০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
২০২৯-এ ফিরছে অ্যানিমেটেড হিট ‘কে-পপ ডেমন হান্টার্স’ ‘টাইটানিক’-এর নেপথ্যের গল্প: চলচ্চিত্র প্রযোজকের স্মৃতিচারণ অভিষেক শর্মার রেকর্ড গড়া ইনিংসে অস্ট্রেলিয়ায় সিরিজ জয় ভারতের জেন জি এখন সুগন্ধি খুঁজছে আলোকে শিল্পে রূপ দেওয়া লিন্ডসি অ্যাডেলম্যান পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ ‘ইনল্যান্ড টাইপ্যান’: প্রাণঘাতী বিষ, শান্ত স্বভাবের এই সরীসৃপের অজানা বিস্ময় কুমিল্লায় দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশের মৃত্যু রবিবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা ভিয়েতনামী ঔপন্যাসিক ড. ফান কুয়ে মাই শারজাহ বইমেলায় পাঠকদের মুগ্ধ করলেন মংলায় নৌকাডুবিতে নিখোঁজ প্রবাসী নারী পর্যটক

ঈদে চাহিদা বাড়ছে বিদেশী ব্রান্ডের পোষাক থেকে সেন্ডেলিয়ারেরও 

  • Sarakhon Report
  • ০৮:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • 43

শিবলী আহম্মেদ সুজন

যতদিন যাচ্ছে ঈদ যেন আরো সামনে ঘনিয়ে আসছে । ঈদ-উল-ফিতর উপলক্ষে জমে উঠেছে রাজধানীর শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোর কেনা-কাটা।

শপিং মলের দোকানগুলোতে শুরুর দিকে ক্রেতাসমাগম কম দেখা গেলেও আজ দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারের শপিং মলে গিয়ে দেখা গেছে আগের তুলনায় ক্রেতাসমাগম অনেকটা বেড়েছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষে কেউ এসেছেন  শপিং মলে তাদের প্রিয় মানুষের জন্য কেনা-কাটা করতে।আবার কেউ এসেছেন নিজের জন্য শার্ট,প্যান্ট,পাঞ্জাবী ,বেল্ট ,সানগ্লাস,জুতা ইত্যাদি কিনতে ।

রাজধানীর জব্বার টাওয়ারে মডেল ডিজাইন এন্ড কালেকশনে গিয়ে ক্রেতাসমাগম দেখা গেল।এখানে মূলত বিদেশী ব্রান্ডের স্যুট, অল সিজন ব্লেজার, শার্ট, টি ও পোলো শার্ট, জুতো, ঘড়ি, ব্লেট, শকস, বাটন সহ আরো ফ্যাশানেবল পোষাক ও আনুসাঙ্গিক পাওয়া যায়। রাজধানীর অনেক রুচিশীর ক্রেতা সেখানে নিয়মিত যান। তার মালিক মি. সাত্তার একজন সদালাপীও বিনয়ী মানুষ।সেখানে ঈদ-উল-ফিতর উপলক্ষে কেনা-কাটা করতে আসা তানিয়া নামের একজনার সাথে কথা বলে জানা গেল তিনি তার স্বামীর জন্য টি-শার্ট ও প্যান্ট কিনতে এসেছেন।

মডেল ডিজাইন এন্ড কালেকশনের স্টাফ মোঃ সোহেল।

মডেল ডিজাইন এন্ড কালেকশনের দোকানের স্টাফ মোঃ সোহেলের সাথে আলাপচারিতায় জানা গেল ঈদের কাপড় বেচা-কেনা শুরুর চাইতে এখন খুব ভালো হচ্ছে ,যতদিন যাচ্ছে ততো ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে।

মুড প্রাইজ ল্যাবের কর্ণধার মোঃএমদাদ হোসেন।

মুড প্রাইজ ল্যাব দোকানের কর্ণধার মোঃএমদাদ হোসেন বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে আগের কাপড়ের পাশাপাশি কিছু নতুন কালেকশন ও দোকানে তুলেছেন। ব্লেজার স্যুট, প্যান্ট ,শার্ট ,ঘড়ি ইত্যাদি ।

 

ঘর সাজাতে লাইটিংয়ের জুড়ি নেই। শুধু ব্যবহার করার জন্যই নয়; বরং এটি হয়ে উঠে  ঘর সাজানোর অন্যতম সঙ্গী। যে কারণে ঘরে লাইটের ব্যবহারে সকলে নান্দনিকতা চায়। শপিং মলের অমনি লাইটস এ গিয়ে ঠিক এমনটাই মনে হলো। লাইট গুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা ।

অমনি লাইটসের কর্ণধার মোঃমুসলিম ।

অমনি লাইটস এর কর্ণধার মোঃ মুসলিমের সাথে কথা বলে জানা গেলে, আমাদের এখানে উচ্চবিত্ত থেকে শুরু করে সকল ধরনের ক্রেতারাই এসে থাকে।

 

ঈল-উল-ফিতর উপলক্ষে নিজেদের বসতবাড়ি ,ঘর, অফিসকে আরও সুন্দর ও নান্দনিক করে সাজানোর জন্য আসছেন আর বিভিন্ন রকমের লাইট কিনে নিয়ে যাচ্ছেন। আমাদের এখানে ঝাড় বাতি গুলো বেশি মাত্রায় বিক্রি হচ্ছে।

সর্বপরি বলা যেতেই পারে যতদিন যাচ্ছে ,শপিং মল গুলোতে ক্রেতাসমাগম আরও বেশি মাত্রায় বাড়ছে । শপিংমলে জমে উঠেছে ঈদের কেনা-কাটা ।

জনপ্রিয় সংবাদ

২০২৯-এ ফিরছে অ্যানিমেটেড হিট ‘কে-পপ ডেমন হান্টার্স’

ঈদে চাহিদা বাড়ছে বিদেশী ব্রান্ডের পোষাক থেকে সেন্ডেলিয়ারেরও 

০৮:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

শিবলী আহম্মেদ সুজন

যতদিন যাচ্ছে ঈদ যেন আরো সামনে ঘনিয়ে আসছে । ঈদ-উল-ফিতর উপলক্ষে জমে উঠেছে রাজধানীর শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকানগুলোর কেনা-কাটা।

শপিং মলের দোকানগুলোতে শুরুর দিকে ক্রেতাসমাগম কম দেখা গেলেও আজ দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর গুলশানে জব্বার টাওয়ারের শপিং মলে গিয়ে দেখা গেছে আগের তুলনায় ক্রেতাসমাগম অনেকটা বেড়েছে।

ঈদ-উল-ফিতর উপলক্ষে কেউ এসেছেন  শপিং মলে তাদের প্রিয় মানুষের জন্য কেনা-কাটা করতে।আবার কেউ এসেছেন নিজের জন্য শার্ট,প্যান্ট,পাঞ্জাবী ,বেল্ট ,সানগ্লাস,জুতা ইত্যাদি কিনতে ।

রাজধানীর জব্বার টাওয়ারে মডেল ডিজাইন এন্ড কালেকশনে গিয়ে ক্রেতাসমাগম দেখা গেল।এখানে মূলত বিদেশী ব্রান্ডের স্যুট, অল সিজন ব্লেজার, শার্ট, টি ও পোলো শার্ট, জুতো, ঘড়ি, ব্লেট, শকস, বাটন সহ আরো ফ্যাশানেবল পোষাক ও আনুসাঙ্গিক পাওয়া যায়। রাজধানীর অনেক রুচিশীর ক্রেতা সেখানে নিয়মিত যান। তার মালিক মি. সাত্তার একজন সদালাপীও বিনয়ী মানুষ।সেখানে ঈদ-উল-ফিতর উপলক্ষে কেনা-কাটা করতে আসা তানিয়া নামের একজনার সাথে কথা বলে জানা গেল তিনি তার স্বামীর জন্য টি-শার্ট ও প্যান্ট কিনতে এসেছেন।

মডেল ডিজাইন এন্ড কালেকশনের স্টাফ মোঃ সোহেল।

মডেল ডিজাইন এন্ড কালেকশনের দোকানের স্টাফ মোঃ সোহেলের সাথে আলাপচারিতায় জানা গেল ঈদের কাপড় বেচা-কেনা শুরুর চাইতে এখন খুব ভালো হচ্ছে ,যতদিন যাচ্ছে ততো ক্রেতা সমাগম বাড়তে শুরু করেছে।

মুড প্রাইজ ল্যাবের কর্ণধার মোঃএমদাদ হোসেন।

মুড প্রাইজ ল্যাব দোকানের কর্ণধার মোঃএমদাদ হোসেন বলেন, ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে আগের কাপড়ের পাশাপাশি কিছু নতুন কালেকশন ও দোকানে তুলেছেন। ব্লেজার স্যুট, প্যান্ট ,শার্ট ,ঘড়ি ইত্যাদি ।

 

ঘর সাজাতে লাইটিংয়ের জুড়ি নেই। শুধু ব্যবহার করার জন্যই নয়; বরং এটি হয়ে উঠে  ঘর সাজানোর অন্যতম সঙ্গী। যে কারণে ঘরে লাইটের ব্যবহারে সকলে নান্দনিকতা চায়। শপিং মলের অমনি লাইটস এ গিয়ে ঠিক এমনটাই মনে হলো। লাইট গুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখা ।

অমনি লাইটসের কর্ণধার মোঃমুসলিম ।

অমনি লাইটস এর কর্ণধার মোঃ মুসলিমের সাথে কথা বলে জানা গেলে, আমাদের এখানে উচ্চবিত্ত থেকে শুরু করে সকল ধরনের ক্রেতারাই এসে থাকে।

 

ঈল-উল-ফিতর উপলক্ষে নিজেদের বসতবাড়ি ,ঘর, অফিসকে আরও সুন্দর ও নান্দনিক করে সাজানোর জন্য আসছেন আর বিভিন্ন রকমের লাইট কিনে নিয়ে যাচ্ছেন। আমাদের এখানে ঝাড় বাতি গুলো বেশি মাত্রায় বিক্রি হচ্ছে।

সর্বপরি বলা যেতেই পারে যতদিন যাচ্ছে ,শপিং মল গুলোতে ক্রেতাসমাগম আরও বেশি মাত্রায় বাড়ছে । শপিংমলে জমে উঠেছে ঈদের কেনা-কাটা ।