সারাক্ষণ ডেস্ক
বলিউডের তিন সময়ের জনপ্রিয় নায়িকা টাবু,কারিনা কাপুর ও কৃতি স্যানন অভিনীত ক্রু মুভিটি পুরো বিশ্বে অষ্টম দিনে ৯০ কোটি রুপির বেশি আয় করেছে।

রাজেশ এ কৃষ্ণান পরিচালিত, ’ক্রু’ কমেডি এই মুভিটি পুরো বিশ্বে ভালো ব্যবসা করছে।

ক্রু মুভিটির নির্মাতা একতা কাপুর তার ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। যেখানে টাবু,কারিনা ও কৃতি অভিনীত ক্রু মুভিটি পুরো বিশ্বে ৯০ কোটি রুপিরও বেশি আয় করে,এখন ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে চলেছে ।

কারিনা কাপুর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মুভির গল্পগুলির মাধ্যমে একটি মজার এএমএ সেশনও করেছিল।
অভিনেত্রীকে তার একজন ভক্ত জিজ্ঞেস করেন ,ছোটবেলায় তার প্রিয় কার্টুন কি ছিল,তখন তিনি টম এন্ড জেরির একটি ছবি শেয়ার করেছিলেন।

ক্রু মুভিটিতে আরও অভিনয় করেছেন দিলজিৎ, কপিল শর্মা, শাশ্বতা চ্যাটার্জি, রাজেশ শর্মা এবং কুলভূষণ খারবান্দা।
Sarakhon Report 



















