০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার সাত দশক পর ব্রিটিশ মিউজিক্যালে নতুন জীবন পেল প্রিয় ভালুক সম্পর্কের উষ্ণতা ধরে রাখা উচিৎ, পারিবারিক সীমারেখা রক্ষা করে উৎসব উদযাপনের জ্ঞান শৈশবের গভীর ক্ষত থেকে লেখা এক রন্ধনশিল্পীর আত্মস্বীকারোক্তি মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪) ক্ষমতার নৃত্য: ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে দানের আড়ালে ব্যবসায়িক স্বার্থের খেলা জোহরান মামদানির সিরিয়ান স্ত্রী রামা দুয়াজি সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন? পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত: সপ্তাহ শেষে ডিএসই ও সিএসই লাল সূচকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু সংবিধান উপেক্ষা করে গণভোটের তাড়াহুড়ো জনমনে সন্দেহ জাগাচ্ছে: আমীর খসরু

বাহারি পোশাকে ঈদুল আজহা

ক’দিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদ মানেই নতুন নতুন পোশাক। এবারের ঈদুল আজহায় কেমন পোশাক আপনাকে ফ্যাশনেবল এবং আরামদায়ক রাখবে। তা নিয়ে ফ্যাশন হাউজগুলোর পরিকল্পনা জানা যাক।

রঙ বাংলাদেশ: এবারের ঈদুল আজহাতে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঈদ উপযোগী বাহারি ডিজাইনের পোশাক। রঙ বাংলাদেশ এর পণ্যে অন্যতম আকর্ষণ থাকে বিভিন্ন থিম ভিত্তিক পোশাকের, এবারেও ব্যতিক্রম নেই। এই ঈদে এই পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার হয়েছে কদম ফুল নকশা অনুসারে। যা ঈদ উল আজহার পোশাককে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম, ও স্টাইলে।

মেয়েদের পোশাক : শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি।

ছেলেদের পোশাক : পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ইত্যাদি।

ছোটদের পোশাক : থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

আছে টিনএজারদের উপযোগী টপস্। এছাড়া আরো রয়েছে জুয়েলারী, নানা ডিজাইনের ব্যাগ, পার্স, শো-পিস ও উপহার সামগ্রী।


বার্ডস আই: ঈদুল আজহাকে কেন্দ্র করে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের আউটলেটে নিয়ে এসেছে  নান্দনিক সব ডিজাইনের পোশাক। এবারের বিশেষ আয়োজনে রয়েছে টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি।

সাতকাহন : ‘সাতকাহন’ মানেই ঐতিহ্যের ছোঁয়ায় উৎসবের ঈদ। ‘সাতকাহন’র এবারের সংগ্রহের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার, কামিজ ও কুর্তিগুলো পাওয়া যাচ্ছে ‘সাতকাহন’র তিনটা আউটলেট ও অনলাইনে।

সুহৃদ : এই ঈদে সুহৃদ নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম্পেরর’র পাঞ্জাবি এবং নন্তি ব্র্যান্ড ব্যাং’র সমগ্র শার্ট, পলো শার্ট, টি শার্ট উত্তরবঙ্গে পাইকারি, খুচরা এবং অনলাইনে বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুহৃদ।

জনপ্রিয় সংবাদ

অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার

বাহারি পোশাকে ঈদুল আজহা

০৮:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ক’দিন পরই মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। আর ঈদ মানেই নতুন নতুন পোশাক। এবারের ঈদুল আজহায় কেমন পোশাক আপনাকে ফ্যাশনেবল এবং আরামদায়ক রাখবে। তা নিয়ে ফ্যাশন হাউজগুলোর পরিকল্পনা জানা যাক।

রঙ বাংলাদেশ: এবারের ঈদুল আজহাতে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে ঈদ উপযোগী বাহারি ডিজাইনের পোশাক। রঙ বাংলাদেশ এর পণ্যে অন্যতম আকর্ষণ থাকে বিভিন্ন থিম ভিত্তিক পোশাকের, এবারেও ব্যতিক্রম নেই। এই ঈদে এই পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার হয়েছে কদম ফুল নকশা অনুসারে। যা ঈদ উল আজহার পোশাককে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম, ও স্টাইলে।

মেয়েদের পোশাক : শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, টিউনিক, টপস, ওড়না, রেডি ব্লাউজ, ব্লাউজপিস, আনস্টিচড থ্রি-পিস ইত্যাদি।

ছেলেদের পোশাক : পাঞ্জাবি, পায়জামা, কাতুয়া, কাবলি সেট, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ইত্যাদি।

ছোটদের পোশাক : থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।

আছে টিনএজারদের উপযোগী টপস্। এছাড়া আরো রয়েছে জুয়েলারী, নানা ডিজাইনের ব্যাগ, পার্স, শো-পিস ও উপহার সামগ্রী।


বার্ডস আই: ঈদুল আজহাকে কেন্দ্র করে ফ্যাশন হাউজ বার্ডস আই তাদের আউটলেটে নিয়ে এসেছে  নান্দনিক সব ডিজাইনের পোশাক। এবারের বিশেষ আয়োজনে রয়েছে টি শার্ট, পলো টি শার্ট, শার্ট, পাঞ্জাবি ইত্যাদি।

সাতকাহন : ‘সাতকাহন’ মানেই ঐতিহ্যের ছোঁয়ায় উৎসবের ঈদ। ‘সাতকাহন’র এবারের সংগ্রহের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার, কামিজ ও কুর্তিগুলো পাওয়া যাচ্ছে ‘সাতকাহন’র তিনটা আউটলেট ও অনলাইনে।

সুহৃদ : এই ঈদে সুহৃদ নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম্পেরর’র পাঞ্জাবি এবং নন্তি ব্র্যান্ড ব্যাং’র সমগ্র শার্ট, পলো শার্ট, টি শার্ট উত্তরবঙ্গে পাইকারি, খুচরা এবং অনলাইনে বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সুহৃদ।