০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮০) চীন–ভারত সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা নীতি বিকৃত করার অভিযোগ বেইজিংয়ের ভারতের পানি সংকটের ছায়ায় পানীয় শিল্প: রাজস্থানে জল নিয়ে বাড়ছে ঝুঁকি ও অসন্তোষ প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৪৭) আমির খসরুর আসন পরিবর্তন, তার আসনে মনোনয়ন পেলেন সাঈদ নোমান এনসিপি ছাড়লেন তাসনিম জারা থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চুক্তি সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ বিড়িসহ যুবক গ্রেপ্তার একীভূত পাঁচ ব্যাংকের আমানত উত্তোলনে বিলম্ব, এ বছর অর্থ ছাড়ের সুযোগ নেই নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন: ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু শ্রমিককে পিটিয়ে হত্যা, বাংলাদেশে সহিংসতা নিয়ে উদ্বেগ

জোকার-২ হতে যাচ্ছে মিউজিক্যাল থ্রিলার

  • Sarakhon Report
  • ০৯:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • 88

সারাক্ষণ ডেস্ক

জোকার-এর অত্যন্ত প্রত্যাশিত সিক্যুয়েলটি একটি বিস্ময়কর মোড় নিচ্ছে। ‘জোকার’ ক্রাইম থ্রিলারধর্মী হলেও এর সিক্যুয়েলটি মূলত মিউজিক্যাল ঘরানার সাইকোলজিক্যাল থ্রিলার হতে যাচ্ছে। দর্শকদের মন জয় করতে আসছে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট ‘জোকার : ফোলি এ ডিউক্স’।

 

সাউন্ডট্র্যাক সম্পর্কে  জানা যায়, কমপক্ষে ১৫টি “খুব সুপরিচিত গান” থাকছে এবারের  মুভিতে। ফোলি এ ডিউক্স’ সিনেমায় হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করবেন লেডি গাগা। অন্যদিকে আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন ফিনিক্স।

 

২০১৯ সালে ‘জোকার’ মুক্তির পর আলোড়ন সৃষ্টি করেছিল বক্সঅফিসে। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল এক বিলিয়ন ডলার। শুধু তাই নয়, ১১টি অস্কারের মনোনয়ন পায় সিনেমাটি। পাশাপাশি আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য হোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন ।

 

 

যদিও দ্য জোকার ২-এর কাহিনী এখনও প্রকাশ করা হয়নি। সিক্যুয়ালটি সম্ভবত প্রথম চলচ্চিত্রটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ।

জোকার ২’তে যারা অভিনয় করবেন

লেডি গাগা এবং জোয়াকুইন ফিনিক্স ছাড়াও অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন জাজি বিটজ, ক্যাথরিন কিনার এবং ব্রেন্ডন গ্লিসন। স্কট সিলভারের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফিলিপস।



বাজেট মুক্তির তারিখ

জোকার ২-এর বাজেট প্রায় ২০ কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে। ছবিটি এ বছরের ৪ অক্টোবর মুক্তি পাবে।

 

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮০)

জোকার-২ হতে যাচ্ছে মিউজিক্যাল থ্রিলার

০৯:০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

সারাক্ষণ ডেস্ক

জোকার-এর অত্যন্ত প্রত্যাশিত সিক্যুয়েলটি একটি বিস্ময়কর মোড় নিচ্ছে। ‘জোকার’ ক্রাইম থ্রিলারধর্মী হলেও এর সিক্যুয়েলটি মূলত মিউজিক্যাল ঘরানার সাইকোলজিক্যাল থ্রিলার হতে যাচ্ছে। দর্শকদের মন জয় করতে আসছে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট ‘জোকার : ফোলি এ ডিউক্স’।

 

সাউন্ডট্র্যাক সম্পর্কে  জানা যায়, কমপক্ষে ১৫টি “খুব সুপরিচিত গান” থাকছে এবারের  মুভিতে। ফোলি এ ডিউক্স’ সিনেমায় হার্লিন কুইঞ্জেলের চরিত্রে অভিনয় করবেন লেডি গাগা। অন্যদিকে আর্থার ফ্লেক ওরফে ‘দ্য জোকার’ হিসেবে সিক্যুয়েলে ফিরে এসেছেন হোয়াকিন ফিনিক্স।

 

২০১৯ সালে ‘জোকার’ মুক্তির পর আলোড়ন সৃষ্টি করেছিল বক্সঅফিসে। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল এক বিলিয়ন ডলার। শুধু তাই নয়, ১১টি অস্কারের মনোনয়ন পায় সিনেমাটি। পাশাপাশি আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য হোয়াকিন ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন ।

 

 

যদিও দ্য জোকার ২-এর কাহিনী এখনও প্রকাশ করা হয়নি। সিক্যুয়ালটি সম্ভবত প্রথম চলচ্চিত্রটি যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ।

জোকার ২’তে যারা অভিনয় করবেন

লেডি গাগা এবং জোয়াকুইন ফিনিক্স ছাড়াও অন্যান্য অভিনেতাদের মধ্যে রয়েছেন জাজি বিটজ, ক্যাথরিন কিনার এবং ব্রেন্ডন গ্লিসন। স্কট সিলভারের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন ফিলিপস।



বাজেট মুক্তির তারিখ

জোকার ২-এর বাজেট প্রায় ২০ কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে। ছবিটি এ বছরের ৪ অক্টোবর মুক্তি পাবে।