যশোরের সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত চঞ্চল গাজী (২৮) ওই গ্রামেরই মধু গাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
ডাকাতিয়া গ্রামে রক্তাক্ত সংঘর্ষ
যশোরের সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে বৃহস্পতিবার সকালে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম চঞ্চল গাজী (২৮)। তিনি একই গ্রামের মধু গাজীর ছেলে।
প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ
কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আবুল হাসনাত জানিয়েছেন, চঞ্চল গাজী ও তার বাবা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী রাবিউলের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই বিরোধকে কেন্দ্র করে চঞ্চল, রাবিউল, বিলালসহ আরও কয়েকজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
ছুরিকাঘাতে নিহত, আহত তিনজন
সংঘর্ষের এক পর্যায়ে রাবিউল ধারালো অস্ত্র দিয়ে চঞ্চলকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থলেই চঞ্চল মারা যান। এ সময় রাবিউল ও মধু গাজীও আহত হন। তাদের যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে উত্তেজনা না ছড়ায়।
যশোরের ডাকাতিয়া গ্রামে একটি পুরনো শত্রুতাকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড আবারও গ্রামীণ বিরোধের ভয়াবহ পরিণতি তুলে ধরেছে। স্থানীয়রা বলছেন, ছোটখাটো দ্বন্দ্বই সময়ের সঙ্গে বড় সহিংসতায় রূপ নিচ্ছে, যা থামাতে স্থানীয় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
#যশোর #হত্যাকাণ্ড #পূর্বশত্রুতা #বাংলাদেশ #সারাক্ষণ_রিপোর্ট