হাইকোর্টে জামিন শুনানি স্থগিত
ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি পিছিয়ে গেছে। আদালত অবকাশকালীন ছুটি শেষে আগামী অক্টোবর মাসে নতুন তারিখে শুনানির দিন নির্ধারণ করবে।
সময়ের আবেদন মঞ্জুর
রবিবার (১৭ আগস্ট) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খায়রুল হকের আইনজীবীরা সময় চেয়ে আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।
দুই পক্ষের উপস্থিতি
খায়রুল হকের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এমকে রহমান, মহসীন রশিদ, কামরুল হক সিদ্দিকী, মনসরুল হক চৌধুরী, জেডআই খান পান্না, সৈয়দ মামুন মাহবুব ও মোতাহার হোসেন সাজু। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইবরাহিম খলিল।
আদালতে উত্তেজনা
এর আগে ১১ আগস্ট একই মামলার শুনানিকে কেন্দ্র করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তখন আদালত ১৭ আগস্ট শুনানির দিন ধার্য করেছিলেন।
গ্রেফতার ও মামলার অগ্রগতি
২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেদিন রাতেই তাকে কারাগারে পাঠানো হয়।
পরে ২৯ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেওয়ার অভিযোগে তাকে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হয়।
এছাড়া বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক রায় দেওয়ার অভিযোগে শাহবাগ থানার অপর একটি মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।
মামলার বিবরণ
আদালত সূত্রে জানা যায়, ১৮ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় আহাদের বাবা আলাউদ্দিন ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ মোট ৪৬৭ জনকে আসামি করা হয়।
জামিন আবেদন
এরই ধারাবাহিকতায় সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হক হাইকোর্টে জামিন আবেদন করেন। তবে এ আবেদনের শুনানি এখন অক্টোবরে অনুষ্ঠিত হবে।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে
-
সারাক্ষণ রিপোর্ট - ০১:৫১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- 186
জনপ্রিয় সংবাদ



















