১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি: সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতীয়রা বাংলাদেশে স্লোগানের আলো ও অন্ধকার : ইতিহাস মনে রাখে যে ধ্বনি বাংলাদেশে প্রতিমা ভাঙে বাতাসে, মাজার ভাঙে অজ্ঞাতে প্রধান উপদেষ্টার সরকারি সফরে রাজনৈতিক প্রতিনিধিরা কেন সঙ্গী ড্রোন হামলায় সুদানের মসজিদে নিহত ৭৮ জন সাইবার হামলায় ইউরোপে এয়ার ইন্ডিয়ার চেক-ইন ব্যাহত অনুপাতভিত্তিক পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে : মান্না’র সর্তকবানী রণক্ষেত্রে (পর্ব-১০৫) সাপ্তাহিক শেয়ারবাজার: সূচক ও লেনদেন কমেছে, বিনিয়োগকারীদের হতাশা বিজয়ে আস্থা থাকলে নির্বাচন ঠেকাতে চান কেন: জামায়াতকে সালাহউদ্দিনের প্রশ্ন

যেসব নাটকে অভিনয় করে আলোচনায় সামান্তা

  • Sarakhon Report
  • ১১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • 59
সারাক্ষণ প্রতিবেদক 
সামান্তা, এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। চেষ্টা করছেন ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের প্রিয় একজন হয়ে উঠতে। অভিনেত্রী হিসেবে মিডিয়ায় তার পথচলা খুউব বেশি দিনের না হলেও, নাট্যাঙ্গনে তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন। নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। তবে একদম শুরুর দিকের চেয়ে এই সময়ে সামান্তা গল্পের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন।
তাই চলতি বছরের কাজগুলোতে সামান্তা বিগত সময়ের চেয়ে আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত যতোগুলো নাটকে তিনি অভিনয় করেছেন, তারমধ্যে তার নিজের বেশি ভালোলাগার নাটকের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। নাটকগুলো হলো ‘প্রিয় লিডার’, ‘পিকেটার মাসুদ’, ‘জামাই ছিনতাই’, ‘প্রেমিকার অভিশাপ’, ‘প্রেম ভিডিও’,‘ গজ ফিতা’, ‘টেনশন মতিন’,‘ দালাল’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘আমি বিয়ে করিনি’, ‘ওরা এগারো’, ‘প্রেম খেলাপি’, ‘আমার সুন্দরী বউরা’। আরো বেশ কিছু নাটকে তিনি অভিনয় করে ভীষণ তৃপ্ত, যে কাজগুলো শিগগিরই প্রকাশ পাবে।
সামান্তা বলেন,‘ যে নাটকগুলোর কথা এখানে উল্লেখ করা আছে এই নাটকগুলোতে অভিনয় করে আমার অনেক ভালোলেগেছে। দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। অভিনয়ের দুনিয়ায় পথচলায় বলা যায় আমি একেবারেই নতুন। তারপরও আমার সহশিল্পীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তারা আমাকে অভিনয়ের বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আরো ভালোভাবে নিজের অভিনয়কে কীভাবে উপস্থাপন করা যায় সেই পরামর্শও দিয়েছেন।
আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমি আমার সকল নাটকের প্রযোজক পরিচালকের কাছে। আর একটি সত্যি কথা বলতেই হয় যে আমি মেহজাবীন আপুকে দেখে দেখে অভিনয়ে অনুপ্রাণিত হয়েছি। ’  সামান্তা পড়াশুনার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন।
তবে অভিনয়ের প্রতি তার খুউব টান ছিলো বিধায় পরিচালক তপু খানের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রথম তপু খানের ‘সময়ের গল্প’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন।
এরপর ইমরাউল রাফাতের ধারাবাহিক (অপ্রচারিত) ‘মনজিল’-এ অভিনয় করেন।নাটকে প্রথম অভিনয় করে সামান্তা সাড়া ফেলেন সজীব খানের ধারাবাহিক ‘সাবলেট গুবলেট’-এ অভিনয় করে।

১ লাখ ডলার এইচ-১বি ভিসা ফি: সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভারতীয়রা

যেসব নাটকে অভিনয় করে আলোচনায় সামান্তা

১১:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
সারাক্ষণ প্রতিবেদক 
সামান্তা, এই প্রজন্মের দর্শকপ্রিয় একজন অভিনেত্রী। চেষ্টা করছেন ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের প্রিয় একজন হয়ে উঠতে। অভিনেত্রী হিসেবে মিডিয়ায় তার পথচলা খুউব বেশি দিনের না হলেও, নাট্যাঙ্গনে তিনি বেশ পরিচিত হয়ে উঠেছেন। নির্মাতারাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। তবে একদম শুরুর দিকের চেয়ে এই সময়ে সামান্তা গল্পের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন।
তাই চলতি বছরের কাজগুলোতে সামান্তা বিগত সময়ের চেয়ে আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছেন। এখন পর্যন্ত যতোগুলো নাটকে তিনি অভিনয় করেছেন, তারমধ্যে তার নিজের বেশি ভালোলাগার নাটকের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। নাটকগুলো হলো ‘প্রিয় লিডার’, ‘পিকেটার মাসুদ’, ‘জামাই ছিনতাই’, ‘প্রেমিকার অভিশাপ’, ‘প্রেম ভিডিও’,‘ গজ ফিতা’, ‘টেনশন মতিন’,‘ দালাল’, ‘ঢাকায় টাকা উড়ে’, ‘আমি বিয়ে করিনি’, ‘ওরা এগারো’, ‘প্রেম খেলাপি’, ‘আমার সুন্দরী বউরা’। আরো বেশ কিছু নাটকে তিনি অভিনয় করে ভীষণ তৃপ্ত, যে কাজগুলো শিগগিরই প্রকাশ পাবে।
সামান্তা বলেন,‘ যে নাটকগুলোর কথা এখানে উল্লেখ করা আছে এই নাটকগুলোতে অভিনয় করে আমার অনেক ভালোলেগেছে। দর্শকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। অভিনয়ের দুনিয়ায় পথচলায় বলা যায় আমি একেবারেই নতুন। তারপরও আমার সহশিল্পীদের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তারা আমাকে অভিনয়ের বিষয়ে অনুপ্রেরণা দিয়েছেন, ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে আরো ভালোভাবে নিজের অভিনয়কে কীভাবে উপস্থাপন করা যায় সেই পরামর্শও দিয়েছেন।
আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমি আমার সকল নাটকের প্রযোজক পরিচালকের কাছে। আর একটি সত্যি কথা বলতেই হয় যে আমি মেহজাবীন আপুকে দেখে দেখে অভিনয়ে অনুপ্রাণিত হয়েছি। ’  সামান্তা পড়াশুনার পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেন।
তবে অভিনয়ের প্রতি তার খুউব টান ছিলো বিধায় পরিচালক তপু খানের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রথম তপু খানের ‘সময়ের গল্প’ ধারাবাহিকে প্রথম অভিনয় করেন।
এরপর ইমরাউল রাফাতের ধারাবাহিক (অপ্রচারিত) ‘মনজিল’-এ অভিনয় করেন।নাটকে প্রথম অভিনয় করে সামান্তা সাড়া ফেলেন সজীব খানের ধারাবাহিক ‘সাবলেট গুবলেট’-এ অভিনয় করে।