০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
গাজীপুরে পোশাক কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ৯ দিন পর ফরিদপুরে উদ্ধার হলো নিখোঁজ শ্রমিক দল নেতার মরদেহ শেয়ারবাজার: ডিএসই নিচে নামলেও সিএসই দিনে শেষে ঊর্ধ্বমুখী বাংলাদেশের এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যে ফিরে যেতে পারে—সতর্ক করল বিশ্বব্যাংক দেশ জুড়ে বেগম জিয়ার রোগমুুক্তির জন্যে দোয়া মাহফিল: বিএনপির পরিকল্পনা: খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান প্রধানমন্ত্রী, জানালেন বুলু করাইল বস্তিতে ভয়াবহ আগুন বিস্ময়কর আকারের শিলাবৃষ্টিতে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে ঘরবাড়ি–খেত সবই ক্ষতবিক্ষত পাকিস্তানের বিমান হামলার অভিযোগে আবারও উত্তপ্ত আফগান সীমান্ত ময়মনসিংহে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একদিনে জরিমানা ৪.৮ লাখ টাকা খুলনা বিভাগের কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন অবহেলায় নড়বড়ে, নেই স্টেশনমাস্টারও

চিন্ময়ের জামিন প্রশ্নে রুলের শুনানি অবকাশের পর

  • Sarakhon Report
  • ০৬:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • 112

নিজস্ব প্রতিনিধি

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ঈদের ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশের পর দিন ঠিক করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেছেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন , ‘গত ৪ ফেব্রুয়ারি জারি করা রুল শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। এরপর গত ১৯ মার্চ হাইকোর্ট রুলটি শুনানির সময় ধার্য করেছেন। অবকাশ ছুটির পর পরই শুনানি হবে। সাধারণত প্রতি সপ্তাহে বুধবার রুল শুনানি হয়ে থাকে। সে হিসেবে ছুটির পর প্রথম বুধবার অথ্যাৎ ২৩ এপ্রিল শুনানি হতে পারে।’

এদিকে গত বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি শুরু হয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ৩২ দিন বন্ধ থাকবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারকাজ। ১৯ এপ্রিল সুপ্রিম ছুটি শেষ হবে। ঐদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।„

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পোশাক কারখানা বন্ধের নোটিশে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

চিন্ময়ের জামিন প্রশ্নে রুলের শুনানি অবকাশের পর

০৬:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিনিধি

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ঈদের ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশের পর দিন ঠিক করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেছেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন , ‘গত ৪ ফেব্রুয়ারি জারি করা রুল শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। এরপর গত ১৯ মার্চ হাইকোর্ট রুলটি শুনানির সময় ধার্য করেছেন। অবকাশ ছুটির পর পরই শুনানি হবে। সাধারণত প্রতি সপ্তাহে বুধবার রুল শুনানি হয়ে থাকে। সে হিসেবে ছুটির পর প্রথম বুধবার অথ্যাৎ ২৩ এপ্রিল শুনানি হতে পারে।’

এদিকে গত বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি শুরু হয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ৩২ দিন বন্ধ থাকবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারকাজ। ১৯ এপ্রিল সুপ্রিম ছুটি শেষ হবে। ঐদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।„