিয়া।
#রাজনীতি #নির্বাচন #বিএনপি
সারাক্ষণ রিপোর্ট 


















