ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
দিনেরবেলার ঈশ্বর এবং তাদের নাম ও লোকাচার ইত্যাদি ছাড়াও রাতেরবেলার কিছু দেবতার নাম, তাঁর প্রকৃতি এবং অর্থ আজতেকদের মধ্যে পাওয়া গেছে। এই রাতের দেবতাদের মধ্যে ভাল-মন্দ উদাসীন এরকম শ্রেণিবিভাগও করা হয়েছে। নীচে এরকম একটি তালিকা উল্লেখ করা হল।
রাতের দেবতার নাম
|
কোন শক্তি বা বিষয়ের দেবতা
|
গুরুত্ব/ভাবার্থ
|
১. ইহুহতেকুতলিত (luhtecuhtle)
|
আগুনের দেবতা
|
ভাল
|
২. ইল্লি (Itzli)
|
ধাতুর ছুরির দেবতা
|
খারাপ
|
৩. পিলততাতেকুতলি (Piltzatecutli)
|
রাজকুমারীদের দেবতা
|
ভাল
|
৪ . সিওনতেওত (Cinteotl)
|
শস্যের দেবতা
|
উদাসীন/বোঝা যায় না।
|
৫. মিকলান তেকুল্লি (Mictlan Teculitli)
|
মৃত্যুর দেবতা
|
খারাপ
|
৬. লাজোলতেওত (Tlazolteoti)
|
পৃথিবীর মা
|
খারাপ
|
৭. লালোক (Tlaloc)
|
বৃষ্টির দেবতা
|
ভাল
|
(চলবে)
আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৩৬)
আজতেক সভ্যতার ইতিহাস (পর্ব-৩৬)