০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
কিনলিং পর্বতমালার নিষিদ্ধ আওতাই ট্রেইল অনুসন্ধান সবচেয়ে বিপজ্জনক পর্বতারোহণ প্রতিকূলতা পেরিয়ে ঐতিহাসিক সাফল্য চীনের অর্থনীতি, জিডিপি ছুঁল ১৪০ ট্রিলিয়ন ইউয়ান বাড়ির আঙিনায় সবার জন্য সবজি বাগান, দুবাইয়ে এক আমিরাতির নীরব মানবিক বিপ্লব শীতের গভীরে বেইজিংয়ে বছরের প্রথম তুষারপাত, সাদা চাদরে ঢাকল নগরীর ঐতিহাসিক উদ্যান চীনা সংস্কৃতির উত্থান: বৈশ্বিক ধারণার উপর নরম শক্তির প্রভাব চীনে তীব্র শৈত্যপ্রবাহে তাপমাত্রা ধস, বরফ ঝড়ে বন্ধ স্কুল, জারি জরুরি ব্যবস্থা দুই পুরুষ পান্ডার মিলন গুজব ছড়িয়ে গ্রেপ্তার দুই ব্যক্তি, চেংদুতে ভুয়া খবরের পর্দাফাঁস শ্রীলঙ্কার দাবি: বিশ্বের সবচেয়ে বড় বেগুনি তারকা নীলা উন্মোচন উত্তর চীনের বিরল ধাতু ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯ শেয়ারবাজারে গতি ফিরল, ডিএসইতে লেনদেন ৬৬৯ কোটি টাকা ছুঁয়েছে

বাহারি পোশাকে ঈদুল আজহা

ক’দিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদ মানেই নতুন নতুন পোশাক। এবারের ঈদুল আজহায় কেমন পোশাক আপনাকে ফ্যাশনেবল এবং আরামদায়ক রাখবে। তা নিয়ে ফ্যাশন হাউজগুলোর পরিকল্পনা জানা যাক।

রঙ বাংলাদেশ: এবারের ঈদুল আজহাতে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঈদ উপযোগী বাহারি ডিজাইনের পোশাক। রঙ বাংলাদেশ এর পণ্যে অন্যতম আকর্ষণ থাকে বিভিন্ন থিম ভিত্তিক পোশাকের, এবারেও ব্যতিক্রম নেই। এই ঈদে এই পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার হয়েছে কদম ফুল নকশা অনুসারে। যা ঈদ উল আজহার পোশাককে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম, ও স্টাইলে।

মেয়েদের পোশাক : শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি।

ছেলেদের পোশাক : পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ইত্যাদি।

ছোটদের পোশাক : থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

আছে টিনএজারদের উপযোগী টপস্। এছাড়া আরো রয়েছে জুয়েলারী, নানা ডিজাইনের ব্যাগ, পার্স, শো-পিস ও উপহার সামগ্রী।


বার্ডস আই: ঈদুল আজহাকে কেন্দ্র করে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের আউটলেটে নিয়ে এসেছে  নান্দনিক সব ডিজাইনের পোশাক। এবারের বিশেষ আয়োজনে রয়েছে টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি।

সাতকাহন : ‘সাতকাহন’ মানেই ঐতিহ্যের ছোঁয়ায় উৎসবের ঈদ। ‘সাতকাহন’র এবারের সংগ্রহের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার, কামিজ ও কুর্তিগুলো পাওয়া যাচ্ছে ‘সাতকাহন’র তিনটা আউটলেট ও অনলাইনে।

সুহৃদ : এই ঈদে সুহৃদ নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম্পেরর’র পাঞ্জাবি এবং নন্তি ব্র্যান্ড ব্যাং’র সমগ্র শার্ট, পলো শার্ট, টি শার্ট উত্তরবঙ্গে পাইকারি, খুচরা এবং অনলাইনে বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুহৃদ।

জনপ্রিয় সংবাদ

কিনলিং পর্বতমালার নিষিদ্ধ আওতাই ট্রেইল অনুসন্ধান সবচেয়ে বিপজ্জনক পর্বতারোহণ

বাহারি পোশাকে ঈদুল আজহা

০৮:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ক’দিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদ মানেই নতুন নতুন পোশাক। এবারের ঈদুল আজহায় কেমন পোশাক আপনাকে ফ্যাশনেবল এবং আরামদায়ক রাখবে। তা নিয়ে ফ্যাশন হাউজগুলোর পরিকল্পনা জানা যাক।

রঙ বাংলাদেশ: এবারের ঈদুল আজহাতে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঈদ উপযোগী বাহারি ডিজাইনের পোশাক। রঙ বাংলাদেশ এর পণ্যে অন্যতম আকর্ষণ থাকে বিভিন্ন থিম ভিত্তিক পোশাকের, এবারেও ব্যতিক্রম নেই। এই ঈদে এই পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার হয়েছে কদম ফুল নকশা অনুসারে। যা ঈদ উল আজহার পোশাককে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম, ও স্টাইলে।

মেয়েদের পোশাক : শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি।

ছেলেদের পোশাক : পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ইত্যাদি।

ছোটদের পোশাক : থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

আছে টিনএজারদের উপযোগী টপস্। এছাড়া আরো রয়েছে জুয়েলারী, নানা ডিজাইনের ব্যাগ, পার্স, শো-পিস ও উপহার সামগ্রী।


বার্ডস আই: ঈদুল আজহাকে কেন্দ্র করে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের আউটলেটে নিয়ে এসেছে  নান্দনিক সব ডিজাইনের পোশাক। এবারের বিশেষ আয়োজনে রয়েছে টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি।

সাতকাহন : ‘সাতকাহন’ মানেই ঐতিহ্যের ছোঁয়ায় উৎসবের ঈদ। ‘সাতকাহন’র এবারের সংগ্রহের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার, কামিজ ও কুর্তিগুলো পাওয়া যাচ্ছে ‘সাতকাহন’র তিনটা আউটলেট ও অনলাইনে।

সুহৃদ : এই ঈদে সুহৃদ নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম্পেরর’র পাঞ্জাবি এবং নন্তি ব্র্যান্ড ব্যাং’র সমগ্র শার্ট, পলো শার্ট, টি শার্ট উত্তরবঙ্গে পাইকারি, খুচরা এবং অনলাইনে বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুহৃদ।