শশাঙ্ক মণ্ডল
* কপালে আছে ঘি না খেয়ে করব কী?
* কানা গোরু ব্রাহ্মণকে দান।
* কাজির গোরু খোদা রাখাল
* কড়ি থাকলে বেয়াই এর বাপের শ্রাদ্ধ, না থাকলে নিজের বাপের শ্রাদ্ধ নয়।
* কুশো বেঁধে দক্ষিণা আদায়। (বরকে বিয়ের আসরে বসিয়ে মন্ত্র পড়ার আগেই দক্ষিণা আদায়)।
* কলে ফেলে কলমা পড়ান।
* কত দেখব কত শুনব বুড়ো হতি হতি/চোর মিনসে ঢেকি নেযাবে/মাটিত রাখতি রাখতি।
* কলা মুলো শাকের আঁটি- এই নিয়ে নৈহাটি (ভালো চাষিদের গ্রাম)
* কারো পরমাত্রের কষ কারো পান্তাভাতে যশ।
* কথা শতধারে বয়, কথা কইতি জানলি হয়।
* কানা খোঁড়া কুজো তিন নয় সুজো সোজা > সুজো
* কপালের এমনি ফের, যাব শ্বশুর বাড়ী/কাটি রিনি সাহেবের খেড়। (খড়)
* কানার কানা বুদ্ধি খোড়ার নেই অন্ত/এক চক্ষু অন্ধ যার একশ বিরাশি বুদ্ধি তার।
* কোয় কোয় বেলা হয়/স্যায়না বউ সাতবার খায়/শাউড়ি বলে রাত না পয়।
* খিদে মেরে কেত্তন শোনা। (কুয়াশা > কোয়)
* খ্যারে কুতায় আগুন দিয়্যা পেত্নী বসে আলগোছে। (নিজের দুর্ভাগ্য নিজেই বহন করো)
* খাল কেটে কুমির আনা।
* খুটির জোরে মেড়া কোঁদে (কন্দল > কোঁদল > কোঁদে) (মুরব্বীর জোর থাকলে দুর্বলও লড়াই করে।)
* খোঁড়ার পা খানায় পড়ে।
খেয়ে যায় নিয়ে যায় আরও যায় চেয়ে/ঐ যায় ঐ যায় বাঙালির মেয়ে।
Sarakhon Report 



















