ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
বীরাকোচার উত্তরসূরী পাচাকুতি (Pachacuti) এই হিসেবের মধ্যে ত্রুটি খুঁজে পান এবং এই অস্পষ্টতা দূর করার জন্য তিনি একটি সানটাওয়ার তৈরি করেন। এরপরে স্প্যানিশ অভিযান ও অধিগ্রহণের পর এই ক্যালেন্ডার ব্যবস্থা কিছু পরিমাণে সংশোধিত হয়েছিল।
ক্যালেণ্ডার-এর হিসেবে কিছু গণ্ডগোল, ত্রুটি থাকলেও ইনকাদের রাজধানী শহর কুজকোতে চান্দ্র হিসেবের উপর ভিত্তি করে একটি সরকারী ক্যালেণ্ডার রাখা ছিল। এই চান্দ্র নক্ষত্র (Sidereal lunar) ভিত্তিক ক্যালেন্ডারে সৌর বছরে ৩৭ দিন কম হয়।
এই ঘাটতিকে সৌর চক্রর সঙ্গে মিলিয়ে নিয়ে এবং ডিসেম্বর-এর গ্রীষ্মর সঙ্গে খাপ খাইয়ে মেটানো হয়েছিল। এইভাবে ইনকা ক্যালেন্ডারের নানা হিসেবের পরিশ্রমে ৩০ দিনের মাস করে ১২ মাসে এক বছর করা হয়েছিল।
এই ক্যালেন্ডারের প্রতিটি মাসের নির্দিষ্ট কিছু কাজ তৈরী করা আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর-কে ইনকা ভাষায় কী বলা হয় এবং তার অর্থের একটি পূর্ণাঙ্গ তালিকা নীচে দেওয়া হল।
(চলবে)
ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৫৬)