বড় বেশি প্রিয় তুমি
ডায়ানা মারি ডেলগাডো
যখনই তোমাকে ডাকা হয়,
তুমি বলো যত দূর হয় তুমি যাবে।
আমি ভয় পাই
যে আমি কখনই দূরে যাব না
তাদের থামাতে
যদিও
মানুষ মারা যাচ্ছে।
আর যদিও
মানুষ মারা যাচ্ছে,
তবু আমি থাকি
নিতান্ত একা, একজন নারী
যে চুপ রাখবে না
এই মুখ,
অথবা অন্যটি, বন্ধ।
তাহলে কি আমাকে
বিছানা ছেড়ে উঠতে হবে
লিখতে?
আমি যা লিখি,
তা কি আদৌ গুরুত্ব রাখে?
ওরা বলে: আবার পড়ো
অস্কার জেটা আকোস্তার
“আরশোলা জনগোষ্ঠীর বিদ্রোহ।”
তারপর আমার মনে পড়ে:
যখন তোমাকে
ডাকা হয়,
তুমি যাবেই।
( অনুবাদ: পান পাতা)
Sarakhon Report 



















