সারাক্ষণ ডেস্ক
মহান স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে বিমান বাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের ‘‘অনারারি পদোন্নতি এবং অনারারি কমিশন প্রদান’’ অনুষ্ঠান ২৬ মার্চ ২০২৫, বুধবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মো: শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে ০৭ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার এবং ০৩ জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদবির র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।














Sarakhon Report 



















