১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
করপোরেট বাড়িওয়ালা নিষিদ্ধ করলে কি সত্যিই কমবে বাড়ির দাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৬) বিজ্ঞান বাজেট কাটছাঁটে ট্রাম্পের প্রস্তাব, নীরবে রুখে দাঁড়ালেন রিপাবলিকানরা নিষ্ক্রিয়তার অপরাধ: উভালদে ট্র্যাজেডি কি পুলিশের দায় নতুনভাবে নির্ধারণ করবে নিউইয়র্কের ক্ষমতার নতুন ভাষা: জোহরান মামদানির ঝুঁকিপূর্ণ পথ চলা প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৫৩) ইউরোপের উদ্বেগে গ্রিনল্যান্ড, ট্রাম্পের দখল-আতঙ্ক ঠেকাতে মরিয়া কূটনীতি স্পেনের রাজনীতিতে বিচারকের ছায়া: ক্ষমতার লড়াইয়ে আদালত যখন বিতর্কের কেন্দ্রে ঘুম ঠিক রাখার এক অভ্যাসই বদলে দিতে পারে আপনার স্বাস্থ্য ইউরোপের নতুন ক্ষমতার রাজনীতি, লাতিন আমেরিকার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি

ভাষা সংকট আসলে সভ্যতা সংকটেরই প্রতিফলন

  • Sarakhon Report
  • ০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • 299

বাংলাদেশে হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস আছে ঠিকই, তবে এর ধারাবাহিকতা পাওয়া যায় না। বরং যা দেখা যায়, তা কখনো আলোর ঝলকানি, আবার কখনো অন্ধকারের গাঢ় ছায়া।

সভ্যতার ইতিহাসে স্পষ্ট দেখা যায়, কোথাও যদি অন্তত কয়েক শতাব্দী ধারাবাহিকভাবে সভ্যতার ট্রেন নির্বিঘ্নে না চলে, তাহলে সেখানে প্রকৃত আলোর উন্মেষ ঘটে না। বাঙালীর সভ্যতার নিদর্শন যেমন লোকগীতি, লোকসাহিত্য ও মাটির কাজ পর্যালোচনা করলে বোঝা যায় যে এর পরম্পরা খুবই দুর্বল। এর অর্থ, সভ্যতার সেই ট্রেন মাঝে মাঝেই থেমে গেছে।

এর ফলে এখানকার মানুষ শুধু প্রকৃতির উপাদান ধ্বংস করেছে তা-ই নয়, বরং মানবিক উপাদানও বিনষ্ট করেছে। মানবিক উপাদান ধ্বংস হওয়ার ফলেই সমাজে বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহার এবং অশ্লীল ভাষার প্রয়োগ বারবার স্থান করে নিয়েছে। আর এসব রাষ্ট্র, সমাজ ও রাজনীতির চরিত্রেও ঢুকে পড়েছে- যা অন্ধতা ও কলুষতা।

সাম্প্রতিক সময়ে তরুণ ছাত্রদের মুখে যে ভাষা উচ্চারিত হচ্ছে, তা শুধু রাজনৈতিক সংকট নয়, সভ্যতারও সংকট। যে কোনো কারণেই হোক, রাজনীতির নামে সভ্যতাকে যে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে, তা অস্বীকার করলে ভবিষ্যৎ আরও অন্ধকারাচ্ছন্ন হবে।

জনপ্রিয় সংবাদ

করপোরেট বাড়িওয়ালা নিষিদ্ধ করলে কি সত্যিই কমবে বাড়ির দাম

ভাষা সংকট আসলে সভ্যতা সংকটেরই প্রতিফলন

০৭:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

বাংলাদেশে হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতির ইতিহাস আছে ঠিকই, তবে এর ধারাবাহিকতা পাওয়া যায় না। বরং যা দেখা যায়, তা কখনো আলোর ঝলকানি, আবার কখনো অন্ধকারের গাঢ় ছায়া।

সভ্যতার ইতিহাসে স্পষ্ট দেখা যায়, কোথাও যদি অন্তত কয়েক শতাব্দী ধারাবাহিকভাবে সভ্যতার ট্রেন নির্বিঘ্নে না চলে, তাহলে সেখানে প্রকৃত আলোর উন্মেষ ঘটে না। বাঙালীর সভ্যতার নিদর্শন যেমন লোকগীতি, লোকসাহিত্য ও মাটির কাজ পর্যালোচনা করলে বোঝা যায় যে এর পরম্পরা খুবই দুর্বল। এর অর্থ, সভ্যতার সেই ট্রেন মাঝে মাঝেই থেমে গেছে।

এর ফলে এখানকার মানুষ শুধু প্রকৃতির উপাদান ধ্বংস করেছে তা-ই নয়, বরং মানবিক উপাদানও বিনষ্ট করেছে। মানবিক উপাদান ধ্বংস হওয়ার ফলেই সমাজে বলপ্রয়োগ, ক্ষমতার অপব্যবহার এবং অশ্লীল ভাষার প্রয়োগ বারবার স্থান করে নিয়েছে। আর এসব রাষ্ট্র, সমাজ ও রাজনীতির চরিত্রেও ঢুকে পড়েছে- যা অন্ধতা ও কলুষতা।

সাম্প্রতিক সময়ে তরুণ ছাত্রদের মুখে যে ভাষা উচ্চারিত হচ্ছে, তা শুধু রাজনৈতিক সংকট নয়, সভ্যতারও সংকট। যে কোনো কারণেই হোক, রাজনীতির নামে সভ্যতাকে যে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে, তা অস্বীকার করলে ভবিষ্যৎ আরও অন্ধকারাচ্ছন্ন হবে।