০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
জাহানারা আলমের অভিযোগে তদন্ত কমিটি গঠন করবে বিসিবি সংবিধান সংশোধন অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে হতে হবে: ড. কামাল টাইফুন কালমায়েগির ধ্বংসের মাঝেই ব্রাজিলে শুরু হলো কপ৩০ পূর্ব সাগরে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, প্রতিবেশীদের উদ্বেগ লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত আন সি-ইয়ং-এর অসামান্য ব্যাডমিন্টন রেকর্ড, ঐতিহাসিক সিজনে ৯৫% জয় হারানোর লক্ষ্য চট্টগ্রামে দুই পক্ষের গোলাগুলিতে আহত প্রতিবন্ধী অটোরিকশাচালক পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার সুযোগ নেই: বাংলাদেশ ব্যাংক গলাচিপায় বিএনপি-গণঅধিকার সংঘর্ষে আহত ১৫ জন

লাইভ শোতে রিয়েলটাইম ভোটিং আনছে নেটফ্লিক্স, বেশি অংশগ্রহণে ভরসা

দর্শকের হাতে ফল নির্ধারণ

নেটফ্লিক্স শুক্রবার প্রযুক্তিভিত্তিক এক ঘোষণায় জানাল, তারা সীমিত সংখ্যক লাইভ বিশেষ অনুষ্ঠান ও সংগীতভিত্তিক প্রতিযোগিতায় এমন ফিচার যোগ করছে, যেখানে দর্শকরা সরাসরি ভোট দিয়ে ফল নির্ধারণ করতে পারবেন। টেকক্রাঞ্চকে দেওয়া তথ্য অনুযায়ী, দর্শক চাইলে কোন গান শোনা যাবে, কোন প্রতিযোগী পর্ব পেরোবে কিংবা শেষে অতিরিক্ত গান হবে কি না — এসব তাৎক্ষণিকভাবে বেছে নিতে পারবেন; ফল কয়েক সেকেন্ডের মধ্যেই পর্দায় দেখা যাবে। প্ল্যাটফর্মটি গত কয়েক বছরে বক্সিং ম্যাচ, স্ট্যান্ডআপ কিংবা পুরস্কার-সংশ্লিষ্ট অনুষ্ঠান লাইভ করেছে, কিন্তু দর্শকের ভোটে কনটেন্ট বদলানোর সুযোগ এই প্রথম। মোবাইল ডিভাইসের জন্যই ফিচারটি প্রথমে দেওয়া হচ্ছে এবং উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কয়েকটি অঞ্চলে ১০ সেকেন্ডের কম লেটেন্সিতে ভোট গণনা করা যাবে।

কেপপ ও গ্লোবাল ফ্যানবেসের নতুন কৌশল

এশিয়া ও লাতিন মিউজিক ইন্ডাস্ট্রিতে যেহেতু ভক্তদের ভোট অতিরিক্ত ট্রাফিক আনে, তাই এই ফিচারকে তারা সম্ভাবনাময় বলেই দেখছেন। কোনো কেপপ স্পেশালে ভক্তরা শেষ পারফরম্যান্স কোন ইউনিট করবে সেটা বেছে নিতে পারবে, বা কোন শহরের জন্য বোনাস লাইভস্ট্রিম খুলবে তা নির্ধারিত হতে পারে বিশ্বজুড়ে পাওয়া ভোটে। বিনোদন আইনজীবীরা বলছেন, এতে করে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য “এক্সক্লুসিভ ভোটিং উইন্ডো” বা ব্র্যান্ড–স্পনসর্ড “পাওয়ার ভোট” চালু করারও সুযোগ তৈরি হচ্ছে। ২৯ নভেম্বর একটি ছুটির সংগীত স্পেশালে পরীক্ষা চালিয়ে নেটফ্লিক্স দেখবে, দর্শক কতটা সম্পূর্ণ শো দেখছে, দ্বিতীয় স্ক্রিন কতজন ব্যবহার করছে এবং ভোটের পরপরই মার্চেন্ডাইজে ক্লিক বাড়ছে কি না। ফল ভালো হলে ২০২৬ সালে আরও বেশি কনসার্ট ও রিয়েলিটি শোতে এই মডেল ব্যবহার করা হবে, যা শিল্পীদের ট্যুর না করেও বিশ্ববাজার ধরার সুযোগ দিবে।

জনপ্রিয় সংবাদ

জাহানারা আলমের অভিযোগে তদন্ত কমিটি গঠন করবে বিসিবি

লাইভ শোতে রিয়েলটাইম ভোটিং আনছে নেটফ্লিক্স, বেশি অংশগ্রহণে ভরসা

০৫:৪৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

দর্শকের হাতে ফল নির্ধারণ

নেটফ্লিক্স শুক্রবার প্রযুক্তিভিত্তিক এক ঘোষণায় জানাল, তারা সীমিত সংখ্যক লাইভ বিশেষ অনুষ্ঠান ও সংগীতভিত্তিক প্রতিযোগিতায় এমন ফিচার যোগ করছে, যেখানে দর্শকরা সরাসরি ভোট দিয়ে ফল নির্ধারণ করতে পারবেন। টেকক্রাঞ্চকে দেওয়া তথ্য অনুযায়ী, দর্শক চাইলে কোন গান শোনা যাবে, কোন প্রতিযোগী পর্ব পেরোবে কিংবা শেষে অতিরিক্ত গান হবে কি না — এসব তাৎক্ষণিকভাবে বেছে নিতে পারবেন; ফল কয়েক সেকেন্ডের মধ্যেই পর্দায় দেখা যাবে। প্ল্যাটফর্মটি গত কয়েক বছরে বক্সিং ম্যাচ, স্ট্যান্ডআপ কিংবা পুরস্কার-সংশ্লিষ্ট অনুষ্ঠান লাইভ করেছে, কিন্তু দর্শকের ভোটে কনটেন্ট বদলানোর সুযোগ এই প্রথম। মোবাইল ডিভাইসের জন্যই ফিচারটি প্রথমে দেওয়া হচ্ছে এবং উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার কয়েকটি অঞ্চলে ১০ সেকেন্ডের কম লেটেন্সিতে ভোট গণনা করা যাবে।

কেপপ ও গ্লোবাল ফ্যানবেসের নতুন কৌশল

এশিয়া ও লাতিন মিউজিক ইন্ডাস্ট্রিতে যেহেতু ভক্তদের ভোট অতিরিক্ত ট্রাফিক আনে, তাই এই ফিচারকে তারা সম্ভাবনাময় বলেই দেখছেন। কোনো কেপপ স্পেশালে ভক্তরা শেষ পারফরম্যান্স কোন ইউনিট করবে সেটা বেছে নিতে পারবে, বা কোন শহরের জন্য বোনাস লাইভস্ট্রিম খুলবে তা নির্ধারিত হতে পারে বিশ্বজুড়ে পাওয়া ভোটে। বিনোদন আইনজীবীরা বলছেন, এতে করে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য “এক্সক্লুসিভ ভোটিং উইন্ডো” বা ব্র্যান্ড–স্পনসর্ড “পাওয়ার ভোট” চালু করারও সুযোগ তৈরি হচ্ছে। ২৯ নভেম্বর একটি ছুটির সংগীত স্পেশালে পরীক্ষা চালিয়ে নেটফ্লিক্স দেখবে, দর্শক কতটা সম্পূর্ণ শো দেখছে, দ্বিতীয় স্ক্রিন কতজন ব্যবহার করছে এবং ভোটের পরপরই মার্চেন্ডাইজে ক্লিক বাড়ছে কি না। ফল ভালো হলে ২০২৬ সালে আরও বেশি কনসার্ট ও রিয়েলিটি শোতে এই মডেল ব্যবহার করা হবে, যা শিল্পীদের ট্যুর না করেও বিশ্ববাজার ধরার সুযোগ দিবে।