০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
ফিফার ‘শান্তি পদক’ থেকে এমআরআই—ট্রাম্পকে এক ফ্রেমে পোড়াল ‘এসএনএল’ মারাকেশে নতুন ঢেউ, চার তরুণ নির্মাতায় বদলে যাচ্ছে মরক্কোর সিনেমা টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিদ্যুৎকর্মী নিহত সবুজ শক্তিতে ব্রেক নয়,‘অ্যাডভাইজারি’ জল্পনা উড়িয়ে দিল ভারত সরকার পেঁয়াজের দাম বাড়তেই থাকায় ভারত থেকেই আমদানির অনুমতি দিচ্ছে সরকার ডিফল্ট সার্চে একক আধিপত্যে ‘কাঁচি’, গুগলের চুক্তিতে এক বছরের সীমা ওকিনাওয়ার আকাশে চীনা রাডার লক, উত্তেজনার মধ্যেও সংযমের আহ্বান জাপান–অস্ট্রেলিয়ার বাজার ধসের আগাম সংকেত: কখন ফেটে যায় বিনিয়োগের বুদ্বুদ ট্রাম্পের পছন্দের সম্ভাব্য পরবর্তী ফেড চেয়ারম্যান হ্যাসেট নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক এশিয়ান অ্যাঙ্গল | ভিয়েতনামের মাদকবিরোধী পুলিশ এখন জেন-জেডের ভাষায় কথা বলছে, ফলও মিলছে

ওরাকজাইয়ে পাল্টা অভিযানে ৩০ জন নিহত: আইএসপিআর বলছে ‘ভারতপুষ্ট’ সন্ত্রাসী, সেনা নিহতের জবাব

খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জানিয়েছে—সাম্প্রতিক হামলায় জড়িত কথিত ‘ভারতপুষ্ট’ সন্ত্রাসীদের একটি দল নির্মূল হয়েছে। আইএসপিআর জানায়, জঙ্গিদের সঙ্গে তীব্র গোলাগুলির পর ঘটনাস্থলে মরদেহ উদ্ধার হয় এবং এলাকায় স্যানিটাইজেশন চলছে।

প্রেক্ষাপট: পূর্বের হামলা ও পাল্টা অভিযান

ওরাকজাইয়ে সাম্প্রতিক হামলায় সেনা কর্মকর্তা ও সদস্যদের প্রাণহানি ঘটে। এর পর ধারাবাহিক পাল্টা অভিযানে দেরা ইসমাইল খানসহ নিকটবর্তী এলাকায় আরও জঙ্গি নিহতের খবর নিশ্চিত করা হয়। সরকার ও সামরিক বাহিনী বলছে, সীমান্তবর্তী অঞ্চলে ‘সন্ত্রাস ও অপরাধচক্রের’ বন্ধন ছিন্ন করাই অগ্রাধিকার।

Army kills all 30 terrorists involved in Oct 7 Orakzai attack

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সেনা নেতৃত্ব জানিয়েছে, সীমান্তপারের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে; স্থানীয় জনগণের সহযোগিতায় নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্য স্থির।

অঞ্চলে সহিংসতার চিত্র

স্বাধীন গবেষণা সংস্থাগুলোর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে হামলা ও পাল্টা অভিযানের ঘটনা বেশি—যার প্রভাব পড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা ও জননিরাপত্তায়। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা অভিযান, সীমান্ত–নিয়ন্ত্রণ ও স্থানীয় উন্নয়ন একসঙ্গে এগোতে না পারলে সহিংসতার চাপ স্থায়ী হতে পারে।

 

জনপ্রিয় সংবাদ

ফিফার ‘শান্তি পদক’ থেকে এমআরআই—ট্রাম্পকে এক ফ্রেমে পোড়াল ‘এসএনএল’

ওরাকজাইয়ে পাল্টা অভিযানে ৩০ জন নিহত: আইএসপিআর বলছে ‘ভারতপুষ্ট’ সন্ত্রাসী, সেনা নিহতের জবাব

০৫:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নিরাপত্তা বাহিনী জানিয়েছে—সাম্প্রতিক হামলায় জড়িত কথিত ‘ভারতপুষ্ট’ সন্ত্রাসীদের একটি দল নির্মূল হয়েছে। আইএসপিআর জানায়, জঙ্গিদের সঙ্গে তীব্র গোলাগুলির পর ঘটনাস্থলে মরদেহ উদ্ধার হয় এবং এলাকায় স্যানিটাইজেশন চলছে।

প্রেক্ষাপট: পূর্বের হামলা ও পাল্টা অভিযান

ওরাকজাইয়ে সাম্প্রতিক হামলায় সেনা কর্মকর্তা ও সদস্যদের প্রাণহানি ঘটে। এর পর ধারাবাহিক পাল্টা অভিযানে দেরা ইসমাইল খানসহ নিকটবর্তী এলাকায় আরও জঙ্গি নিহতের খবর নিশ্চিত করা হয়। সরকার ও সামরিক বাহিনী বলছে, সীমান্তবর্তী অঞ্চলে ‘সন্ত্রাস ও অপরাধচক্রের’ বন্ধন ছিন্ন করাই অগ্রাধিকার।

Army kills all 30 terrorists involved in Oct 7 Orakzai attack

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। সেনা নেতৃত্ব জানিয়েছে, সীমান্তপারের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে; স্থানীয় জনগণের সহযোগিতায় নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্য স্থির।

অঞ্চলে সহিংসতার চিত্র

স্বাধীন গবেষণা সংস্থাগুলোর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে হামলা ও পাল্টা অভিযানের ঘটনা বেশি—যার প্রভাব পড়ছে আঞ্চলিক স্থিতিশীলতা ও জননিরাপত্তায়। বিশ্লেষকদের মতে, নিরাপত্তা অভিযান, সীমান্ত–নিয়ন্ত্রণ ও স্থানীয় উন্নয়ন একসঙ্গে এগোতে না পারলে সহিংসতার চাপ স্থায়ী হতে পারে।