০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
উপজেলা ভূমি অফিসে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ: আলী ইমাম মজুমদারের বক্তব্য কুমিল্লায় বিএনপির নির্বাচনী প্রচারণায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ পেঁয়াজের দামের উর্ধ্বগতিতে প্রতিদিন ৩.৫ কোটি টাকা বেশি দিচ্ছেন ক্রেতারা রমনা গির্জায় হামলার নিন্দা জানাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকায় দুই যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১, আহত ২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হলে ভিপি-জিএসের ‘সিঙ্গেল রুম’ বরাদ্দের অভিযোগ প্রাথমিক শিক্ষকদের ধর্মঘট প্রত্যাহার: সরকারের আশ্বাসে অবসান মেট্রোরেল কর্মীদের ছুটি বাতিল, নির্দেশ না আসা পর্যন্ত কার্যকর নারায়ণগঞ্জে মাইক্রোবাসে ধর্ষণ: ছয়জনের বিরুদ্ধে মামলা

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-১৪২)

  • Sarakhon Report
  • ১১:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • 82

মেজদি আর সেজদি

ধীরেনের দুই দিদি, মৃণালিনী দেবী আর পঙ্কজিনী দেবী। ইহারা দুই বোন যমজ। একজনকে আর একজন হইতে পৃথক করিয়া দেখা মুস্কিল হইত। ধীরেনের সঙ্গে আমিও তাঁহাদিগকে মেজদি আর সেজদি বলিয়া ডাকিতাম। এই মেজদি ও সেজদির কথা না লিখিলে আমার জীবনকাহিনীই অসম্পূর্ণ থাকিবে। কিন্তু কোন ভাষায় যে আমার এত আদরের দুই দিদির কথা লিখিব তাহা ভাবিয়া পাইতেছি না। দুর্গাপূজার দিন এই দুই দিদি একই রঙের দু’খানা শাড়ি পরিয়া সারা বাড়ি ভরিয়া ঘুরিয়া বেড়াইতেন। সেই তো কতকালের ঘটনা। আজও দুর্গাপূজার ঢোলের বাদ্য শুনিলে আমার সেই দুই দিদিকে আমার মানস-চক্ষে স্পষ্ট দেখিতে পাই। কপালে কাঁচ-পোকার ফোঁটা, মাথায় সিন্দুর। হাসি-খুশি মুখে যেন সেই আগের মতোই তাঁহারা দুই বোনে ঘুরিয়া বেড়াইতেছেন।

এই দুই দিদি আড়াআড়ি করিয়া আমাকে আদর করিতেন। কোনো খাবার জিনিস এ দিদি যদি গোপনে আনিয়া আমাকে দিলেন, অপর দিদি তাঁর নিজের ভাগটি সমস্তই আমার হাতে ঢালিয়া দিলেন। দিদিরা তাঁহাদের আপনাপন স্বামীর কাছে যত পত্র লিখিতেন সবই আমার হাত দিয়া পোস্ট করাইতেন। একবার মেজদি একখানা অতি রঙিন চিঠি আনিয়া আমাকে পোস্ট করিতে দিলেন। বালক-বয়সের কৌতূহল অতিক্রম করিতে পারিলাম না। সেই চিঠিখানা খুলিয়া পড়িলাম। কত সুন্দর সুন্দর কথা লিখিয়াছেন দিদি তাঁর বরকে, “তুমি মিনুকে মোটেই ভালোবাস না। সেবার তোমাকে খুকুর জন্য অমুক রঙের জামা কিনিয়া দিতে বলিয়াছিলাম। তা দিলে না। গত মাসে তুমি আস নাই। এবার কিন্তু অবশ্য অবশ্য আসিবে।” ইত্যাদি ইত্যাদি। সেই চিঠি বন্ধ করিয়া আবার পোস্ট-অফিসের বাক্সে ফেলিয়া দিয়াছিলাম। এই দিদি এখন পশ্চিমবঙ্গের কোথায় আছেন জানি না। আমার বিশ্বাসঘাতকতার জন্য তখনকার সেই ছোট ভাইটিকে হয়তো তিনি ক্ষমা করিবেন কিন্তু এই পরিণত বয়স্ক ভাইটি যে আজ তাঁহার গোপন কথা পাঠকসমাজে প্রচার করিয়া দিল, ইহার জন্য তিনি কি শাস্তি দিবেন জানি না, কিন্তু সেই শাস্তির দিনটির জন্য আমি অপেক্ষা করিয়া বসিয়া থাকিব। সেই শাস্তির উপলক্ষ করিয়া আবার হয়তো সেদিন দিদির সেই অলক্তক রঞ্জিত পা দুইটি দেখিতে পাইব।

 

জনপ্রিয় সংবাদ

উপজেলা ভূমি অফিসে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ: আলী ইমাম মজুমদারের বক্তব্য

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-১৪২)

১১:০০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

মেজদি আর সেজদি

ধীরেনের দুই দিদি, মৃণালিনী দেবী আর পঙ্কজিনী দেবী। ইহারা দুই বোন যমজ। একজনকে আর একজন হইতে পৃথক করিয়া দেখা মুস্কিল হইত। ধীরেনের সঙ্গে আমিও তাঁহাদিগকে মেজদি আর সেজদি বলিয়া ডাকিতাম। এই মেজদি ও সেজদির কথা না লিখিলে আমার জীবনকাহিনীই অসম্পূর্ণ থাকিবে। কিন্তু কোন ভাষায় যে আমার এত আদরের দুই দিদির কথা লিখিব তাহা ভাবিয়া পাইতেছি না। দুর্গাপূজার দিন এই দুই দিদি একই রঙের দু’খানা শাড়ি পরিয়া সারা বাড়ি ভরিয়া ঘুরিয়া বেড়াইতেন। সেই তো কতকালের ঘটনা। আজও দুর্গাপূজার ঢোলের বাদ্য শুনিলে আমার সেই দুই দিদিকে আমার মানস-চক্ষে স্পষ্ট দেখিতে পাই। কপালে কাঁচ-পোকার ফোঁটা, মাথায় সিন্দুর। হাসি-খুশি মুখে যেন সেই আগের মতোই তাঁহারা দুই বোনে ঘুরিয়া বেড়াইতেছেন।

এই দুই দিদি আড়াআড়ি করিয়া আমাকে আদর করিতেন। কোনো খাবার জিনিস এ দিদি যদি গোপনে আনিয়া আমাকে দিলেন, অপর দিদি তাঁর নিজের ভাগটি সমস্তই আমার হাতে ঢালিয়া দিলেন। দিদিরা তাঁহাদের আপনাপন স্বামীর কাছে যত পত্র লিখিতেন সবই আমার হাত দিয়া পোস্ট করাইতেন। একবার মেজদি একখানা অতি রঙিন চিঠি আনিয়া আমাকে পোস্ট করিতে দিলেন। বালক-বয়সের কৌতূহল অতিক্রম করিতে পারিলাম না। সেই চিঠিখানা খুলিয়া পড়িলাম। কত সুন্দর সুন্দর কথা লিখিয়াছেন দিদি তাঁর বরকে, “তুমি মিনুকে মোটেই ভালোবাস না। সেবার তোমাকে খুকুর জন্য অমুক রঙের জামা কিনিয়া দিতে বলিয়াছিলাম। তা দিলে না। গত মাসে তুমি আস নাই। এবার কিন্তু অবশ্য অবশ্য আসিবে।” ইত্যাদি ইত্যাদি। সেই চিঠি বন্ধ করিয়া আবার পোস্ট-অফিসের বাক্সে ফেলিয়া দিয়াছিলাম। এই দিদি এখন পশ্চিমবঙ্গের কোথায় আছেন জানি না। আমার বিশ্বাসঘাতকতার জন্য তখনকার সেই ছোট ভাইটিকে হয়তো তিনি ক্ষমা করিবেন কিন্তু এই পরিণত বয়স্ক ভাইটি যে আজ তাঁহার গোপন কথা পাঠকসমাজে প্রচার করিয়া দিল, ইহার জন্য তিনি কি শাস্তি দিবেন জানি না, কিন্তু সেই শাস্তির দিনটির জন্য আমি অপেক্ষা করিয়া বসিয়া থাকিব। সেই শাস্তির উপলক্ষ করিয়া আবার হয়তো সেদিন দিদির সেই অলক্তক রঞ্জিত পা দুইটি দেখিতে পাইব।