রাজধানীর মৌচাক এলাকার ফর্চুন শপিং মলে অবস্থিত ‘শাম্পা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা চুরি হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ও দোকান কর্তৃপক্ষ। বুধবার গভীর রাতে রাত ৩টা থেকে ৪টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। দোকানটি মলের দ্বিতীয় তলায় অবস্থিত।
সিসিটিভিতে ধরা পড়ল বোরকা পরা দুই চোর
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মজহারুল ইসলাম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত চলছে। ফুটেজে দেখা যায়, দুজন নারী বোরকা পরে দোকানের তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়ে যায়।
দোকান মালিকের দাবি: প্রদর্শনী ও বন্ধকী সোনা চুরি
দোকানটির মালিক অচিন্ত্য কুমার বিশ্বাস জানান, প্রায় ৪০০ ভরি প্রদর্শনী সোনা, ১০০ ভরি বন্ধক রাখা সোনা এবং ৪০ হাজার টাকা নগদ অর্থ চুরি হয়েছে। তিনি বলেন, “প্রতিদিনের মতো রাত ৯টার দিকে দোকান বন্ধ করি। সকালে প্রায় সাড়ে ছয়টার সময় মলের নিরাপত্তা প্রহরী ফোন করে জানায় দোকানে চুরি হয়েছে। এসে দেখি সব খালি—সব কিছুই চুরি হয়ে গেছে।”
তদন্তে সন্দেহ ও যাচাই
তবে পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কত পরিমাণ সোনা চুরি হয়েছে। প্রাথমিকভাবে মালিকের দাবি অনুযায়ী তদন্ত চলছে।
বাজারে সোনার দাম নতুন উচ্চতায়
এদিকে ঘটনার দিনই দেশে সোনার দাম প্রতি ভরি ৬ হাজার ৯০৬ টাকা বেড়ে রেকর্ড ২ লাখ ৯ হাজার ১০১ টাকায় পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধি এবং বড় আকারের চুরির ঘটনা একসঙ্গে আলোচনায় এসেছে স্বর্ণ ব্যবসায়ীদের মহলে।