সারাক্ষণ ডেস্ক
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রূপ লাবন্যে অনন্যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী কিভাবে এমন গ্ল্যামার ও ফিটনেস ধরে রেখেছেন, তা সবার কাছে এক রহস্য!

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় বেশ সরব জয়া। প্রায়ই বিভিন্ন লুকে ছবি পোস্ট করেন। ভক্তদেরও সেসব ছবিতে বেশ আগ্রহ থাকে।

এবার খোলা চুলে অনন্য রূপে ধরা দিলেন জয়া আহসান।

এবার তিনি একসঙ্গে বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন।

ওয়ান পিস পরা খোলা চুলে জয়া যেন অপরূপা!কখনো চুলে হাত দিয়ে আবার কখনো স্নিগ্ধ হাসিতে পোজ দিতে দেখা যায়।

সম্প্রতি টালিউডে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ এর দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

“দশম অবতার” সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী এবং “অর্ধাঙ্গিনী” সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

এর মাধ্যমে টানা ষষ্ঠবারের মতো ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ মনোনয়নের সম্মান পেলেন জয়া।
Sarakhon Report 



















