পৃথিবীতে মানুষকে সফল হতে হলে সব ক্ষেত্রে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। নেতা মানে কখনও এই নয় যে সে অন্যকে নেতৃত্ব দিবে। নিজের প্রতিটি কাজের নেতাও নিজেকে হতে হয়। এ কারণে জীবনে সব থেকে বেশি প্রয়োজন নেতৃত্বের গুনগুলো নিজের জীবনা চারণের মধ্যে নিয়ে আসা। মানুষ দীর্ঘ অভিজ্ঞতা ও সফল মানুষের জীবন বিশ্লেষণ করে নেতৃত্বের নানান গুন বা আচরণ নির্ধারণ করেছে।

সারাক্ষণে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে তেমনি কিছু স্মার্ট নেতা হবার গুনাবলী ।

চিন্তায় ও আচরণে উদার হলে আপনি অবশ্যই সফল মানুষ হবেন!

উদার আচরনে অভ্যস্ত হোন ! আপনি অবশ্যই সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন। নিজের সেরা বন্ধু হোন এবং নিজের ওপর আস্থা রাখুন। মনে রাখবেন আপনাকে কেউ কিছুই করে দেবে না। নিজের সফলতা নিজেকেই অর্জন করতে হবে। এবং নিজের যোগ্যতা নিজেকেই প্রচার করতে হবে ।

যে অন্যদের সাহায্য করে তার অবশ্যই চিরস্থায়ী সমৃদ্ধি আসে।
অর্থোপার্জনের মূল মন্ত্র হলো আসলে আপনি কী দিতে পারেন অন্যকে এবং তাদের কাছ থেকে কী নিতে পারেন। আর্থিক সাফল্য হলো আপনি কী অর্জন করেছেন, আর প্রকৃত সমৃদ্ধি হবে আপনি কী দিতে পারেন অন্যকে। অর্থ উপার্জন কখনো ক্ষমতা ও বিলাসের জন্যে নয়। মনে রাখা দরকার পৃথিবীতে অনেক ভালো কাজ আছে সেগুলো করার জন্যেই আপনাকে অর্থ উপার্জন করতে হবে। আর সেই উদারতাই আপনাকে চিরস্থায়ী সমৃদ্ধি দেবে।
অন্যের ভালো করার এই নয় যে আপনি শুধু তাকে আপনার সম্পদ থেকে কিছু ভাগ করে দিলেন

কারো যদি প্রকৃত ভালো করতে হয় তাহলে শুধু তাকে অর্থ দিবেন না। তার ভেতর যে গুনাবলী আছে, যা তাকে বড় হতে সহায়তা করতে পারে সেটাই যদি আপনি জাগিয়ে দিতে পারেন তাহলেই তাকে প্রকৃত সম্পদ দান করা হবে।
Sarakhon Report 



















