মধ্যস্থতাকারীদের উদ্যোগে গাজা ইস্যুতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে নতুন আলোচনার ইঙ্গিত মিলেছে। প্রস্তাবে ধাপে ধাপে বন্দি মুক্তি, সহায়তা বৃদ্ধি ও সামরিক কার্যক্রম স্থগিতের সময়সূচি রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানায়।
কী থাকছে প্রস্তাবে
প্রথম ধাপে নারী–শিশু–বয়স্ক অগ্রাধিকার, হাসপাতাল ও শরণার্থী ক্যাম্পে সহায়তা দ্বিগুণ, এবং নির্দিষ্ট সময়ের জন্য বিমান হামলা বন্ধের কথা আছে। পাল্টাপাল্টি শর্তে নিরাপত্তা নিশ্চয়তা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রস্তাবও রয়েছে।
বাস্তবতায় বাধা কোথায়
সীমান্ত খোলার স্থায়িত্ব, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের প্রবাহ, এবং স্থল অভিযান নিয়ন্ত্রণ—এসবেই মূল জট। আস্থার ঘাটতি কমাতে ‘ভেরিফিকেশন মেকানিজম’ শক্তিশালী করার আলোচনা চলছে।
#Gaza #Ceasefire #HostageDeal #HumanitarianAid #Mediation #MiddleEast #TPW