০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
$37,000 পোস্টনেটাল স্যুট: কোরিয়ান সেলিব্রেটিদের মধ্যে জনপ্রিয়তা সহ এলসি সি-ইয়ংয়ের জন্য বিশেষত্ব ব্রিটেনে সাবস্ক্রিপশন মূল্য বাড়াল নেটফ্লিক্স মার্টিন পিউরিয়ারের ভাস্কর্যে দেহ, উপাদান ও ইতিহাসের অন্তরঙ্গ সংলাপ আলমগীর: বাংলা সিনেমার একজন অমূল্য রত্ন গ্রিনল্যান্ডের বিরল পৃথিবী উপকরণের খনির লড়াই লাইভ শোতে রিয়েলটাইম ভোটিং আনছে নেটফ্লিক্স, বেশি অংশগ্রহণে ভরসা ভারতীয়ের নামে ভারত: তার অস্বাভাবিক নামের পেছনের গল্প রিওতে ঘোষণা হলো আর্থশট পুরস্কার ২০২৫–এর বিজয়ীদের নাম মার্কিন সুপ্রীম কোর্টের প্রশ্ন: নতুন শুল্কের বৈধতা আউটকাস্ট–সিন্ডি–নো ডাউট এক মঞ্চে, ব্রায়ান উইলসনের জন্য এলটন জন — রক অ্যান্ড রোল হল অব ফেম ২০২৫

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৬৯)

সব আঁকা বেশ কিছু ছবির প্রতিলিপি পাওয়া যাবে বিভিন্ন গ্রন্থে। যেমন, শ্রী পান্থের কেয়াবৎ মেয়ে (১৯৮৮)। এই বইয়ে পাঁচটি ছবির মধ্যে একটি ঢাকার।

আর্চারের ভাষায় এ ধরনের ড্রইং ছিল, “an overriding aesthetic end. It provided retransference to India of an attitude to art and to nature which had developed in England.”

প্রথমে শিল্পীদের সংক্ষিপ্ত পরিচয় দেয়া যাক। অষ্টাদশ ও উনিশ শতকে ভারতবর্ষে যেসব পেশাদার ইংরেজ বা ইউরোপীয়। শিল্পী এসেছিলেন তাদের মধ্যে ফ্রান্সিসকো রেনান্ডি অন্যতম। তার সমসাময়িক চিনারি, জোফফানি বা ড্যানিয়েল সম্পর্কে বিস্তারিত জানা গেলেও রেনান্ডি সম্পর্কে যেটুকু জানা যায় তা হলো, ১৭৭৬ সালে তিনি ভর্তি হন লন্ডনের বিখ্যাত রয়েল অ্যাকাডেমিতে শিল্পবিদ্যা শিখতে।

বুড়িগঙ্গার তীরে ঢাকা, ১৩ যে ১৮১৭, পেনসিল ড্রইং, জর্জ চিনারি। সৌজন্যে। ক্রিস্টিস, যুক্তরাজ্য

লন্ডনে খুব সম্ভব কিছু করতে না পেরে চলে যান ইতালিতে ১৭৮১ সালে। দু’বছর পর ফের ফিরে আসেন লন্ডনে। আমরা দেখেছি লন্ডনে সেই সময় অনেক শিল্পী সুবিধা করতে না পেরে ভারতবর্ষে চলে আসেন, যেমন- জোফফানি বা চিনারি। রেনাল্ডিও চলে আসেন ভারতে ১৭৮৬ সালে। ভারতবর্ষে তিনি খানিকটা সুবিধা করতে পেরেছিলেন।

এখানে তিনি ধনাঢ্যদের অনুরোধে তাদের রক্ষিতাদের বা সপরিবারের ছবি এঁকেছেন। এসব আঁকা বেশ কিছু ছবির প্রতিলিপি পাওয়া যাবে বিভিন্ন গ্রন্থে। যেমন, শ্রী পান্থের কেয়াবৎ মেয়ে (১৯৮৮)। এই বইয়ে পাঁচটি ছবির মধ্যে একটি ঢাকার।

ঢাকার আঁকা ছবিটির তারিখ ১৭৮৯। এক বাঈজির ছবি। খুব সম্ভব কোনো ইংরেজ কর্মচারী বা ব্যবসায়ীর রক্ষিতা অথবা স্বাধীন। ছবিটি আছে, ইয়েল সেন্টার ফর ব্রিটিশ আর্টে (পল মেলন সংগ্রহ।। এতে অনুমান করছি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতিকৃতিটি আঁকার জন্য। ঢাকায় খুব বেশিদিন থাকেননি। কারণ, এই একটি ছাড়া, ঢাকায় আঁকা রেনাল্ডির আর কোনো ছবি পাওয়া যায়নি।

(চলবে)

জনপ্রিয় সংবাদ

$37,000 পোস্টনেটাল স্যুট: কোরিয়ান সেলিব্রেটিদের মধ্যে জনপ্রিয়তা সহ এলসি সি-ইয়ংয়ের জন্য বিশেষত্ব

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি-৬৯)

০৭:০০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

সব আঁকা বেশ কিছু ছবির প্রতিলিপি পাওয়া যাবে বিভিন্ন গ্রন্থে। যেমন, শ্রী পান্থের কেয়াবৎ মেয়ে (১৯৮৮)। এই বইয়ে পাঁচটি ছবির মধ্যে একটি ঢাকার।

আর্চারের ভাষায় এ ধরনের ড্রইং ছিল, “an overriding aesthetic end. It provided retransference to India of an attitude to art and to nature which had developed in England.”

প্রথমে শিল্পীদের সংক্ষিপ্ত পরিচয় দেয়া যাক। অষ্টাদশ ও উনিশ শতকে ভারতবর্ষে যেসব পেশাদার ইংরেজ বা ইউরোপীয়। শিল্পী এসেছিলেন তাদের মধ্যে ফ্রান্সিসকো রেনান্ডি অন্যতম। তার সমসাময়িক চিনারি, জোফফানি বা ড্যানিয়েল সম্পর্কে বিস্তারিত জানা গেলেও রেনান্ডি সম্পর্কে যেটুকু জানা যায় তা হলো, ১৭৭৬ সালে তিনি ভর্তি হন লন্ডনের বিখ্যাত রয়েল অ্যাকাডেমিতে শিল্পবিদ্যা শিখতে।

বুড়িগঙ্গার তীরে ঢাকা, ১৩ যে ১৮১৭, পেনসিল ড্রইং, জর্জ চিনারি। সৌজন্যে। ক্রিস্টিস, যুক্তরাজ্য

লন্ডনে খুব সম্ভব কিছু করতে না পেরে চলে যান ইতালিতে ১৭৮১ সালে। দু’বছর পর ফের ফিরে আসেন লন্ডনে। আমরা দেখেছি লন্ডনে সেই সময় অনেক শিল্পী সুবিধা করতে না পেরে ভারতবর্ষে চলে আসেন, যেমন- জোফফানি বা চিনারি। রেনাল্ডিও চলে আসেন ভারতে ১৭৮৬ সালে। ভারতবর্ষে তিনি খানিকটা সুবিধা করতে পেরেছিলেন।

এখানে তিনি ধনাঢ্যদের অনুরোধে তাদের রক্ষিতাদের বা সপরিবারের ছবি এঁকেছেন। এসব আঁকা বেশ কিছু ছবির প্রতিলিপি পাওয়া যাবে বিভিন্ন গ্রন্থে। যেমন, শ্রী পান্থের কেয়াবৎ মেয়ে (১৯৮৮)। এই বইয়ে পাঁচটি ছবির মধ্যে একটি ঢাকার।

ঢাকার আঁকা ছবিটির তারিখ ১৭৮৯। এক বাঈজির ছবি। খুব সম্ভব কোনো ইংরেজ কর্মচারী বা ব্যবসায়ীর রক্ষিতা অথবা স্বাধীন। ছবিটি আছে, ইয়েল সেন্টার ফর ব্রিটিশ আর্টে (পল মেলন সংগ্রহ।। এতে অনুমান করছি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতিকৃতিটি আঁকার জন্য। ঢাকায় খুব বেশিদিন থাকেননি। কারণ, এই একটি ছাড়া, ঢাকায় আঁকা রেনাল্ডির আর কোনো ছবি পাওয়া যায়নি।

(চলবে)