১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
সুস্বাদু কারি গাজর ও নারকেল স্যুপ: সহজ এবং সুস্বাস্থ্যকর রেসিপি পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-১১৩) যাদুকাটায় বালু লুটের মহোৎসব চীনবিরোধী বিক্ষোভ দক্ষিণ কোরিয়ার মানবাধিকার ভণ্ডামি উন্মোচন করেছে ভিক্টোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুধ খামার বিক্রয়: লাভজনক সুযোগ এবং সুষ্ঠু পরিচালনার জন্য গঠনমূলক পদক্ষপে ভালো স্মৃতি চাই? আগে ‘স্মৃতি’ বলতে কী বোঝায় তা নতুন করে ভাবুন দক্ষিণ আফ্রিকার রহস্যময় ও বিস্ময়কর রিংখালস সাপ প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩১১) এই সপ্তাহে কী দেখবেন–শুনবেন: বিগেলোর থ্রিলার, স্টিলারের পারিবারিক ডক, কারলাইল–লোভাটো ব্রডওয়েতে ‘রাগটাইম’ মঞ্চায়ন: শক্তিশালী সুর ও আবেগের পরিপূরক

চিন্ময়ের জামিন প্রশ্নে রুলের শুনানি অবকাশের পর

  • Sarakhon Report
  • ০৬:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • 91

নিজস্ব প্রতিনিধি

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ঈদের ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশের পর দিন ঠিক করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেছেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন , ‘গত ৪ ফেব্রুয়ারি জারি করা রুল শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। এরপর গত ১৯ মার্চ হাইকোর্ট রুলটি শুনানির সময় ধার্য করেছেন। অবকাশ ছুটির পর পরই শুনানি হবে। সাধারণত প্রতি সপ্তাহে বুধবার রুল শুনানি হয়ে থাকে। সে হিসেবে ছুটির পর প্রথম বুধবার অথ্যাৎ ২৩ এপ্রিল শুনানি হতে পারে।’

এদিকে গত বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি শুরু হয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ৩২ দিন বন্ধ থাকবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারকাজ। ১৯ এপ্রিল সুপ্রিম ছুটি শেষ হবে। ঐদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।„

জনপ্রিয় সংবাদ

সুস্বাদু কারি গাজর ও নারকেল স্যুপ: সহজ এবং সুস্বাস্থ্যকর রেসিপি

চিন্ময়ের জামিন প্রশ্নে রুলের শুনানি অবকাশের পর

০৬:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিনিধি

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ঈদের ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশের পর দিন ঠিক করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানির এই সময় নির্ধারণ করেছেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন , ‘গত ৪ ফেব্রুয়ারি জারি করা রুল শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। এরপর গত ১৯ মার্চ হাইকোর্ট রুলটি শুনানির সময় ধার্য করেছেন। অবকাশ ছুটির পর পরই শুনানি হবে। সাধারণত প্রতি সপ্তাহে বুধবার রুল শুনানি হয়ে থাকে। সে হিসেবে ছুটির পর প্রথম বুধবার অথ্যাৎ ২৩ এপ্রিল শুনানি হতে পারে।’

এদিকে গত বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টের অবকাশ ছুটি শুরু হয়েছে। সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ৩২ দিন বন্ধ থাকবে সর্বোচ্চ আদালতের নিয়মিত বিচারকাজ। ১৯ এপ্রিল সুপ্রিম ছুটি শেষ হবে। ঐদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।

গত বছরের ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়। গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস।„