ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
এই ভাবমূর্তি দেখাতে পারলেই সবকিছু ঠিক থাকত। উদাহরণ হিসেবে বলা যায় দক্ষিণ প্রান্তের সোকোনোসকো (Soconosco) অঞ্চলটির সঙ্গে কেন্দ্রের নিয়মিত ও সরাসরি যোগাযোগ ছিল না।
তা সত্বেও আজতেক সাম্রাজ্যর শাসনপ্রক্রিয়া ভালভাবেই কাজ করত। এর মূল কারণ আজতেকরা রাজধানীর মধ্যে ক্ষমতা কেন্দ্রীভূত রাখতে পারত। এক্ষেত্রে ছোট ছোট অঞ্চল বা কেন্দ্রর মধ্যে ক্ষমতা ভোগের সুযোগ দিত না।
স্থানীয় স্তরের সমাজ জীবন এবং প্রশাসনে আজতেকরা হস্তক্ষেপ করত না। কেননা আঞ্চলিক স্তরের খাজনা, কর এবং দেয় সাধারণত বাকি থাকত না।
(চলবে)
Sarakhon Report 



















