কৃষিভিত্তিক অর্থনীতি এবং জীবিকা
মায়া, ইনকা এবং আজতেক সমাজ দাঁড়িয়েছিল কৃষিভিত্তিক অর্থনীতির উপর। প্রাক্ খ্রিষ্টীয় যুগ থেকে দ্বাদশ হয়ে পঞ্চদশ, ষোড়শ শতক তথা আজতেক সভ্যতার অন্তিম লগ্ন পর্যন্ত পুঁজিশিল্পর সূচনা তেমনভাবে ঘটেনি।
এই তিন জনসমাজের ব্যাপক সাধারণ মানুষ-এর পেশা বা রুটিরুজির জোগান হল চাষের কাজ এবং অন্যান্য বনজ সম্পদ এবং শিকারকে কেন্দ্র করে। এছাড়া সামন্ততান্ত্রিক সমাজের সাধারণ কিছু কাজ ছিল।
ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য ছোট ছোট ভোগ্যপণ্য উৎপাদনকে কেন্দ্র করে কিছু লোকের জীবিকা সংগ্রহ সম্ভব হত। এই দিক থেকে বলা যায় লাতিন আমেরিকার এই তিন সভ্যতার পেশা-কাঠামোর মূল ভিত ছিল কৃষি অর্থনীতি।
কেবলমাত্র আজতেক সভ্যতার শেষ পর্বে তুলনামূলকভাবে শহরাঞ্চলে কিছুটা শিল্প গড়ে ওঠা শুরু হয়েছিল।
(চলবে)
ড. সুবীর বন্দ্যোপাধ্যায় 



















