বন্ধুত্ব মানে চুপচাপ পাশে বসে থাকার মতো এক সম্পর্ক—যেখানে না বললেও সব বলা হয়ে যায়। বন্ধুত্ব মানে এমন এক বোঝাপড়া, যেখানে ব্যস্ত সময়ের মাঝেও একটি ছোট্ট বার্তা—“কেমন আছিস?”—অথচ তার ওজন পুরো পৃথিবীর সমান। বন্ধুত্ব মানে ঝগড়ার মাঝেও ভালোবাসা, দূরত্বের মাঝেও আন্তরিকতা, আর হাজার ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে নেওয়া।
বন্ধুত্বের এই মজবুত বন্ধনকে আরো দৃঢ় করতেই রঙ বাংলাদেশ এর বন্ধু দিবস আয়োজন।
বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছুই জমেনা এখন! লিখার আলোকে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে এবারের বন্ধু দিবসের নতুন আয়োজন। সব বয়সী সকলের জন্যে বন্ধুত্বের থিমে করা ডিজিটাল প্রিন্টের এই স্পেশাল টি-শার্ট উপহার দিয়ে বন্ধুত্বকে করে নিন আরো গাঢ় ও মজবুত!
এই বিশ্ব বন্ধুত্ব দিবসে রঙ বাংলাদেশ জানাতে চায় কৃতজ্ঞতা সেইসব বন্ধুকে, যারা রঙহীন দিনগুলোতেও রঙের ছোঁয়া দিতে জানে। যাদের জন্য মন খারাপের দিনেও ভালো লাগার মতো কিছু থাকে। আমরা বিশ্বাস করি—একটি ভালো পণ্য যেমন দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মতোই জীবনকে সহজ করে, ঠিক তেমনি একটি ভালো সম্পর্কও জীবনের সবচেয়ে বড় শক্তি।
বন্ধুত্ব মানে সব কিছুর পরেও ভালোবাসা বেঁচে থাকা। বন্ধুত্ব মানে এমন এক বন্ধন, যেখানে প্রতিশ্রুতি না থাকলেও পাশে থাকার প্রতিশ্রুতি থাকে। বন্ধুত্ব মানে—রঙ বাংলাদেশ!
বিশ্বাসের মতো, অনুভবের মতো, আপন একজনের মতো পাশে থাকা। আর তাই বন্ধুদিবসে বন্ধুর সাথে আদান প্রদান হোক রঙ বাংলাদেশ এর বিশেষ উপহার সামগ্রীও!
বন্ধু দিবসের আয়োজন রয়েছে রঙ বাংলাদেশ এর ১৯টি আউটলেটেই।
এছাড়াও ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট www.rang-bd.com এবং ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh. সারাদেশের যেকোন প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা।