১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
চীনের শুল্কমুক্ত দ্বীপের গল্পে বৈশ্বিক বার্তা, বাণিজ্য উদ্বৃত্ত ছায়া চিকিৎসায় হতাশা, ভরসা খুঁজছে কৃত্রিম বুদ্ধিমত্তায় শিক্ষা আন্দোলনের আড়ালে সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর পাঁচ ইসলামী ব্যাংকের একীভবনের ধাক্কা, আমানতকারীদের দুই বছরের মুনাফা পুরোপুরি বাতিল বাংলাদেশকে বন্ধু বলতে গর্বিত যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত মাহফুজ আলমের সত্য কথন ও ভোম্বলদার হাতে পড়া নাজমুল ইসলামকে অব্যাহতির পরেও বিপিএল স্থগিত, স্টেডিয়াম ভাংচুর- দিনভর যা ঘটলো সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং—২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন তাড়াহুড়োতেই আমি ভুল করি, তবু মানুষই আমার শক্তি: দুবাইয়ে খোলামেলা মোহাম্মদ আলাব্বার মিচেলের ব্যাটে রাজকোটে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড, সিরিজে সমতা

জনবান্ধব ভূমি সেবায় গণ মাধ্যম বিষয়ক সেমিনারে ভূমি উপদেষ্টা

  • Sarakhon Report
  • ১০:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • 98

ভূমি অফিস ও রেজিষ্ট্রি অফিসের মধ্যসত্বাভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি সেবা বিঘ্নিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

এলজিআরডি ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিষ্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যসত্বাভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবাকর্ম বিঘ্নিত হচ্ছে।

আইন মন্ত্রণালয় হতে রেজিষ্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীন আনা গেলে একক ব্যবস্থাপনায় ভূমি সেবা বিষয়ক দুর্নীতি বহুলাংশে হ্রাস পেয়ে জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে। তিনি আজ তেজগাঁও ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় আয়োজিত জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।


ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণ নানা প্রশিক্ষণ কৌশলের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সিনিয়র ভূমি সচিব বলেন, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমি বিষয়ক মামলা মোকাদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা সুনিশ্চিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের সুচিন্তিত পরামর্শের আলোকে ভূমি মন্ত্রণালয় আরো জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল গ্রহণে কাজ করবে।

এর আগে সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সাংবাদিকদের ভূমি নাগরিক সেবা কার্যক্রম ঘুরেঘুরে দেখানো হয়। পরে ভূমি উপদেষ্টা, ভূমি সংস্কার বোর্ড আয়োজিত বোর্ডের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎকরণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে অন্যান্যের মধ্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চীনের শুল্কমুক্ত দ্বীপের গল্পে বৈশ্বিক বার্তা, বাণিজ্য উদ্বৃত্ত ছায়া

জনবান্ধব ভূমি সেবায় গণ মাধ্যম বিষয়ক সেমিনারে ভূমি উপদেষ্টা

১০:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ভূমি অফিস ও রেজিষ্ট্রি অফিসের মধ্যসত্বাভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি সেবা বিঘ্নিত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

এলজিআরডি ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, মাঠ পর্যায়ে ভূমি অফিস ও ভূমি রেজিষ্ট্রি অফিসের এক শ্রেণির মধ্যসত্বাভোগীদের অপতৎপরতা ও হয়রানির কারণে ভূমি নাগরিক সেবাকর্ম বিঘ্নিত হচ্ছে।

আইন মন্ত্রণালয় হতে রেজিষ্ট্রি অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীন আনা গেলে একক ব্যবস্থাপনায় ভূমি সেবা বিষয়ক দুর্নীতি বহুলাংশে হ্রাস পেয়ে জনগণ হয়রানি থেকে মুক্তি পাবে। তিনি আজ তেজগাঁও ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় আয়োজিত জনবান্ধব ভূমি সেবায় গণমাধ্যম বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব মোঃ এমদাদুল হক চৌধুরী এবং গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ।


ভূমি উপদেষ্টা বলেন, ভূমি সেবার ডিজিটাইজেশন কাজ এগিয়ে যাচ্ছে। তবে প্রযুক্তিতে পিছিয়ে পড়া নাগরিকদের সেবা গ্রহণে একটু ঝামেলা হচ্ছে। এই সমস্যা দূরীকরণ নানা প্রশিক্ষণ কৌশলের মাধ্যমে নাগরিকদের পাশাপাশি ভূমিসেবা প্রদানকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিসহ তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সিনিয়র ভূমি সচিব বলেন, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ ডিজিটাল ভূমি জরিপ কাজ চালু হলে ভূমি বিষয়ক মামলা মোকাদ্দমা, হানাহানি বন্ধ হয়ে নাগরিক সেবা সুনিশ্চিত হবে। কর্মশালায় অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীদের সুচিন্তিত পরামর্শের আলোকে ভূমি মন্ত্রণালয় আরো জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল গ্রহণে কাজ করবে।

এর আগে সেমিনারে অংশগ্রহণকারী বিভিন্ন সাংবাদিকদের ভূমি নাগরিক সেবা কার্যক্রম ঘুরেঘুরে দেখানো হয়। পরে ভূমি উপদেষ্টা, ভূমি সংস্কার বোর্ড আয়োজিত বোর্ডের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎকরণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এতে অন্যান্যের মধ্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল উপস্থিত ছিলেন।