০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫১)

এক্ষণে বাহাদুর সিংহের বংশী-য়েরা তাঁহার জমিদারীর অধিকারী। বাহাদুর সিংহের তৃতীয় পুত্র রাজা উদ্বন্ত সিংহ দেবী সিংহের কলঙ্ক মোচন করিয়া, দেশমধ্যে প্রতিষ্ঠালাভ* করিয়াছিলেন।

তাঁহার জমিদারীর অধিকাংশ আয়ই দেখতা, ব্রাহ্মণ ও দরিদ্রদিগের জন্য প্রতিনিয়ত ব্যয়িত হইত। জমিদারীর অনেক স্থলে, তিনি দেবালয় প্রতিষ্ঠা করিয়া, সুবন্দোবস্ত করিয়া গিয়াছেন। নশীপুর রাজবংশে তাঁহার ন্যায় উচ্চহৃদয় আর কেহ কখন জন্ম গ্রহণ করেন নাই। রাজা উদ্বন্ত সিংহ কিছুদিন মুর্শিদাবাদের নবাব-নাজিমের দেওয়ানী করিয়াছিলেন, কিন্তু তাহা অত্যন্ন দিন মাত্র।

তাঁহার সাধুতায় সকলে সবিশেষ প্রীত ছিলেন। নশীপুরের বর্তমান রাজা রণজিৎ সিংহ বাহাদুর, বাহাদুর সিংহের জ্যেষ্ঠ পুত্র হনুমন্ত সিংহের জ্যেষ্ঠ পৌত্র রাজা কীরিতচাদ সিংহের দত্তক পুত্র। রাজা উদ্বন্ত সিংহ যে সমস্ত দেবালয়াদির প্রতিষ্ঠা করিয়া যান, রাজা রণজিৎ সিংহ সে সমস্ত রক্ষা করিয়া সাধুতার পরিচয় দিয়াছেন। অত্যন্ত কাৰ্য্যপটু বলিয়া তাঁহার প্রশংসা আছে।

গবর্ণমেন্টকর্তৃক তিনি রাজা বাহাদুর, পরে মহারাজ উপাধিতে ভূষিত হইয়াছেন এবং তাঁহার বংশধরগণ বংশ-পরম্পরাক্রমে রাজা উপাধি পাইবেন। তিনি বঙ্গীয় ও ভারতীয় ব্যবস্থাপক সভায় আসীন হইয়া দেশহিতার্থে অনেক চেষ্টা করিয়াছেন। দেশের কল্যাণের জন্য তিনি সর্ব্বদা তৎপর। ভগবান্ তাঁহাকে উক্ত সাধু কার্য্যে নিয়োজিত করিয়া, দেশের ও তাঁহার শ্রীবৃদ্ধি সাধন করুন।

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৫১)

১১:০০:১১ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

এক্ষণে বাহাদুর সিংহের বংশী-য়েরা তাঁহার জমিদারীর অধিকারী। বাহাদুর সিংহের তৃতীয় পুত্র রাজা উদ্বন্ত সিংহ দেবী সিংহের কলঙ্ক মোচন করিয়া, দেশমধ্যে প্রতিষ্ঠালাভ* করিয়াছিলেন।

তাঁহার জমিদারীর অধিকাংশ আয়ই দেখতা, ব্রাহ্মণ ও দরিদ্রদিগের জন্য প্রতিনিয়ত ব্যয়িত হইত। জমিদারীর অনেক স্থলে, তিনি দেবালয় প্রতিষ্ঠা করিয়া, সুবন্দোবস্ত করিয়া গিয়াছেন। নশীপুর রাজবংশে তাঁহার ন্যায় উচ্চহৃদয় আর কেহ কখন জন্ম গ্রহণ করেন নাই। রাজা উদ্বন্ত সিংহ কিছুদিন মুর্শিদাবাদের নবাব-নাজিমের দেওয়ানী করিয়াছিলেন, কিন্তু তাহা অত্যন্ন দিন মাত্র।

তাঁহার সাধুতায় সকলে সবিশেষ প্রীত ছিলেন। নশীপুরের বর্তমান রাজা রণজিৎ সিংহ বাহাদুর, বাহাদুর সিংহের জ্যেষ্ঠ পুত্র হনুমন্ত সিংহের জ্যেষ্ঠ পৌত্র রাজা কীরিতচাদ সিংহের দত্তক পুত্র। রাজা উদ্বন্ত সিংহ যে সমস্ত দেবালয়াদির প্রতিষ্ঠা করিয়া যান, রাজা রণজিৎ সিংহ সে সমস্ত রক্ষা করিয়া সাধুতার পরিচয় দিয়াছেন। অত্যন্ত কাৰ্য্যপটু বলিয়া তাঁহার প্রশংসা আছে।

গবর্ণমেন্টকর্তৃক তিনি রাজা বাহাদুর, পরে মহারাজ উপাধিতে ভূষিত হইয়াছেন এবং তাঁহার বংশধরগণ বংশ-পরম্পরাক্রমে রাজা উপাধি পাইবেন। তিনি বঙ্গীয় ও ভারতীয় ব্যবস্থাপক সভায় আসীন হইয়া দেশহিতার্থে অনেক চেষ্টা করিয়াছেন। দেশের কল্যাণের জন্য তিনি সর্ব্বদা তৎপর। ভগবান্ তাঁহাকে উক্ত সাধু কার্য্যে নিয়োজিত করিয়া, দেশের ও তাঁহার শ্রীবৃদ্ধি সাধন করুন।