বসন্তের বনানী
ফয়সাল আহমেদ
কেউ চলে গাড়ি তে,
কেউ বাইসাইকেলে।
বসন্তের এই নির্মম রুপ!
নতুনরা কান্ডে,
বৃদ্ধরা মাটিতে!
শহর হোক বা অরণ্য
বসন্তের বনানী সর্বদা মমতা শূন্য।

ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদ
কেউ চলে গাড়ি তে,
কেউ বাইসাইকেলে।
বসন্তের এই নির্মম রুপ!
নতুনরা কান্ডে,
বৃদ্ধরা মাটিতে!
শহর হোক বা অরণ্য
বসন্তের বনানী সর্বদা মমতা শূন্য।
