মার্কিন ভিসা সাক্ষাৎকারে বড় পরিবর্তন এসেছে। এখন থেকে আবেদনকারীদের নিজেদের দেশ বা বসবাসের দেশেই সাক্ষাৎকার দিতে হবে। আগে অন্য দেশে গিয়ে দ্রুত সাক্ষাৎকারের সুযোগ নেওয়া যেত, সেটি বন্ধ হয়ে গেছে।
নতুন নিয়ম ভিজিটর ভিসা (B1/B2), স্টুডেন্ট ভিসা (F-1), ওয়ার্ক ভিসা (H-1B, O-1, J-1) সহ সব বড় ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য।
প্রবাসীদের জন্য প্রভাব
ভারতীয়সহ অনেক প্রবাসী এতদিন সিঙ্গাপুর বা থাইল্যান্ডে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতেন। নতুন নিয়মে সেই শর্টকাট নেই। ভারতে ভিজিটর ভিসার অপেক্ষার সময় এখন ৫০০ দিনের বেশি, ফলে আমিরাতে থাকা প্রবাসীদের চাপ আরও বাড়বে।
করণীয়
যাদের বৈধ ইউএই রেসিডেন্স ভিসা আছে, তারা আবুধাবি দূতাবাস বা দুবাই কনস্যুলেটে সাক্ষাৎকার দিতে পারবেন। তবে অন্য দেশে বুকিংয়ের সুযোগ থাকছে না।
বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থী, পেশাজীবী ও ব্যবসায়ীদের অনেক আগে থেকেই পরিকল্পনা করতে হবে।
- দ্রুত আবেদন করুন
- নিয়মিত এমবাসি ও কনস্যুলেটের ওয়েবসাইট দেখুন
- নথিপত্র আগে থেকে প্রস্তুত রাখুন
ওয়াশিংটনের পদক্ষেপ ভিসা প্রক্রিয়াকে একরূপ করার উদ্যোগের অংশ। প্রবাসীদের জন্য বার্তাটি স্পষ্ট—
আগেভাগে পরিকল্পনা করুন, সময়সীমা মেনে চলুন, এবং বাড়তি কড়াকড়ির জন্য প্রস্তুত থাকুন।