সারাক্ষণ ডেস্ক
বলিউড সুপারস্টার রণবীর কাপুর ক্রাইম ড্রামা অ্যানিমেলের সাফল্য উপভোগ করছেন। সম্প্রতি তিনি ৮ কোটি রুপির একটি নতুন গাড়ি কিনেছেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সর্বশেষ ব্লকবাস্টার মুভির পর আর নতুন কোন সিনেমায় অভিনয় করেননি রণবীর।

নতুন কেনা বাড়ি থেকে নতুন গাড়ি নিয়ে হন রণবীর। জেট-ব্ল্যাক বেন্টলি কন্টিনেন্টালে টি-শার্ট পরেছিলেন তিনি। গাড়িতে তার সঙ্গে কোন পরিবারের সদস্য ছিলেন না। তাকে বাসার কাছে বান্দ্রার চারপাশে গাড়ি চালাতে দেখা যায়।

ইনস্টাগ্রামে একজন ভক্ত রণবীরের নতুন কেনা গাড়ি চালানোর ভিডিও শেয়ার করেছেন।
Sarakhon Report 



















