এম রেহমান,চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
চলমান কোটাসংস্কার আন্দোলনকে কেন্দ্র দেশে নানা জায়গায় শিক্ষার্থী সাথে আইনশৃঙ্খলা বাহিনির সংঘাত দেখা দিয়েছে।এর মধ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বেআইনিভাবে অনেক ছাত্রছাত্রীদের গ্রেপ্তার করা হয়েছে।এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিরপরাধ ছাত্রদের পাশে দাঁড়িয়েছে চবি প্রশাসন।
বৃহস্পতিবার,১ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে প্রক্টর অধ্যাপক ড.অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞাপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। যেখানে বলা হয়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,কোটাসংস্কার আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ও আইনশৃংখলা
বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতা সিদ্ধান্ত গ্রহণ করেছে”।
“এ ধরণের পরিস্থিতিতে চ.বি সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ(মোবাইল নং ০১৮২৩৫১৯৮৬৯) ও রন্টু দাসের(মোবাইল নং-০১৮১৮৭৪৪৩৯৩) সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোন নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয়,এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
Sarakhon Report 



















