০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
সুন্দরবনের মাডস্কিপার: হারিয়ে যাওয়া ইন্ডিকেটর প্রজাতি ও ডাঙায় ওঠার বিবর্তন-গল্প ইউরোপ প্রযুক্তি দৌড়ে চীন ও যুক্তরাষ্ট্রের পেছনে—নোবেলজয়ী ফিলিপ আগিয়োঁর ঘৃণার মঞ্চ নাকি সমুদ্রের সহমর্মিতা?—দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান ইউ-বোট অভিযানের সত্য-অন্বেষণ “চুক্তির পরের পরীক্ষা: নেতানিয়াহুকে কি ট্রাম্প বোঝাতে পারবেন? ইউএইতে স্বর্ণের দাম দিরহাম ৫০০ ছোঁয়ার দরজায়—ভবিষ্যত বিশ্লেষকরা বলছে দাম আরো বাড়বে্ কীভাবে রাশিয়ার তেল আয় বছরে ৮০ বিলিয়ন ডলার কমানো যায় ডলারের উত্থানের শক্তিশালী যুক্তি আছে মাদাগাস্কার ছাড়লেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা — সেনা বিদ্রোহে যুব আন্দোলনের চাপে ক্ষমতার পালাবদল ঐতিহাসিক নিম্নমুখী মুদ্রাস্ফীতি—ভারতের অর্থনীতিতে নতুন দিগন্ত ট্রাম্পের শান্তি-চুক্তি উদযাপনে উল্লাস, কিন্তু নেতানিয়াহুর সঙ্গে মতভেদে জটিল হচ্ছে পথ

ঢাকার এমন রূপ উপভোগ করার মতো!

  • Sarakhon Report
  • ০৮:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
  • 82

ফয়সাল আহমেদ

বেশিরভাগ নগরবাসী বাইরে যাওয়ায় নগরীর রূপ এখন ভিন্ন। ঈদ আর পহেলা বৈশাখের টানা কয়েকদিনের ছুটিতে নগরবাসী রাজধানী ছেড়ে যাওয়ায় সেই চিরচেনা ব্যস্ত রূপ নেই ঢাকার। ঢাকার এমন রূপ উপভোগ করার মতো!

 

বাড়ি থেকে বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে। সবার মত আমারও ঈদের ছুটি শেষ। সবসময়ের মতোই বাড়ি থেকে বের হয়ে বাজার পর্যন্ত গিয়েছি সিএনজিতে। এরপর বাসে প্রায় ১০০ কিলোমিটার পথ। অন্যান্য দিনের মতো বাসে তেমন ভিড় নেই। রাস্তায় গাড়ি অনেকটাই কম।

রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বিভিন্ন কাঁচাবাজার,শপিং মল প্রায় ফাঁকা। তেমন কোনো মানুষই নেই। আরো দেখলাম মানুষ তার পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। বড় বড় বাসগুলো আজ তেমন দেখাই গেলো না। বিভিন্ন লেগুনা, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি ছোট ছোট গাড়ি মোটামুটি চলছে । বেশিরভাগ গাড়িতেই মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যাচ্ছে।

আমাদের সখিপুর থেকে ঢাকা যাওয়ার পথে কালিয়াকৈর থানা পাড় হয়ে যেতে হয়। সবসময় যেখানে খুব জ্যাম থাকে। আজ আসার সময় দেখি রাস্তা একদম খালি। যানজটের কোনো চাপ নেই। এখানে প্রায় এক ঘন্টা সময় বেঁচেছে আমার। পরে গাজীপুর, উত্তরা এয়ারপোর্ট, বনানী এবং মহাখালী পর্যন্ত কোন যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি।

সুন্দরভাবে মাত্র কয়েক ঘণ্টায় ঢাকায় এসে পৌঁছেছি। ঈদ ছাড়া অন্যান্য সময় বাড়ি থেকে ঢাকা আসতে আমার সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। কিন্তু আজকে আসতে আমার সময় লেগেছে মাত্র ৩ ঘন্টা

খেয়াল করে দেখলাম আজ ঢাকা অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই নিরব। ঈদ বা বিভিন্ন বড় কোন বন্ধ ছাড়া ঢাকার রাস্তা এমনটা দেখা যায় না। বাড়ি থেকে আসার পথে বিষয়গুলো খুব উপভোগ করলাম।

রাস্তাঘাটে উন্নয়ন হচ্ছে কিন্তু ঢাকার যানজট কমছে না। এভাবে ঢাকায় সবসময় যদি চলাফেরা করতে পারতাম তাহলে যানজটে অনেক কম সময় নষ্ট হতো।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনের মাডস্কিপার: হারিয়ে যাওয়া ইন্ডিকেটর প্রজাতি ও ডাঙায় ওঠার বিবর্তন-গল্প

ঢাকার এমন রূপ উপভোগ করার মতো!

০৮:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪

ফয়সাল আহমেদ

বেশিরভাগ নগরবাসী বাইরে যাওয়ায় নগরীর রূপ এখন ভিন্ন। ঈদ আর পহেলা বৈশাখের টানা কয়েকদিনের ছুটিতে নগরবাসী রাজধানী ছেড়ে যাওয়ায় সেই চিরচেনা ব্যস্ত রূপ নেই ঢাকার। ঢাকার এমন রূপ উপভোগ করার মতো!

 

বাড়ি থেকে বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে। সবার মত আমারও ঈদের ছুটি শেষ। সবসময়ের মতোই বাড়ি থেকে বের হয়ে বাজার পর্যন্ত গিয়েছি সিএনজিতে। এরপর বাসে প্রায় ১০০ কিলোমিটার পথ। অন্যান্য দিনের মতো বাসে তেমন ভিড় নেই। রাস্তায় গাড়ি অনেকটাই কম।

রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বিভিন্ন কাঁচাবাজার,শপিং মল প্রায় ফাঁকা। তেমন কোনো মানুষই নেই। আরো দেখলাম মানুষ তার পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে। বড় বড় বাসগুলো আজ তেমন দেখাই গেলো না। বিভিন্ন লেগুনা, মোটরসাইকেল, সিএনজি ইত্যাদি ছোট ছোট গাড়ি মোটামুটি চলছে । বেশিরভাগ গাড়িতেই মানুষ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যাচ্ছে।

আমাদের সখিপুর থেকে ঢাকা যাওয়ার পথে কালিয়াকৈর থানা পাড় হয়ে যেতে হয়। সবসময় যেখানে খুব জ্যাম থাকে। আজ আসার সময় দেখি রাস্তা একদম খালি। যানজটের কোনো চাপ নেই। এখানে প্রায় এক ঘন্টা সময় বেঁচেছে আমার। পরে গাজীপুর, উত্তরা এয়ারপোর্ট, বনানী এবং মহাখালী পর্যন্ত কোন যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি।

সুন্দরভাবে মাত্র কয়েক ঘণ্টায় ঢাকায় এসে পৌঁছেছি। ঈদ ছাড়া অন্যান্য সময় বাড়ি থেকে ঢাকা আসতে আমার সময় লাগে ৫ থেকে ৬ ঘন্টা। কিন্তু আজকে আসতে আমার সময় লেগেছে মাত্র ৩ ঘন্টা

খেয়াল করে দেখলাম আজ ঢাকা অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই নিরব। ঈদ বা বিভিন্ন বড় কোন বন্ধ ছাড়া ঢাকার রাস্তা এমনটা দেখা যায় না। বাড়ি থেকে আসার পথে বিষয়গুলো খুব উপভোগ করলাম।

রাস্তাঘাটে উন্নয়ন হচ্ছে কিন্তু ঢাকার যানজট কমছে না। এভাবে ঢাকায় সবসময় যদি চলাফেরা করতে পারতাম তাহলে যানজটে অনেক কম সময় নষ্ট হতো।