শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পূর্বাহ্ন

ফেরদৌস আরার নিমন্ত্রণে ইয়াসমিন লাবণ্য

  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪, ৪.০০ পিএম
সারাক্ষণ প্রতিবেদক 
দীর্ঘদিন ধরেই একুশে টিভিতে ‘গানের ওপারে’ অনুষ্ঠানের উপস্থাপনা করে আসছেন দেশের কিংবদন্তী সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। শিল্পকলার একটি অনেক বড় আয়োজনে ফেরদৌস আরা’র কথা বলার অভিব্যক্তিতে মুগ্ধ হয়ে একুশে টিভির প্রযোজক মোহসীনা ’গানের ওপারে’ অনুষ্ঠানের উপস্থাপনা করার প্রস্তাব দেন ফেরদৌস আরাকে।
শুরুতে ফেরদৌস আরা না বললেও, পরবর্তীতে মোহসীনা যুক্তি দিয়ে বুঝিয়ে কেন তার এই অনুষ্ঠান উপস্থাপনা করাটা জরুরী তা বুঝাতে সক্ষম হয়েছিলেন বিধায় ফেরদৌস আরা ‘গানের ওপারে’ অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেন। শুরু থেকে আজ অব্দি তিনিই এই অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে আসছেন। দেশের বিভিন্ন চ্যানেলে সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানের মধ্যে একুশে টিভিতে প্রচার চলতি এই অনুষ্ঠানটি সর্বাধিক জনপ্রিয় যে তা ফেরদৌস আরা নানান সময়ে নানানভাবে নানান মাধ্যমে জানতে পেরেছেন।
যে কারণে এই অনুষ্ঠান উপস্থাপনা থেকে কখনো সরেও যেতে চাননি তিদনি। ভীষণ ভালোলাগা নিয়েই তিনি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে চলেছেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি ছিলেন প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সুবীরনন্দী। এরপর আরো বহু শিল্পী এই আয়োজনে নিমন্ত্রণে গান গেয়েছেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন তারসঙ্গে। এবার ফেরদৌস আরারই অত্যন্ত স্নেহের এবং ভালোলাগার এই প্রজন্মের একজন শিল্পী তারই নিমন্ত্রণে শ্রোতা দর্শককে গান শোনাতে এসেছেন। এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী ইয়াসমিন লাবণ্য ‘গানের ওপারে’র অনুষ্ঠানের অতিথি শিল্পী হয়ে গান শোনাতে এসেছেন। এরইমধ্যে গানগুলোর রেকর্ডিং শেষ।
লাবণ্য জানান তিনি ‘মন মেতেছে মন ময়ূরীর কী খেলায়’,‘ এমন একটা ঝিনুক খঁজে পেলাম না’, ‘আবার কবে কখন দেখা হবে বলো’,‘ প্রেম যেমন মোর গোধূলী বেলায়’ গানগুলো গেয়েছেন। এপার বাংলা, ওপার বাংলার গান গেয়েছেন লাবণ্য। ফেরদৌস আরা বলেন,‘ লাবণ্য’র কন্ঠে গান এর আগেও আমি বিভিন্ন চ্যানেলে শুনেছি। ভীষণ মিষ্টি একটা কন্ঠ। খুউব চমৎকার গায়। আর ব্যবহারও খুউব ভালো, ভীষণ বিনয়ী। শিল্পীতো এমনই হওয়া উচিত। সুন্দর সময় কেটেছে। মোহসীনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে , মোহসীনা চেয়েছিলোপ বলেই আমার নিজের এমন একটি চমৎকার অনুষ্ঠান হলো।
যেখানে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করতে পারি, বলতে পারি, অর্থাৎ গানকে ঘিরে যতো ভালোলাগা তার সবই। মোহসীনা বলেছিলো যে সব ধরনের গান সম্পর্কে যার অভিজ্ঞতা রয়েছে এমন শিল্পীকেই তারা এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে চাইছিলেন।’ লাবণ্য বলেন,‘ শ্রদ্ধেয় ফেরদৌস আরা ম্যাডাম আগে থেকেই আমার গায়কী সম্পর্কে ধারনা রাখেন, তা আমার জানা ছিলোনা। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আদর করেন, ভালোবাসেন। তার সঙ্গে যতোবার যতো অনুষ্ঠানে দেখা হয়েছে তিনি আমার গানের অনেক প্রশংসা করেছেন। এটাইতো অনেক বড় প্রাপ্তি।’ লাবণ্য জানান , তার পর্বটি শিগগিরই একুশে টিভিতে প্রচার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024