হালের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী বেলী আফরোজ। বছরজুড়েই ব্যস্ত থাকেন স্টেজ শো’তে। এরমধ্যেও মৌলিক গান প্রকাশও করেছেন শ্রোতাপ্রিয় এই সঙ্গীতশিল্পী। এদিকে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানুর সঙ্গে গান গাইবারও সুযোগ হয়েছে তার। ২০২৩ সালেই ‘বেলী আফরোজ’ ইউটিউব চ্য্যানেলে কুমার শানুর সঙ্গে ‘কখনো আবার একসাথে’ গানটি প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুর পল্লব গৌতমের।
সম্প্রতি বেলী আফরোজের কন্ঠে ‘আমায় ঠকাইলে’ শিরোনামের নতুন মৌলিক গান প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন এধার রাব্বি, ইফতেখারুল এহতেশাম লেলিন। গানটি ‘বেলী আফরোজ’ অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক চ্যানেল এবং একাধিক মিউজিক প্লাটফর্মে শোনা যাচ্ছে। গানটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছেন তিনি।

ধন্যবাদ জানিয়ে বেলী আফরোজ তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ২০০,০০০ ভিউয়ের জন্য ধন্যবাদ। যারা এখনো “আমায় ঠকাইলে” শিরোনামের গানটি শুনেন নি তারা এখনি ভিজিট করুন আমার YouTube Channel Belly Afroz এ, আর এই চমৎকার গানটি পাওয়া যাচ্ছে Apple Music, Spotify , Deezer , YouTube , Facebook , TikTok , Instagram সহ আপনার পছন্দের সবকটি মিউজিক প্লাটফর্মে।

উল্লেখ্য, বেলী আফরোজের গানগুলো হচ্ছে ‘বেদেও মেয়ে জোছনা রিটার্নস’,‘ তুমি আমার ভালোবাসা’,‘ ভালো থাকুক মন’,‘ বাবুজি’, ‘কালার বাঁশি’,‘ হায়রে হায়রে’ ইত্যাদি।