অ্যাপল আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫-এ আয়োজন করছে ‘Jaw Dropping’ ইভেন্ট। সেই মঞ্চেই উন্মোচিত হবে বহু প্রতীক্ষিত আইফোন ১৭ সিরিজ। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি আইফোন এক্স-এর পর অ্যাপলের সবচেয়ে বড় পরিবর্তন ও আপডেট।
চারটি মডেল একসাথে
অ্যাপলের নতুন সিরিজে থাকছে চারটি মডেল—
- iPhone 17
- iPhone 17 Air
- iPhone 17 Pro
- iPhone 17 Pro Max
‘প্লাস’ ভ্যারিয়েন্ট বন্ধ করা হয়েছে দুর্বল বিক্রির কারণে। তার জায়গায় আসছে নতুন iPhone 17 Air, যা মাঝারি দামের মধ্যে পাতলা ডিজাইন ও প্রিমিয়াম ফিচারের ভারসাম্য দেবে।

সবচেয়ে পাতলা আইফোন
iPhone 17 Air হবে এখন পর্যন্ত অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন। এতে থাকছে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে ও মাত্র ৫.৫–৬.২৫ মিলিমিটার বডি। তবে ব্যাটারির ক্ষমতা তুলনামূলক কম—২৮০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার। ক্যামেরায় থাকছে একক ৪৮ মেগাপিক্সেল সেন্সর।
সাধারণ iPhone 17-এ থাকছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে। একই মাপের স্ক্রিন থাকবে Pro মডেলেও। আর Pro Max মডেলে থাকছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে ও সম্ভাব্য ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি।
ডিসপ্লে ও পারফরম্যান্স
সব মডেলেই যুক্ত থাকছে LTPO OLED ডিসপ্লে ও ProMotion প্রযুক্তি। প্রথমবারের মতো বেস মডেলগুলোও পাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, যা ভিডিও ও স্ক্রলিংকে করবে আরও মসৃণ।
চিপসেটে থাকছে নতুন A19 ও A19 Pro প্রসেসর। প্রো মডেলে থাকছে ১২ জিবি র্যাম এবং বেস ও Air মডেলে ৮ জিবি র্যাম। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফিচারগুলো সহজে চালাতে এই র্যাম বাড়ানো হয়েছে।
এছাড়া প্রো মডেলে যুক্ত হতে পারে প্রথমবারের মতো ‘রিভার্স ওয়্যারলেস চার্জিং’, যার মাধ্যমে AirPods বা Apple Watch চার্জ দেওয়া যাবে সরাসরি আইফোন দিয়েই।

ক্যামেরায় বড় পরিবর্তন
সব মডেলেই থাকছে ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রো মডেলে থাকছে ৪৮ মেগাপিক্সেলের তিনটি রিয়ার ক্যামেরা টেলিফটো সুবিধাসহ। এতে মিলবে ৮ গুণ অপটিক্যাল জুম ও ৮কে ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ।
অ্যাস্ট্রো-ফটোগ্রাফির জন্যও থাকছে বিশেষ উন্নয়ন। ডিজাইনে আসছে নতুনত্ব—টু-টোন ব্যাক, বড় ক্যামেরা বার, নতুন ‘ক্যামেরা আইল্যান্ড’ এবং কমলা রঙের সাহসী ভ্যারিয়েন্ট। অন্যদিকে Air মডেলে গুরুত্ব দেওয়া হয়েছে হালকা টাইটানিয়াম ফ্রেমে।
সম্ভাব্য দাম
- iPhone 17: ৭৯৯ ডলার
- iPhone 17 Air: ৮৯৯–৯৪৯ ডলার
- iPhone 17 Pro: ১,০৯৯ ডলার (২৫৬ জিবি স্টোরেজ বেস)
- iPhone 17 Pro Max: ১,১৯৯ ডলার
সব মডেলেই আসবে নতুন iOS 26, যা নিয়ে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নানান ফিচার।
চূড়ান্ত ঘোষণা কীনোটে
৯ সেপ্টেম্বর অ্যাপলের কীনোট অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এসব ফিচার ও দাম। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, নতুন সিরিজটি ব্যবহারকারীদের জন্য হবে এক সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা—যেখানে বিভিন্ন বাজেট ও প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকবে।
সারাক্ষণ রিপোর্ট 



















