
৪৯. লাওশান পর্বত থেকে নেমে ওয়াং ছি বাড়ির দিকে ছুটে চলল। বিদায় দেওয়ার সময়ে গুরুদেবের সব কথা সে ভুলে গেল।

৫০. বাড়িতে এসে ওয়াং ছি তার স্ত্রীকে দেখে প্রথমেই বলল: “আমি মহাপুরুষের দর্শন পেয়েছি এবং তাঁর কাছ থেকে কিছু ক্ষমতা অর্জন করেছি। দেয়াল যতো শক্ত হোক না কেন তা আমাকে বাধা দিতে পারবে না।” আনন্দে তার মাটিতে পা পড়ে না।

৫১. কিন্তু তার স্ত্রী কথাটা বিশ্বাস করল না। ওয়াং ছি খুব আস্তার সঙ্গে বলল “বিশ্বাস করছো না? আমি এখনই দেখাবো।” সে একটু ভেবে বলল: “যাও, পাড়াপড়শীদের ডেকে নিয়ে এসো, ওদেরও দেখাবো, যাতে ওরা জানতে পারে ওয়াং ছি একজন সাধারণ মানুষ নয়।”
Sarakhon Report 



















